ETV Bharat / bharat

জুয়ায় বাজি স্ত্রী, বন্ধুদের গণধর্ষণ করতে দিল ব্যক্তি - crime

জুয়ায় বাজি স্ত্রীকে গণধর্ষণ ৷ যুবতিকে গণধর্ষণ মত্ত স্বামীর বন্ধুদের ৷

জুয়ায় বাজি স্ত্রী, বন্ধুদের গণধর্ষণ করতে দিল ব্যক্তি
author img

By

Published : Aug 2, 2019, 5:18 PM IST

Updated : Aug 2, 2019, 5:27 PM IST

লখনউ, 2 অগাস্ট : নেশার ঘোরে বন্ধুদের সঙ্গে জুয়াখেলায় স্ত্রীকে বাজি রেখেছিল উত্তরপ্রদেশের এক ব্যক্তি ৷ শুধু তাই নয়, জুয়াখেলায় হেরে যাওয়ায় বন্ধুদের হাতে তাঁকে তুলেও দিয়েছিল সে৷ আর সেই বন্ধুরা মিলে তাঁর স্ত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ ৷

মদ্যপান করে সঙ্গীদের নিয়ে জুয়াখেলার আসর বসিয়েছিল ওই ব্যক্তি ৷ বাজি হেরে যাওয়ায় সম্বল বলতে ছিলেন শুধু স্ত্রী ৷ ফলে তাঁকেই বন্ধুদের হাতে তুলে দেয় সে ৷ আর গণধর্ষণের শিকার হতে হয় ওই যুবতিকে ৷ পরে থানায় অভিযোগ দায়ের করতে যান তিনি ৷ কিন্তু, পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করলে আদালতে যান ৷ পরে আদালতের নির্দেশে জৌনপুরের জা়ফারাবাদ থানা ওই যুবতির স্বামী ও সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ নেয় ৷

ওই যুবতির বক্তব্য, স্বামী, স্বামীর বন্ধু, স্বামীর তরফে এক আত্মীয় প্রায়ই বাড়িতে মদ ও জুয়ার আসর বসাত ৷ প্রতিবাদ করেও লাভ হয়নি ৷ বরং ধর্ষণের পর বাড়ি ছেড়ে চলে যাওয়ায় ক্ষমা চেয়ে ফিরতেও নাকি বলেছিলেন তাঁর স্বামী ৷ বাড়ি ফেরার পথে আরও একবার গণধর্ষণের শিকার হন বলেও তাঁর অভিযোগ ৷

লখনউ, 2 অগাস্ট : নেশার ঘোরে বন্ধুদের সঙ্গে জুয়াখেলায় স্ত্রীকে বাজি রেখেছিল উত্তরপ্রদেশের এক ব্যক্তি ৷ শুধু তাই নয়, জুয়াখেলায় হেরে যাওয়ায় বন্ধুদের হাতে তাঁকে তুলেও দিয়েছিল সে৷ আর সেই বন্ধুরা মিলে তাঁর স্ত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ ৷

মদ্যপান করে সঙ্গীদের নিয়ে জুয়াখেলার আসর বসিয়েছিল ওই ব্যক্তি ৷ বাজি হেরে যাওয়ায় সম্বল বলতে ছিলেন শুধু স্ত্রী ৷ ফলে তাঁকেই বন্ধুদের হাতে তুলে দেয় সে ৷ আর গণধর্ষণের শিকার হতে হয় ওই যুবতিকে ৷ পরে থানায় অভিযোগ দায়ের করতে যান তিনি ৷ কিন্তু, পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করলে আদালতে যান ৷ পরে আদালতের নির্দেশে জৌনপুরের জা়ফারাবাদ থানা ওই যুবতির স্বামী ও সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ নেয় ৷

ওই যুবতির বক্তব্য, স্বামী, স্বামীর বন্ধু, স্বামীর তরফে এক আত্মীয় প্রায়ই বাড়িতে মদ ও জুয়ার আসর বসাত ৷ প্রতিবাদ করেও লাভ হয়নি ৷ বরং ধর্ষণের পর বাড়ি ছেড়ে চলে যাওয়ায় ক্ষমা চেয়ে ফিরতেও নাকি বলেছিলেন তাঁর স্বামী ৷ বাড়ি ফেরার পথে আরও একবার গণধর্ষণের শিকার হন বলেও তাঁর অভিযোগ ৷

New Delhi, Aug 02 (ANI): Ayodhya land case to be heard on August 6 on a day-to-day basis. 'The mediation panel has not been able to achieve any final settlement', said Supreme Court. While speaking to mediapersons, Supreme Court lawyer Vishnu Shankar Jain said, "I am happy because from the day one, I am saying that this matter cannot be resolved through mediation and we need judgment of the Supreme Court."

Last Updated : Aug 2, 2019, 5:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.