দিল্লি, 25 ফেব্রুয়ারি: গতকালের ঘোষণার পর আজ সই হল 300 কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি ৷ ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধেও একজোট হয়ে লড়ার বার্তা দিলেন ট্রাম্প ৷
কালই মোতেরা স্টেডিয়ামে বক্তব্য পেশ করার সময় ঘোষণা করেছিলেন যে, 300 কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করা হবে প্রতিরক্ষা ক্ষেত্রে ৷ 24টি MH-60 রোমিও হেলিকপ্টার কিনতে খরচ করা হবে এই টাকা ৷
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের যৌথ বিবৃতিতে বলেন, ‘‘ভারতীয় সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে দুই দেশের মধ্যে 300 কোটি ডলারের বেশি অঙ্কের এক চুক্তি স্বাক্ষর করা হয়েছে ৷’’
ইন্দো-পেসিফিক অঞ্চলে শান্তি বজায় রাখতে দুই দেশই যে উদ্যোগী, তা স্পষ্ট করে দেওয়া হয়েছিল কালই ৷ আজ যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘কাল আবারও একবার স্পষ্ট হয়ে গিয়েছে যে ভারত-অ্যামেরিকা শুধুমাত্র দুটি সরকার নয়, বরং জনকেন্দ্রিক ও জনগণ দ্বারাই পরিচালিত ৷ একবিংশ শতাব্দীতে দাড়িয়ে এই সম্পর্ক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ৷ সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে আমরা দৃঢ়প্রতিজ্ঞ ৷ যারা সন্ত্রাসবাদে মদত দেবে, তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেবে ভারত-অ্যামেরিকা ৷’’
বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘‘প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতাকে দৃঢ় করতে আজ সকালে একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে ৷ ভারত অ্যামেরিকার থেকে 3 মিলিয়ন ডলারের বেশি অঙ্কের অত্যাধুনিক মিলিটারি সামগ্রী কিনবে যার মধ্যে অ্যাপাচে ও MH-60 রোমিও হেলিকপ্টার অন্তর্ভুক্ত ৷ বিশ্বের সেরা হেলিকপ্টারগুলির মধ্যে এইগুলি অন্যতম ৷ এই চুক্তি আমাদের যৌথ প্রতিরক্ষা ক্ষেত্রকে আরও উন্নত করতে সাহায্য করবে ৷ ’’
সন্ত্রাসবাদ বিষয়ে পাকিস্তানকে সরাসরি আক্রমণ না করে ট্রাম্প বলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদি ও আমি- দুজনই আমাদের দেশবাসীকে ইসলামিক সন্ত্রাসবাদের হাত থেকে রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ ৷ আমরা পাকিস্তানের সঙ্গেও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে কাজ করছি, যা তাদের দেশের মাটিতেই প্রতিপালিত ও কাজ করছে ৷’’