ETV Bharat / bharat

লকডাউনে বন্ধ থাকা শিল্প ইউনিটের কর্মচারীদের বেতন দিয়েছে যোগী সরকার - বন্ধ শিল্প ইউনিট

রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,"লকডাউন চলাকালীনও যোগী সরকার উত্তরপ্রদেশের বন্ধ শিল্প ইউনিটের প্রতিটি কর্মচারীকে বেতন দিয়েছে।শিল্প ইউনিটে 1592.37 কোটি টাকার বড় রকমের বেতনের অর্থ প্রদান করা হয়েছে" ।

Uttar Pradesh govt
যোগী সরকার
author img

By

Published : May 13, 2020, 10:01 PM IST

লখনউ(উত্তরপ্রদেশ),13 মে : লকডাউনের সময়েও রাজ্যের বন্ধ শিল্প ইউনিটগুলির প্রতিটি কর্মচারীকে উত্তরপ্রদেশ সরকার বেতন দিয়েছে ।বুধবার উত্তরপ্রদেশ সরকার জানায় এজন্য 1592.37 কোটি টাকা খরচ হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,"লকডাউন চলাকালীনও যোগী সরকার উত্তরপ্রদেশের বন্ধ শিল্প ইউনিটের প্রতিটি কর্মচারীকে বেতন দিয়েছে।শিল্প ইউনিটে 1592.37 কোটি টাকার বড় রকমের বেতনের অর্থ প্রদান করা হয়েছে" ।

এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,"সরকারের প্রচেষ্টার ফলে, লকডাউনের প্রথম পর্যায়েও 119 টি সুগার মিলের সমস্ত রাজ্যে চালু রাখা হয়েছিল । এর পাশাপাশি 12,000 ইটভাটা এবং 2,500 কোল্ড স্টোরেজ ইউনিটও চালানো হয়েছে ।" সরকার আরও বলেছে যে লকডাউনের দ্বিতীয় পর্যায়ে তারা বড় শিল্প ইউনিটগুলির পরিচালনার অনুমতি দিয়েছিল । এই শিল্প ইউনিটে 2.12 লাখ কর্মী কাজ করে ।

রাজ্য সরকার জানিয়েছে, লকডাউনের দ্বিতীয় ধাপে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (MSME) যুক্ত 16.40 লাখ লোককে কাজের অনুমতি দেওয়া হয়েছিল । মহাত্মা গান্ধি জাতীয় পল্লি কর্মসংস্থান নিশ্চিত আইনের (MNREGA) অধীনে প্রতিদিন 23.6 লাখ লোক কাজ করেছে । এই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে,যোগী সরকার এ পর্যন্ত 31.70 লাখ নিঃস্ব ও নির্মাণ শ্রমিকদের 1 হাজার টাকা করে রক্ষণাবেক্ষণ ভাতা এবং খাদ্যশস্য সরবরাহ করেছে ।

লখনউ(উত্তরপ্রদেশ),13 মে : লকডাউনের সময়েও রাজ্যের বন্ধ শিল্প ইউনিটগুলির প্রতিটি কর্মচারীকে উত্তরপ্রদেশ সরকার বেতন দিয়েছে ।বুধবার উত্তরপ্রদেশ সরকার জানায় এজন্য 1592.37 কোটি টাকা খরচ হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,"লকডাউন চলাকালীনও যোগী সরকার উত্তরপ্রদেশের বন্ধ শিল্প ইউনিটের প্রতিটি কর্মচারীকে বেতন দিয়েছে।শিল্প ইউনিটে 1592.37 কোটি টাকার বড় রকমের বেতনের অর্থ প্রদান করা হয়েছে" ।

এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,"সরকারের প্রচেষ্টার ফলে, লকডাউনের প্রথম পর্যায়েও 119 টি সুগার মিলের সমস্ত রাজ্যে চালু রাখা হয়েছিল । এর পাশাপাশি 12,000 ইটভাটা এবং 2,500 কোল্ড স্টোরেজ ইউনিটও চালানো হয়েছে ।" সরকার আরও বলেছে যে লকডাউনের দ্বিতীয় পর্যায়ে তারা বড় শিল্প ইউনিটগুলির পরিচালনার অনুমতি দিয়েছিল । এই শিল্প ইউনিটে 2.12 লাখ কর্মী কাজ করে ।

রাজ্য সরকার জানিয়েছে, লকডাউনের দ্বিতীয় ধাপে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (MSME) যুক্ত 16.40 লাখ লোককে কাজের অনুমতি দেওয়া হয়েছিল । মহাত্মা গান্ধি জাতীয় পল্লি কর্মসংস্থান নিশ্চিত আইনের (MNREGA) অধীনে প্রতিদিন 23.6 লাখ লোক কাজ করেছে । এই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে,যোগী সরকার এ পর্যন্ত 31.70 লাখ নিঃস্ব ও নির্মাণ শ্রমিকদের 1 হাজার টাকা করে রক্ষণাবেক্ষণ ভাতা এবং খাদ্যশস্য সরবরাহ করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.