- 24 ঘণ্টায় 9 লাখ 24 হাজার 998 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।
- গতকাল পর্যন্ত মোট 3 কোটি 85 লাখ 76 হাজার 510 নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ।
লাইভ : মৃত্যুর সংখ্য়া 60 হাজার ছাড়াল - লকডাউন লাইভ
13:26 August 27
13:25 August 27
সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে আনলকের চতুর্থ পর্যায় । এই মুহূর্তে আনলক-3 এর প্রায় শেষ প্রান্তে দেশ । আক্রান্তের সংখ্যা 32 লাখ ছাড়িয়েছে । মৃতের সংখ্যা ছুঁতে চলেছে 60 হাজারের গণ্ডি । প্রায় প্রতিদিনই রেকর্ড হারে সংক্রমণ হচ্ছে দেশে । এরপর আনলক-4'এ সংক্রমণ কী পর্যায়ে যাবে, সাধারণ মানুষ কতটা সুরক্ষিত সেই নিয়ে থেকেই যাচ্ছে প্রশ্ন ।
- সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে মহারাষ্ট্র ।
- সেখানে মোট আক্রান্তের সংখ্যা 7 লাখ 18 হাজার 711 ।
13:25 August 27
- রেকর্ড হারে সংক্রমণ হলেও সুস্থ হয়েছেন অধিকাংশই । সুস্থতার হার 76.24 শতাংশ ।
- 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 56 হাজার 13জন । এখনও পর্যন্ত দেশে মোট কোরোনা মুক্তের সংখ্যা 25 লাখ 23 হাজার 771 ।
- সক্রিয় আক্রান্ত 7 লাখ 25 হাজার 991।
13:25 August 27
- মৃত্যুর সংখ্যা 60 হাজার ছাড়াল ।
- 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 1 হাজার 23 জনের । মোট মৃতের সংখ্যা 60 হাজার 472 ।
13:16 August 27
- আবার একদিনে রেকর্ড সংক্রমণ । দেশে 24 ঘণ্টায় আক্রান্ত হলেন 75 হাজারে বেশি । এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 33 লাখ 10 হাজার 235 ।
06:28 August 27
- আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই অন্ধ্রপ্রদেশ । সেখানে এখনও পর্যন্ত 3 লাখ 71 হাজার 639 জন কোরোনায় সংক্রমিত ।
06:28 August 27
- সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে মহারাষ্ট্র ।
- সেখানে মোট আক্রান্তের সংখ্যা 7 লাখ 3 হাজার 823 ।
06:28 August 27
- মোট কোরোনামুক্তর সংখ্যা 24 লাখ 67 হাজার 759 ।
- সক্রিয় আক্রান্ত 7 লাখ 7 হাজার 267 ।
06:18 August 27
- সুস্থতার হার 75.92 শতাংশ । 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন 59 হাজার 449 জন ।
06:17 August 27
- 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 1 হাজার 59 জনের ।
- এই নিয়ে দেশে কোরোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 59 হাজার 449 ।
06:08 August 27
- দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 32 লাখ 34 হাজার 475 ।
- গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 67 হাজার 151 জন ৷
13:26 August 27
- 24 ঘণ্টায় 9 লাখ 24 হাজার 998 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।
- গতকাল পর্যন্ত মোট 3 কোটি 85 লাখ 76 হাজার 510 নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ।
13:25 August 27
সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে আনলকের চতুর্থ পর্যায় । এই মুহূর্তে আনলক-3 এর প্রায় শেষ প্রান্তে দেশ । আক্রান্তের সংখ্যা 32 লাখ ছাড়িয়েছে । মৃতের সংখ্যা ছুঁতে চলেছে 60 হাজারের গণ্ডি । প্রায় প্রতিদিনই রেকর্ড হারে সংক্রমণ হচ্ছে দেশে । এরপর আনলক-4'এ সংক্রমণ কী পর্যায়ে যাবে, সাধারণ মানুষ কতটা সুরক্ষিত সেই নিয়ে থেকেই যাচ্ছে প্রশ্ন ।
- সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে মহারাষ্ট্র ।
- সেখানে মোট আক্রান্তের সংখ্যা 7 লাখ 18 হাজার 711 ।
13:25 August 27
- রেকর্ড হারে সংক্রমণ হলেও সুস্থ হয়েছেন অধিকাংশই । সুস্থতার হার 76.24 শতাংশ ।
- 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 56 হাজার 13জন । এখনও পর্যন্ত দেশে মোট কোরোনা মুক্তের সংখ্যা 25 লাখ 23 হাজার 771 ।
- সক্রিয় আক্রান্ত 7 লাখ 25 হাজার 991।
13:25 August 27
- মৃত্যুর সংখ্যা 60 হাজার ছাড়াল ।
- 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 1 হাজার 23 জনের । মোট মৃতের সংখ্যা 60 হাজার 472 ।
13:16 August 27
- আবার একদিনে রেকর্ড সংক্রমণ । দেশে 24 ঘণ্টায় আক্রান্ত হলেন 75 হাজারে বেশি । এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 33 লাখ 10 হাজার 235 ।
06:28 August 27
- আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই অন্ধ্রপ্রদেশ । সেখানে এখনও পর্যন্ত 3 লাখ 71 হাজার 639 জন কোরোনায় সংক্রমিত ।
06:28 August 27
- সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে মহারাষ্ট্র ।
- সেখানে মোট আক্রান্তের সংখ্যা 7 লাখ 3 হাজার 823 ।
06:28 August 27
- মোট কোরোনামুক্তর সংখ্যা 24 লাখ 67 হাজার 759 ।
- সক্রিয় আক্রান্ত 7 লাখ 7 হাজার 267 ।
06:18 August 27
- সুস্থতার হার 75.92 শতাংশ । 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন 59 হাজার 449 জন ।
06:17 August 27
- 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 1 হাজার 59 জনের ।
- এই নিয়ে দেশে কোরোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 59 হাজার 449 ।
06:08 August 27
- দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 32 লাখ 34 হাজার 475 ।
- গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 67 হাজার 151 জন ৷