ETV Bharat / bharat

হৃৎপিণ্ড ব্যাকপ্যাকে নিয়ে ঘোরেন ! - হেরেফিল্ড হাসপাতাল

ব্রিটেনের সেলওয়া হুসেন । ব্যাকপ্যাকে হৃৎপিণ্ড নিয়ে ঘোরেন ।

jana ajana
জানা অজানা
author img

By

Published : Sep 4, 2020, 7:00 AM IST

নিজের হৃৎপিণ্ড পিঠের ব্যাগে নিয়ে ঘোরেন । শুনতে অবিশ্বাস্য । তবু এটাই বাস্তব । তাঁর হৃৎপিণ্ড শরীরের ভিতর না, বরং ব্যাকপ্যাকে রাখা থাকে ! ছবিতে দেখলে বোঝাই যায়, কোনও ভয় নেই । বরং সবসময় হাসি লেগেই আছে প্রাণোচ্ছল ব্রিটেনের সেলওয়া হুসেনের ঠোঁটে । 39-এ জীবনের ভয় জয় করে ফেলেছেন তিনি ।

কিন্তু এত কম বয়সেই এইরকম অভিজ্ঞতার মুখোমুখি কেন সেলওয়া ?

কয়েক বছর আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সেলওয়া । শ্বাস নিতে পারছিলেন না । বুঝতে পারছিলেন কোনও কঠিন অসুখ ইতিমধ্যেই তাঁর বুকে বাসা বেঁধেছে । কিন্তু ভেঙে পড়েননি । নিজেই গাড়ি চালিয়ে পারিবারিক চিকিৎসকের কাছে যান । সেখান থেকে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভরতি করা হয় । চিকিৎসকরা জানান, কঠিন হৃদরোগে আক্রান্ত সেলওয়া ।

এর চারদিন পরে বিশ্ববিখ্যাত হেরেফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । চিকিৎসকরা দেখেন, হৃৎপিণ্ড প্রতিস্থাপন প্রয়োজন । কিন্তু তাঁর শারীরিক অবস্থা এমন ছিল না যে তাঁর হৃদপিণ্ড প্রতিস্থাপন করা যেত । খুব অসুস্থ ছিলেন তিনি । সেইসময় তাঁর স্বামী মন শক্ত রেখেছিলেন । চিকিৎসকদের সঙ্গে একমত হয়েছিলেন... কৃত্রিম হৃদযন্ত্র নিয়েই বেঁচে থাকবেন সেলওয়া ।

যেরকম পরিকল্পনা, সেইরকম কাজ । সেলওয়ার আসল হৃৎপিণ্ড শরীর থেকে বাদ দেওয়া হয় । পরিবর্তে বুকে বসানো হয় কৃত্রিম হৃদযন্ত্র । যা নিয়ন্ত্রণ করে একটি মোটর । সেই মোটরই থাকে সেলওয়ার ব্যাগে । ওই ব্যাগ পিঠেই কাটে সেলওয়ার । মোটরটির পাশাপাশি দু’সেট ব্যাটারিও থাকে ব্যাগের মধ্যে । একটি স্ট্যান্ড বাই । ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলেই যে বিপদ ! তাই সাবধানে থাকতেই হয় সেলওয়াকে । সবসময় চার্জ রাখতে হয় অন্য ব্যাটারিটি ।

ব্যাকপ্যাক থেকে বেরিয়ে থাকে দুটি প্লাস্টিক টিউব । যা তাঁর বুকের সঙ্গে যুক্ত । বুকের ভিতরে কৃত্রিম যন্ত্র উপস্থাপন করা আছে । যা হৃদপিণ্ডের কাজ করে । রক্ত পরিশোধন করে এবং সারা শরীরে রক্ত সঞ্চালন ঠিক রাখে । এই অস্ত্রোপচারে খরচ হয় ভারতীয় মুদ্রায় 78 লাখ টাকা ।

তবে থেমে যায়নি সেলওয়ার জীবনের গতি । স্থির হয়ে যাননি তিনি । অসুস্থ সেলওয়া নয়, বরং হাসিমুখে ঘুরে বেড়ান 39 বছরের এই যুবতি । তাঁর দুই সন্তানও রয়েছে । সন্তান ও স্বামী নিয়ে ব্যস্ত জীবন । সাহসিকতার গল্প শোনান, ভালো পরিচিতি সোশাল মিডিয়ায় । এই রূপকথার রূপকার সেলওয়া নিজেই, রাজকন্যাও তিনি । তাঁর অস্ত্র অমলিন হাসি ও সাহস ...

