ETV Bharat / bharat

উন্নাও : নিখোঁজ নির্যাতিতার ভাইপো

author img

By

Published : Oct 3, 2020, 5:25 PM IST

অপরদিকে পরিবারের দাবি, যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা ধর্ষণ কাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রামেই থাকে । এমনকি এই ঘটনার সঙ্গে ধর্ষণে অভিযুক্তরা জড়িত বলেও অভিযোগ করেন নির্যাতিতার পরিবারের লোকেরা ।

Unnao
Unnao

উন্নাও, 3 অক্টোবর : উন্নাও গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার ভাইপো নিরুদ্দেশ । পুলিশ সূত্রের খবর, গত দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না 8 বছরের ওই নাবালককে । জানা গিয়েছে, গত দুদিন আগে বাড়ি থেকে বের হয় সে । এরপর আর তাঁর খোঁজ পাওয়া যায়নি । পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করলেও হদিশ মেলেনি তাঁর । কোনও খোঁজ না মেলায় অবশেষে পুলিশের দ্বারস্থ হন তাঁরা ।

অভিযোগ পাওয়ার পরই নির্যাতিতার বাড়িতে যান উন্নাও - এর SP আনন্দ কুলকার্নি, ASP বিনোদ কুমার পাণ্ডে-সহ অন্যান্য পুলিশ কর্মীরা । নাবালকের পরিবারের লোকদের সঙ্গে কথা বলেন তাঁরা । পরিবারের লোকেরা বয়ান রেকর্ড করা হয় ।

এ বিষয়ে SP আনন্দ কুলকার্নি বলেন, " গতকাল আমাদের কাছে খবর আসে যে ওই নাবালককে খুঁজে পাওয়া যাচ্ছে না । পরিবারের তরফে 5 জন সন্দেহভাজনের নাম বলা হয় । অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে । তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন মহিলা রয়েছে । ঘটনার তদন্ত শুরু হইল । " ওই নাবালককে খোঁজার জন্য পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে বলেও জানা গিয়েছে ।

অপরদিকে পরিবারের দাবি, যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা ধর্ষণ কাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রামেই থাকে । এমনকি এই ঘটনার সঙ্গে ধর্ষণে অভিযুক্তরা জড়িত বলেও অভিযোগ করেন নির্যাতিতার পরিবারের লোকেরা ।

উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে উত্তর প্রদেশের উন্নাও জেলা এক ভয়াবহ ঘটনার সাক্ষী থাকে । উন্নাও গণধর্ষণ এর শিকার হয় এক মহিলা । এরপরেই তাঁর পরিবারের লোকেরা থানায় অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে রায় বারেলিতে সাক্ষী দিতে যাচ্ছিলেন ওই নির্যাতিতা । অভিযোগ, রাস্তায় নির্যাতিতার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় । ঘটনায় 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ।

উন্নাও, 3 অক্টোবর : উন্নাও গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার ভাইপো নিরুদ্দেশ । পুলিশ সূত্রের খবর, গত দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না 8 বছরের ওই নাবালককে । জানা গিয়েছে, গত দুদিন আগে বাড়ি থেকে বের হয় সে । এরপর আর তাঁর খোঁজ পাওয়া যায়নি । পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করলেও হদিশ মেলেনি তাঁর । কোনও খোঁজ না মেলায় অবশেষে পুলিশের দ্বারস্থ হন তাঁরা ।

অভিযোগ পাওয়ার পরই নির্যাতিতার বাড়িতে যান উন্নাও - এর SP আনন্দ কুলকার্নি, ASP বিনোদ কুমার পাণ্ডে-সহ অন্যান্য পুলিশ কর্মীরা । নাবালকের পরিবারের লোকদের সঙ্গে কথা বলেন তাঁরা । পরিবারের লোকেরা বয়ান রেকর্ড করা হয় ।

এ বিষয়ে SP আনন্দ কুলকার্নি বলেন, " গতকাল আমাদের কাছে খবর আসে যে ওই নাবালককে খুঁজে পাওয়া যাচ্ছে না । পরিবারের তরফে 5 জন সন্দেহভাজনের নাম বলা হয় । অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে । তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন মহিলা রয়েছে । ঘটনার তদন্ত শুরু হইল । " ওই নাবালককে খোঁজার জন্য পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে বলেও জানা গিয়েছে ।

অপরদিকে পরিবারের দাবি, যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা ধর্ষণ কাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রামেই থাকে । এমনকি এই ঘটনার সঙ্গে ধর্ষণে অভিযুক্তরা জড়িত বলেও অভিযোগ করেন নির্যাতিতার পরিবারের লোকেরা ।

উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে উত্তর প্রদেশের উন্নাও জেলা এক ভয়াবহ ঘটনার সাক্ষী থাকে । উন্নাও গণধর্ষণ এর শিকার হয় এক মহিলা । এরপরেই তাঁর পরিবারের লোকেরা থানায় অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে রায় বারেলিতে সাক্ষী দিতে যাচ্ছিলেন ওই নির্যাতিতা । অভিযোগ, রাস্তায় নির্যাতিতার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় । ঘটনায় 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.