ETV Bharat / bharat

রাজ্যে ফেরাতে হবে শ্রমিকদের, 1000 বাসের ব্যবস্থা করল যোগী সরকার - উত্তরপ্রদেশ সরকার

কোরোনা মোকাবিলায় দেশে লকডাউন । এর ফলে দেশের বিভিন্ন প্রান্তেই আটকে পড়েছে বহু শ্রমিক, ব্যবসায়ী । নিজের রাজ্যের মানুষগুলোকে ঘরে ফেরাতে তাই বাসের ব্যবস্থা করল উত্তরপ্রদেশ সরকার ।

up
উত্তরপ্রদেশ
author img

By

Published : Mar 28, 2020, 8:29 PM IST

লখনউ, 28 মার্চ : লকডাউনে দেশের বিভিন্ন সীমান্তে আটকে পড়া শ্রমিকদের রাজ্যে ফেরাতে বাসের ব্য়বস্থা করল উত্তরপ্রদেশ সরকার । মোট 1000টি বাসের কন্ডাক্টর ও চালকের সঙ্গে ইতিমধ্যেই কথা বলা হয়েছে । ওই শ্রমিকদের আনতে ইতিমধ্যেই তারা গন্তব্যে রওনা দিয়েছে ।

কোরোনা মোকাবিলায় দেশে লকডাউন । এর ফলে দেশের বিভিন্ন প্রান্তেই আটকে পড়েছে বহু শ্রমিক, ব্যবসায়ী । নিজের রাজ্যের মানুষগুলোকে ঘরে ফেরাতে পদক্ষেপ করছে রাজ্য সরকার । তাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে খাদ্য ও চিকিৎসারও । যাতে কোরোনার সংক্রমণ না বাড়ে । তার ব্যবস্থাও করা হয়েছে । আজ নয়ডা, গাজ়িয়াবাদ, বুন্দেলশহর, আলিগড়ের মতো জায়গায় আটকে পড়া রাজ্যের শ্রমিকদের জন্য তাই 1000 টি বাসের বন্দোবস্ত করল যোগী সরকার ।

বাসের পাশাপাশি রাজ্যে না ফেরা পর্যন্ত শ্রমিকদের জন্য উপযুক্ত খাদ্য ও পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে ।

আজ সকালে চারবাগ বাস স্টেশনে পৌঁছান উত্তরপ্রদেশ পুলিশের DGP হীতেশচন্দ্র আওয়াস্থি, লখনউ পুলিশ কমিশনার সুজিতকুমার পাণ্ডে ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা । তাদের সামনেই কানপুর, বাল্লিয়া,বারাণসী, গোরখপুর, আজ়মগড়, ফয়জ়াবাদ, বাস্তি, প্রতাপগড়, সুলতানপুর, আমেঠি, রায়বেরেলি, গোণ্ডা, এতওয়া, বাহরইচ, শ্রভস্তীর উদ্দেশে রওনা দেয় বাসগুলি ।

এদিকে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে আটকে পড়া উত্তরপ্রদেশের 9 ব্যবসায়ীকে আজ বাড়ি ফেরায় মুর্শিদাবাদ জেলা পরিষদ ।

লখনউ, 28 মার্চ : লকডাউনে দেশের বিভিন্ন সীমান্তে আটকে পড়া শ্রমিকদের রাজ্যে ফেরাতে বাসের ব্য়বস্থা করল উত্তরপ্রদেশ সরকার । মোট 1000টি বাসের কন্ডাক্টর ও চালকের সঙ্গে ইতিমধ্যেই কথা বলা হয়েছে । ওই শ্রমিকদের আনতে ইতিমধ্যেই তারা গন্তব্যে রওনা দিয়েছে ।

কোরোনা মোকাবিলায় দেশে লকডাউন । এর ফলে দেশের বিভিন্ন প্রান্তেই আটকে পড়েছে বহু শ্রমিক, ব্যবসায়ী । নিজের রাজ্যের মানুষগুলোকে ঘরে ফেরাতে পদক্ষেপ করছে রাজ্য সরকার । তাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে খাদ্য ও চিকিৎসারও । যাতে কোরোনার সংক্রমণ না বাড়ে । তার ব্যবস্থাও করা হয়েছে । আজ নয়ডা, গাজ়িয়াবাদ, বুন্দেলশহর, আলিগড়ের মতো জায়গায় আটকে পড়া রাজ্যের শ্রমিকদের জন্য তাই 1000 টি বাসের বন্দোবস্ত করল যোগী সরকার ।

বাসের পাশাপাশি রাজ্যে না ফেরা পর্যন্ত শ্রমিকদের জন্য উপযুক্ত খাদ্য ও পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে ।

আজ সকালে চারবাগ বাস স্টেশনে পৌঁছান উত্তরপ্রদেশ পুলিশের DGP হীতেশচন্দ্র আওয়াস্থি, লখনউ পুলিশ কমিশনার সুজিতকুমার পাণ্ডে ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা । তাদের সামনেই কানপুর, বাল্লিয়া,বারাণসী, গোরখপুর, আজ়মগড়, ফয়জ়াবাদ, বাস্তি, প্রতাপগড়, সুলতানপুর, আমেঠি, রায়বেরেলি, গোণ্ডা, এতওয়া, বাহরইচ, শ্রভস্তীর উদ্দেশে রওনা দেয় বাসগুলি ।

এদিকে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে আটকে পড়া উত্তরপ্রদেশের 9 ব্যবসায়ীকে আজ বাড়ি ফেরায় মুর্শিদাবাদ জেলা পরিষদ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.