নিজের হৃৎপিণ্ড পিঠের ব্যাগে নিয়ে ঘোরেন । শুনতে অবিশ্বাস্য । তবু এটাই বাস্তব । তাঁর হৃৎপিণ্ড শরীরের ভিতর না, বরং ব্যাকপ্যাকে রাখা থাকে ! ছবিতে দেখলে বোঝাই যায়, কোনও ভয় নেই । বরং সবসময় হাসি লেগেই আছে প্রাণোচ্ছল ব্রিটেনের সেলওয়া হুসেনের ঠোঁটে । 39-এ জীবনের ভয় জয় করে ফেলেছেন তিনি ।

কিন্তু এত কম বয়সেই এইরকম অভিজ্ঞতার মুখোমুখি কেন সেলওয়া ?

কয়েক বছর আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সেলওয়া । শ্বাস নিতে পারছিলেন না । বুঝতে পারছিলেন কোনও কঠিন অসুখ ইতিমধ্যেই তাঁর বুকে বাসা বেঁধেছে । কিন্তু ভেঙে পড়েননি । নিজেই গাড়ি চালিয়ে পারিবারিক চিকিৎসকের কাছে যান । সেখান থেকে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভরতি করা হয় । চিকিৎসকরা জানান, কঠিন হৃদরোগে আক্রান্ত সেলওয়া ।

এর চারদিন পরে বিশ্ববিখ্যাত হেরেফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । চিকিৎসকরা দেখেন, হৃৎপিণ্ড প্রতিস্থাপন প্রয়োজন । কিন্তু তাঁর শারীরিক অবস্থা এমন ছিল না যে তাঁর হৃদপিণ্ড প্রতিস্থাপন করা যেত । খুব অসুস্থ ছিলেন তিনি । সেইসময় তাঁর স্বামী মন শক্ত রেখেছিলেন । চিকিৎসকদের সঙ্গে একমত হয়েছিলেন... কৃত্রিম হৃদযন্ত্র নিয়েই বেঁচে থাকবেন সেলওয়া ।

যেরকম পরিকল্পনা, সেইরকম কাজ । সেলওয়ার আসল হৃৎপিণ্ড শরীর থেকে বাদ দেওয়া হয় । পরিবর্তে বুকে বসানো হয় কৃত্রিম হৃদযন্ত্র । যা নিয়ন্ত্রণ করে একটি মোটর । সেই মোটরই থাকে সেলওয়ার ব্যাগে । ওই ব্যাগ পিঠেই কাটে সেলওয়ার । মোটরটির পাশাপাশি দু’সেট ব্যাটারিও থাকে ব্যাগের মধ্যে । একটি স্ট্যান্ড বাই । ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলেই যে বিপদ ! তাই সাবধানে থাকতেই হয় সেলওয়াকে । সবসময় চার্জ রাখতে হয় অন্য ব্যাটারিটি ।

ব্যাকপ্যাক থেকে বেরিয়ে থাকে দুটি প্লাস্টিক টিউব । যা তাঁর বুকের সঙ্গে যুক্ত । বুকের ভিতরে কৃত্রিম যন্ত্র উপস্থাপন করা আছে । যা হৃদপিণ্ডের কাজ করে । রক্ত পরিশোধন করে এবং সারা শরীরে রক্ত সঞ্চালন ঠিক রাখে । এই অস্ত্রোপচারে খরচ হয় ভারতীয় মুদ্রায় 78 লাখ টাকা ।

তবে থেমে যায়নি সেলওয়ার জীবনের গতি । স্থির হয়ে যাননি তিনি । অসুস্থ সেলওয়া নয়, বরং হাসিমুখে ঘুরে বেড়ান 39 বছরের এই যুবতি । তাঁর দুই সন্তানও রয়েছে । সন্তান ও স্বামী নিয়ে ব্যস্ত জীবন । সাহসিকতার গল্প শোনান, ভালো পরিচিতি সোশাল মিডিয়ায় । এই রূপকথার রূপকার সেলওয়া নিজেই, রাজকন্যাও তিনি । তাঁর অস্ত্র অমলিন হাসি ও সাহস ...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.