ETV Bharat / bharat

মৃত্যু হল উন্নাও গণধর্ষণে অন্যতম অভিযুক্ত মনোজ সিং সেঙ্গারের - Unnao gang rape case

উন্নাও গণধর্ষণ 9 অভিযুক্তের মধ্যে মনোজ সিং সেঙ্গার ছিল অন্যতম ৷ আজ দিল্লিতে মৃত্যু হয় তার ৷

unnao
author img

By

Published : Oct 27, 2019, 8:31 PM IST

Updated : Oct 27, 2019, 8:52 PM IST

লখনউ , 25 অক্টোবর : মৃত্যু হল উন্নাও গণধর্ষণে অন্যতম অভিযুক্ত মনোজ সিং সেঙ্গারের ৷ মনোজ উন্নাও গণধর্ষণ কাণ্ডে প্রধান অভিযুক্ত কুলদীপ সিং- ভাই ৷ আজ দিল্লিতে মৃত্যু হয় তার ৷ 26 অক্টেবর রাত আড়াইটে নাগাদ মনোজকে মৌলানা আজ়াদ মেডিক্যাল কলেজে ভরতি করা হয় ৷ তার বুকে যন্ত্রণা ছিল ৷ কিছুক্ষণ পরই তার মৃত্যু হয় ৷

এর আগে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন উন্নাও গণধর্ষণ কাণ্ডের নির্যাতিতা কিশোরী । মারা গিয়েছিলেন তাঁর দুই আত্মীয়া । তাঁরা এই ধর্ষণ কাণ্ডের অন্যতম সাক্ষী ছিলেন । 28 জুলাই সপরিবারে রায়বরেলি যাওয়ার পথে তাঁদের গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক । ঘটনাস্থানেই দু'জনের মৃত্যু হয় । আহত কিশোরীর চিকিৎসা শুরু হয়েছিল লখনউয়ের একটি হাসপাতালে । পরে তাঁকে দিল্লির AIMS-এ ভরতি করা হয় ৷

পথ দুর্ঘটনার পর CBI সেঙ্গার এবং আরও 9 জনের বিরুদ্ধে FIR করে ৷ উন্নাও গণধর্ষণ কাণ্ডে 9 অভিযুক্তের মধ্যে মনোজ অন্যতম ৷ ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা এবং হুমকি দেওয়ার অভিযোগ এনেছিল CBI ৷

2018 সালে সামনে আসে উন্নাও গণধর্ষণের ঘটনা । জানা যায়, চাকরির আশায় 2017-র জুন মাসে ওই কিশোরী বাঙ্গেরমউয়ের BJP বিধায়ক কুলদীপ সেঙ্গারের বাড়ি যায় । সেখানে তাকে ধর্ষণ করা হয় । বিষয়টি নিয়ে বারবার থানায় জানানো হলেও লাভ হয়নি । উলটে কিশোরীর বাবাকেই থানায় তুলে নিয়ে যায় পুলিশ । এরপর 2018 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে অভিযোগকারী কিশোরী ও তাঁর মা । তখনকার মতো পরিস্থিতি সামাল দেয় পুলিশ । এর কিছুদিন পরই রহস্যজনকভাবে পুলিশ লক-আপে মৃত্যু হয় কিশোরীর বাবার । অভিযোগ উঠেছিল, কুলদীপের ভাই অতুল সেঙ্গার তাঁকে পিটিয়ে খুন করেছে লক আপে ।

এই ঘটনা সামনে আসার পর দেশজুড়ে ঘটনার কড়া নিন্দা হয় । পুলিশ নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেয় । গ্রেপ্তার করা হয়, কুলদীপ, অতুল সহ অন্য অভিযুক্তদের । এরপর মামলার তদন্তভার গ্রহণ করে CBI । অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ, অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা দায়ের হয় ।

লখনউ , 25 অক্টোবর : মৃত্যু হল উন্নাও গণধর্ষণে অন্যতম অভিযুক্ত মনোজ সিং সেঙ্গারের ৷ মনোজ উন্নাও গণধর্ষণ কাণ্ডে প্রধান অভিযুক্ত কুলদীপ সিং- ভাই ৷ আজ দিল্লিতে মৃত্যু হয় তার ৷ 26 অক্টেবর রাত আড়াইটে নাগাদ মনোজকে মৌলানা আজ়াদ মেডিক্যাল কলেজে ভরতি করা হয় ৷ তার বুকে যন্ত্রণা ছিল ৷ কিছুক্ষণ পরই তার মৃত্যু হয় ৷

এর আগে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন উন্নাও গণধর্ষণ কাণ্ডের নির্যাতিতা কিশোরী । মারা গিয়েছিলেন তাঁর দুই আত্মীয়া । তাঁরা এই ধর্ষণ কাণ্ডের অন্যতম সাক্ষী ছিলেন । 28 জুলাই সপরিবারে রায়বরেলি যাওয়ার পথে তাঁদের গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক । ঘটনাস্থানেই দু'জনের মৃত্যু হয় । আহত কিশোরীর চিকিৎসা শুরু হয়েছিল লখনউয়ের একটি হাসপাতালে । পরে তাঁকে দিল্লির AIMS-এ ভরতি করা হয় ৷

পথ দুর্ঘটনার পর CBI সেঙ্গার এবং আরও 9 জনের বিরুদ্ধে FIR করে ৷ উন্নাও গণধর্ষণ কাণ্ডে 9 অভিযুক্তের মধ্যে মনোজ অন্যতম ৷ ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা এবং হুমকি দেওয়ার অভিযোগ এনেছিল CBI ৷

2018 সালে সামনে আসে উন্নাও গণধর্ষণের ঘটনা । জানা যায়, চাকরির আশায় 2017-র জুন মাসে ওই কিশোরী বাঙ্গেরমউয়ের BJP বিধায়ক কুলদীপ সেঙ্গারের বাড়ি যায় । সেখানে তাকে ধর্ষণ করা হয় । বিষয়টি নিয়ে বারবার থানায় জানানো হলেও লাভ হয়নি । উলটে কিশোরীর বাবাকেই থানায় তুলে নিয়ে যায় পুলিশ । এরপর 2018 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে অভিযোগকারী কিশোরী ও তাঁর মা । তখনকার মতো পরিস্থিতি সামাল দেয় পুলিশ । এর কিছুদিন পরই রহস্যজনকভাবে পুলিশ লক-আপে মৃত্যু হয় কিশোরীর বাবার । অভিযোগ উঠেছিল, কুলদীপের ভাই অতুল সেঙ্গার তাঁকে পিটিয়ে খুন করেছে লক আপে ।

এই ঘটনা সামনে আসার পর দেশজুড়ে ঘটনার কড়া নিন্দা হয় । পুলিশ নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেয় । গ্রেপ্তার করা হয়, কুলদীপ, অতুল সহ অন্য অভিযুক্তদের । এরপর মামলার তদন্তভার গ্রহণ করে CBI । অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ, অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা দায়ের হয় ।

Ramban (J-K), Oct 27 (ANI): The flag of Jammu and Kashmir which used to fly along with the tricolour was removed from District Administrative Complex in Ramban. The flag lost its official status in August 2019 following the removal of the region's special status through the abrogation of Article 370 of the Constitution of India. The flag was adopted by state constituent assembly on June 7, 1952, The three stripes represented the state's three regions of Jammu, Kashmir and Ladakh.
Last Updated : Oct 27, 2019, 8:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.