লখনউ, 8 জুন : উত্তরপ্রদেশের জঙ্গি দমন শাখা (ATS)-র হাতে ধরা পড়ল এক অস্ত্র সরবরাহকারী । খালিস্তানি জঙ্গিদের অস্ত্র সরবরাহ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । মীরাটের কিঠোরের বাসিন্দা জাভেদ, পঞ্জাবের RSS-এর কর্মকর্তা খুনের ঘটনায় জড়িত বলে পুলিশ সূত্রে খবর ।
উত্তরপ্রদেশ ATS -এর ADG ধ্রুবকান্ত ঠাকুর এক বিবৃতিতে জানান, “অমৃতসরের জেলা প্রশাসনের তরফে জাভেদ সম্পর্কে তথ্য পাওয়া যায় । সেই তথ্য অনুসরণ করে তাকে গ্রেপ্তার করা হয়েছে । লুধিয়ানার বাসিন্দা ধর্মিন্দর সিংকে বেআইনি অস্ত্র সরবরাহ করত জাভেদ । এই ধর্মিন্দর সিং পঞ্জাবের ব্রিগেডিয়ার জগদীশ কুমার গাগরেজাকে খুনের ঘটনায় যুক্ত ছিল । NIA ঘটনার তদন্ত শুরু করেছে । জাভেদের আরেক সঙ্গী আশিসকে আগে গ্রেপ্তার করা হয়েছে ।”
ধর্মিন্দর সিং খালিস্তান লিবারেশন ফোর্স (KLF)-এর সদস্য । বর্তমানে তিহার জেলে বন্দি রয়েছে । 2019-এর নভেম্বরে ধর্মিন্দরের নির্দেশে তার সঙ্গীকে তিনটি পিস্তল সরবরাহ করেছিল জাভেদ । ATS আধিকারিকরা জানিয়েছেন, উত্তরপ্রদেশের পশ্চিম এলাকা থেকে বহু খালিস্তানি জঙ্গিকে পাকড়াও করা হয়েছে । জাভেদের খোঁজে দীর্ঘদিন ধরে তল্লাশি চালাচ্ছিল পুলিশ ।
মে মাসে উত্তরপ্রদেশ ATS এবং পঞ্জাব পুলিশের বিশেষ দল মিরাটের থাপার নগরে যুগ্মভাবে অভিযান চালায় । সেখান থেকে তিরথ নামে একজন সন্দেহভাজন খালিস্তানি জঙ্গিকে গ্রেপ্তার করা হয় । তাকে জিজ্ঞাসাবাদের পর পঞ্জাব পুলিশের হাতে তুলে দেওয়া হয় । ফেব্রুয়ারি মাসে KLF-কে অস্ত্র সরবরাহের অভিযোগে আশিস নামে এক ব্যক্তিকে হরিদ্বার থেকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ ATS । গতবছর নভেম্বর মাসে উত্তরপ্রদেশের শামলি জেলা থেকে এক ব্যক্তি এবং তার সঙ্গীকে একই অভিযোগে গ্রেপ্তার করা হয় ।