ETV Bharat / bharat

মৃত্যু হল উন্নাওয়ের নির্যাতিতার

মার্চে উন্নাওর যুবতিকে গণধর্ষণ করে দুষ্কৃতীরা ৷ সেই ঘটনারই একটি মামলার শুনানিতে রায়বরেলি যাওয়ার পথে তাঁর উপর হামলা চলে । ছুরি মারা হয় তাঁকে । পরে পেট্রল ছিটিয়ে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় । গতকাল 11 টা 40 নাগাদ দিল্লির একটি হাতপাতালে তাঁর মৃত্যু হয় ।

author img

By

Published : Dec 7, 2019, 12:54 AM IST

Updated : Dec 7, 2019, 8:42 PM IST

unnao
গ্রাফিক্স

দিল্লি, 7 ডিসেম্বর : শেষ হল লড়াই । মৃত্যু হল উন্নাওয়ের নির্যাতিতার । গতকাল রাত 11 টা 40 মিনিটে দিল্লির সফদরগঞ্জ হাসপাতালে মৃত্যু হয় তাঁর । চিকিৎসকরা জানিয়েছেন, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল । কিন্তু শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো যায়নি ।

মার্চে উন্নাওর ওই যুবতিকে গণধর্ষণ করে দুষ্কৃতীরা ৷ ঘটনায় দু'জন গ্রেপ্তার হয় ৷ তাদের জেল হলেও পরে জামিনে মুক্তি পেয়ে যায় । এই মামলার শুনানির জন্য রায়বরেলি যাচ্ছিলেন তিনি । ভোর চারটে নাগাদ গ্রামের বাইরে ওই দুই অভিযুক্ত তার তিন সঙ্গীকে নিয়ে চড়াও হয় যুবতির উপর ৷ প্রথমে মারধর করে ৷ ছুরি মারে এবং পরে গায়ে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় ৷

আরও পড়ুন : গায়ে আগুন নিয়ে সাহায্য চেয়ে দৌড়ান উন্নাওর নির্যাতিতা !

গায়ে আগুন লাগা অবস্থায় সাহায্যের জন্য ছুটেছেন তিনি । পরে এক প্রত্যক্ষদর্শী তাঁকে ওই অবস্থায় দেখে পুলিশে খবর দেয় । ঘটনাস্থানে পৌঁছায় অ্যাম্বুলেন্স । নির্যাতিতাকে উদ্ধার করে লখনউয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানকার চিকিৎসকরা জানিয়ে দেন, তাঁর দেহের প্রায় 90 শতাংশই পুড়ে গেছে । তাঁকে তারপর এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লির সফদরগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই চিকিৎসা চলছিল তাঁর । গতকাল 11 টা 10 নাগাদ কার্ডিয়াক অ্যারেস্ট হয় । তড়িঘড়ি চিকিৎসকরা শ্বাস-প্রশ্বাস ফেরানোর যথাসাধ্য চেষ্টা করেন । কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয় ।

এই ঘটনায় গতকালই পাঁচজন অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ ।

আরও পড়ুন : আবার উন্নাও, ধর্ষিতাকে পুড়িয়ে মারার চেষ্টা

দিল্লি, 7 ডিসেম্বর : শেষ হল লড়াই । মৃত্যু হল উন্নাওয়ের নির্যাতিতার । গতকাল রাত 11 টা 40 মিনিটে দিল্লির সফদরগঞ্জ হাসপাতালে মৃত্যু হয় তাঁর । চিকিৎসকরা জানিয়েছেন, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল । কিন্তু শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো যায়নি ।

মার্চে উন্নাওর ওই যুবতিকে গণধর্ষণ করে দুষ্কৃতীরা ৷ ঘটনায় দু'জন গ্রেপ্তার হয় ৷ তাদের জেল হলেও পরে জামিনে মুক্তি পেয়ে যায় । এই মামলার শুনানির জন্য রায়বরেলি যাচ্ছিলেন তিনি । ভোর চারটে নাগাদ গ্রামের বাইরে ওই দুই অভিযুক্ত তার তিন সঙ্গীকে নিয়ে চড়াও হয় যুবতির উপর ৷ প্রথমে মারধর করে ৷ ছুরি মারে এবং পরে গায়ে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় ৷

আরও পড়ুন : গায়ে আগুন নিয়ে সাহায্য চেয়ে দৌড়ান উন্নাওর নির্যাতিতা !

গায়ে আগুন লাগা অবস্থায় সাহায্যের জন্য ছুটেছেন তিনি । পরে এক প্রত্যক্ষদর্শী তাঁকে ওই অবস্থায় দেখে পুলিশে খবর দেয় । ঘটনাস্থানে পৌঁছায় অ্যাম্বুলেন্স । নির্যাতিতাকে উদ্ধার করে লখনউয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানকার চিকিৎসকরা জানিয়ে দেন, তাঁর দেহের প্রায় 90 শতাংশই পুড়ে গেছে । তাঁকে তারপর এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লির সফদরগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই চিকিৎসা চলছিল তাঁর । গতকাল 11 টা 10 নাগাদ কার্ডিয়াক অ্যারেস্ট হয় । তড়িঘড়ি চিকিৎসকরা শ্বাস-প্রশ্বাস ফেরানোর যথাসাধ্য চেষ্টা করেন । কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয় ।

এই ঘটনায় গতকালই পাঁচজন অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ ।

আরও পড়ুন : আবার উন্নাও, ধর্ষিতাকে পুড়িয়ে মারার চেষ্টা

Rameswaram (Tamil Nadu), Dec 06 (ANI): Onion prices have reached sky rocketing levels across the country. The situation has forced budget hotels to stop the usage of onions. Poor and lower middle-class citizens are having a tough time in managing their kitchen supplies as the onion prices surpassed Rs 150/kg in Tamil Nadu's Rameswaram. However, amidst onion crisis in the country, fresh loads of onions are being imported from Turkey.
Last Updated : Dec 7, 2019, 8:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.