ETV Bharat / bharat

আনলক 3 : নাইট কারফিউ প্রত্যাহার, বন্ধই থাকছে স্কুল-কলেজ - Gymnasium to reopen

Unlock 3
ছবি
author img

By

Published : Jul 29, 2020, 7:24 PM IST

Updated : Jul 29, 2020, 9:01 PM IST

19:22 July 29

স্কুল-কলেজ, সিনেমা হল, সুইমিং পুল, বিনোদনমূলক পার্ক, থিয়েটার, বার ইত্যাদি কবে থেকে খুলবে তা আগামীদিনের পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷

দিল্লি, 29 জুলাই : বন্ধ হচ্ছে নাইট কারফিউ । 5 অগাস্ট থেকে খুলবে জিম । খুলে যাবে যোগ প্রশিক্ষণ কেন্দ্রও । তবে আগের মতোই বন্ধ থাকবে স্কুল, কলেজ, কোচিং সেন্টার ও সিনেমাহলগুলি । যে কোনও ধরনের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় জমায়েতের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে আগের মতোই ৷ আনলক 3-এর গাইডলাইন প্রকাশ করে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক ৷  

সামনেই 15 অগাস্ট । এবারের স্বাধীনতা দিবস সামাজিক দূরত্ববিধি ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পালন করা হবে ৷ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে 21 জুলাই যে নির্দেশিকা জারি করা হয়েছিল, তা মেনে চলতে হবে ।  

আনলকের তৃতীয় পর্যায়ে, বন্দেভারত মিশনের আওতায় সীমিত কিছু আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু থাকবে । 

একনজরে দেখে নেওয়া যাক কী কী বন্ধ থাকছে আনলকের তৃতীয় পর্যায়ে ।

  • মেট্রো রেল পরিষেবা আগের মতোই বন্ধ ।
  • সিনেমা হল, সুইমিং পুল, বিনোদনমূলক পার্ক, থিয়েটার, বার, অডিটোরিয়াম, সভাগৃহ ও সমতুল্য অন্য জায়গাগুলিও বন্ধ থাকছে ।
  • সামাজিক, রাজনৈতিক, খেলাধুলো, বিনোদন, শিক্ষাক্ষেত্র, সাংস্কৃতিক ও ধর্মীয় জমায়েত আগের মতোই বন্ধ থাকবে ।

আগামীদিনে পরিস্থিতির পর্যালোচনা করে এগুলি কবে থেকে খোলা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে । আনলকের তৃতীয় পর্যায়ের নির্দেশিকায় এমনই জানানো হয়েছে ।

তবে কনটেনমেন্ট জ়োনগুলিতে কোনও ছাড় থাকছে না । সেখানে আগের মতোই কড়াভাবে চলবে লকডাউন । 

19:22 July 29

স্কুল-কলেজ, সিনেমা হল, সুইমিং পুল, বিনোদনমূলক পার্ক, থিয়েটার, বার ইত্যাদি কবে থেকে খুলবে তা আগামীদিনের পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷

দিল্লি, 29 জুলাই : বন্ধ হচ্ছে নাইট কারফিউ । 5 অগাস্ট থেকে খুলবে জিম । খুলে যাবে যোগ প্রশিক্ষণ কেন্দ্রও । তবে আগের মতোই বন্ধ থাকবে স্কুল, কলেজ, কোচিং সেন্টার ও সিনেমাহলগুলি । যে কোনও ধরনের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় জমায়েতের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে আগের মতোই ৷ আনলক 3-এর গাইডলাইন প্রকাশ করে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক ৷  

সামনেই 15 অগাস্ট । এবারের স্বাধীনতা দিবস সামাজিক দূরত্ববিধি ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পালন করা হবে ৷ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে 21 জুলাই যে নির্দেশিকা জারি করা হয়েছিল, তা মেনে চলতে হবে ।  

আনলকের তৃতীয় পর্যায়ে, বন্দেভারত মিশনের আওতায় সীমিত কিছু আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু থাকবে । 

একনজরে দেখে নেওয়া যাক কী কী বন্ধ থাকছে আনলকের তৃতীয় পর্যায়ে ।

  • মেট্রো রেল পরিষেবা আগের মতোই বন্ধ ।
  • সিনেমা হল, সুইমিং পুল, বিনোদনমূলক পার্ক, থিয়েটার, বার, অডিটোরিয়াম, সভাগৃহ ও সমতুল্য অন্য জায়গাগুলিও বন্ধ থাকছে ।
  • সামাজিক, রাজনৈতিক, খেলাধুলো, বিনোদন, শিক্ষাক্ষেত্র, সাংস্কৃতিক ও ধর্মীয় জমায়েত আগের মতোই বন্ধ থাকবে ।

আগামীদিনে পরিস্থিতির পর্যালোচনা করে এগুলি কবে থেকে খোলা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে । আনলকের তৃতীয় পর্যায়ের নির্দেশিকায় এমনই জানানো হয়েছে ।

তবে কনটেনমেন্ট জ়োনগুলিতে কোনও ছাড় থাকছে না । সেখানে আগের মতোই কড়াভাবে চলবে লকডাউন । 

Last Updated : Jul 29, 2020, 9:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.