- 24 ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছে 67 হাজার 151 জন ৷ মৃত্যু হয়েছে 1,059 জনের ।
- দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 32 লাখ 34 হাজার 475 ।
- দেশে সুস্থতার হার 75.92 শতাংশ । 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে 59 হাজার 449 জন ।
আনলক আপডেট : দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 32 লাখ - আনলক লাইভ আপডেট দেশ
আনলক
11:28 August 26
বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । এখনও নিয়ন্ত্রণে নয় সংক্রমণ । সঙ্গে বাড়ছে সুস্থতার হার ৷ দেশে কোরোনা পরিস্থিতি কীরকম দেখে নেওয়া যাক ৷
06:23 August 26
- ছত্তিশগড়ে একদিনে কোরোনায় আক্রান্ত 1 হাজার 287 জন । মৃত্যু হয়েছে 15 জনের ।
- পঞ্জাবে নতুন করে কোরোনায় আক্রান্ত 1 হাজার 293 জন । মৃত্যু হয়েছে 49 জনের ।
- 24 ঘণ্টায় অসমে কোরোনায় আক্রান্ত হয়েছে 1 হাজার 973 জন । মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 94 হাজার 592 ।
06:06 August 26
- কোরোনা নিয়ন্ত্রণে নয় । তারই মধ্যে সেপ্টেম্বরে NEET ও JEE-এর মেন পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে । এই বিষয়েরই সমালোচনা করেছেন সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ । কোরোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার বিষয়টি অনায্য বলে মন্তব্য করেছেন তিনি ।
11:28 August 26
বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । এখনও নিয়ন্ত্রণে নয় সংক্রমণ । সঙ্গে বাড়ছে সুস্থতার হার ৷ দেশে কোরোনা পরিস্থিতি কীরকম দেখে নেওয়া যাক ৷
- 24 ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছে 67 হাজার 151 জন ৷ মৃত্যু হয়েছে 1,059 জনের ।
- দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 32 লাখ 34 হাজার 475 ।
- দেশে সুস্থতার হার 75.92 শতাংশ । 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে 59 হাজার 449 জন ।
06:23 August 26
- ছত্তিশগড়ে একদিনে কোরোনায় আক্রান্ত 1 হাজার 287 জন । মৃত্যু হয়েছে 15 জনের ।
- পঞ্জাবে নতুন করে কোরোনায় আক্রান্ত 1 হাজার 293 জন । মৃত্যু হয়েছে 49 জনের ।
- 24 ঘণ্টায় অসমে কোরোনায় আক্রান্ত হয়েছে 1 হাজার 973 জন । মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 94 হাজার 592 ।
06:06 August 26
- কোরোনা নিয়ন্ত্রণে নয় । তারই মধ্যে সেপ্টেম্বরে NEET ও JEE-এর মেন পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে । এই বিষয়েরই সমালোচনা করেছেন সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ । কোরোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার বিষয়টি অনায্য বলে মন্তব্য করেছেন তিনি ।
Last Updated : Aug 26, 2020, 12:17 PM IST