ETV Bharat / bharat

কোরোনার অগ্রগতি ধীর করতে পারে নাইট্রিক অক্সাইড, বিশ্বাস চিকিৎসকদের

অজ্বলনশীল অণু নাইট্রিক অক্সাইড কোরোনার বিরুদ্ধে বিশ্বের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ৷ এটি কোরোনার অগ্রগতি ধীর করে দিতে পারে বলে মনে করছেন জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির চিকিৎসকরা ৷

author img

By

Published : Jul 28, 2020, 4:21 PM IST

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

হায়দরাবাদ, 28 জুলাই : কোরোনা সংক্রমণের মাঝে ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া চলছে বিভিন্ন জায়গায় ৷ চলছে বিভিন্ন ট্রায়ালও ৷ তারই মাঝে কোরোনা গবেষণা নিয়ে নতুন তথ্য প্রকাশ করল অ্যামেরিকার জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি ৷ এই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মনে করছেন, অজ্বলনশীল অণু কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ৷

গবেষকদের মতে, স্বাভাবিক সংবহনতান্ত্রিক ক্রিয়ার পরিচর্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাইট্রিক অক্সাইড ৷ এটি ফুসফুসের ক্ষত এবং শ্বাসকষ্টের কারণে শরীরে তৈরি হওয়া প্রদাহজনিত অবস্থাকে (ইনফ্ল্যামেটরি ক্যাসকেডস) নিয়ন্ত্রণ করে ৷ এই প্রদাহজনিত অবস্থার ফলে শরীরে একটি প্রতিক্রিয়া তৈরি হয় ৷ এখনও মানুষের প্রতিরোধ ব্যবস্থার মধ্যে এই প্রতিক্রিয়ার প্রতিবার্তা দেওয়ার ক্ষমতা তৈরি হয়নি ৷

জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির চিকিৎসকদের একটি দল 1993 থেকে 2020 সাল পর্যন্ত তথ্যগুলির পর্যালোচনা করে ৷ এই তথ্যগুলি ছিল কোরোনা ভাইরাসের ফলে রোগটি কীভাবে বেড়ে ওঠে এবং শ্বাসকষ্টের ফলে অসুস্থ হওয়া রোগীদের চিকিৎসায় নাইট্রিক অক্সাইডের ব্যবহারের বিষয়ে ৷

নিশ্বাসের সঙ্গে নেওয়া নাইট্রিক অক্সাইড বেশি ভালো কাজে দেয় বলে মনে করছেন এই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা ৷ তবে, নাইট্রিক অক্সাইড ব্যবহারের আগে এর ডোজ় ও এবং বিভিন্ন নিয়মগুলি পরীক্ষা করে দেখা উচিত ৷

এই পর্যালোচনার অন্যতম প্রবীণ সহ-লেখক অ্যাডাম ফ্রায়েডম্যান বলেন, "আমাদের দেহ ও স্বাস্থ্য সেবার পরিকাঠামোকে ধ্বংস করছে কোরোনা ভাইরাস ৷ এর মোকাবিলায় রোগীদের একটি কার্যকর মাধ্যম প্রয়োজন যা তাদের দেহে ও গোষ্ঠীর মধ্যে সংক্রমণকে ধীর করতে পারে ৷"

হায়দরাবাদ, 28 জুলাই : কোরোনা সংক্রমণের মাঝে ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া চলছে বিভিন্ন জায়গায় ৷ চলছে বিভিন্ন ট্রায়ালও ৷ তারই মাঝে কোরোনা গবেষণা নিয়ে নতুন তথ্য প্রকাশ করল অ্যামেরিকার জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি ৷ এই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মনে করছেন, অজ্বলনশীল অণু কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ৷

গবেষকদের মতে, স্বাভাবিক সংবহনতান্ত্রিক ক্রিয়ার পরিচর্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাইট্রিক অক্সাইড ৷ এটি ফুসফুসের ক্ষত এবং শ্বাসকষ্টের কারণে শরীরে তৈরি হওয়া প্রদাহজনিত অবস্থাকে (ইনফ্ল্যামেটরি ক্যাসকেডস) নিয়ন্ত্রণ করে ৷ এই প্রদাহজনিত অবস্থার ফলে শরীরে একটি প্রতিক্রিয়া তৈরি হয় ৷ এখনও মানুষের প্রতিরোধ ব্যবস্থার মধ্যে এই প্রতিক্রিয়ার প্রতিবার্তা দেওয়ার ক্ষমতা তৈরি হয়নি ৷

জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির চিকিৎসকদের একটি দল 1993 থেকে 2020 সাল পর্যন্ত তথ্যগুলির পর্যালোচনা করে ৷ এই তথ্যগুলি ছিল কোরোনা ভাইরাসের ফলে রোগটি কীভাবে বেড়ে ওঠে এবং শ্বাসকষ্টের ফলে অসুস্থ হওয়া রোগীদের চিকিৎসায় নাইট্রিক অক্সাইডের ব্যবহারের বিষয়ে ৷

নিশ্বাসের সঙ্গে নেওয়া নাইট্রিক অক্সাইড বেশি ভালো কাজে দেয় বলে মনে করছেন এই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা ৷ তবে, নাইট্রিক অক্সাইড ব্যবহারের আগে এর ডোজ় ও এবং বিভিন্ন নিয়মগুলি পরীক্ষা করে দেখা উচিত ৷

এই পর্যালোচনার অন্যতম প্রবীণ সহ-লেখক অ্যাডাম ফ্রায়েডম্যান বলেন, "আমাদের দেহ ও স্বাস্থ্য সেবার পরিকাঠামোকে ধ্বংস করছে কোরোনা ভাইরাস ৷ এর মোকাবিলায় রোগীদের একটি কার্যকর মাধ্যম প্রয়োজন যা তাদের দেহে ও গোষ্ঠীর মধ্যে সংক্রমণকে ধীর করতে পারে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.