ETV Bharat / bharat

এখানে বিয়ের আগে বাসন ভাঙেন পরিবারের সদস্যরা ! - জানা অজানা

পৃথিবীর বিভিন্ন স্থানে এক একরকম বিবাহের রীতি পালন করা হয় । জার্মানির কয়েকটি পরিবার বিয়ের আগে কি করে জানেন ?

jana ajana
jana ajana
author img

By

Published : Sep 6, 2020, 7:00 AM IST

কিছুক্ষণ পরেই বিয়ে । এদিকে কনে ও বরের পরিবারের সদস্যরা একের পর এক প্লেট, ফুলদানি ভেঙেই চলেছেন ! না কোনও সিনেমার দৃশ্য নয় । জার্মানিতে বিবাহের আগে এইরকম রীতিই পালন হয়ে থাকে অনেক পরিবারে । বিবাহের আগে কাছের বন্ধুরা এবং পরিবারের সদস্যরা মিলে ভাঙেন মাটির দ্রব্য, খাবারের প্লেট ইত্যাদি । কিন্তু এরকম রীতি কেনইবা পালন করেন তাঁরা ?

পৃথিবীর নানা প্রান্তে বিবাহ অনুষ্ঠানের বিভিন্ন রীতি পালন করা হয় । কোথাও পাত্র-পাত্রীকে অপহরণ করে শেওলা, ময়লা, ফল ও সবজির পচা খোসা, কাদা, পচা ডিম মিশিয়ে তৈরি বিশেষ মিশ্রণে স্নান করানো হয় । আবার আমাদের ক্ষেত্রে বিয়ের আগে মেহেন্দি, গায়ে হলুদ, নাচ-গান আনন্দ অনুষ্ঠান তো আছেই । এই প্রত্যেক রীতির পিছনেই জড়িয়ে থাকে বিশ্বাস । বিশেষ বিশ্বাস থেকেই রীতি পালন করে পরিবারগুলি ।

জার্মানির এই বিশেষ রীতির নাম পোল্টেরাব্যান্ড । বিবাহ অনুষ্ঠানের আগে বর ও কনের পরিবারের সদস্যরা জড়ো হন । আসেন কয়েকজন বন্ধুও । একের পর এক মাটির দ্রব্য এবং প্লেট, ফুলদানি ভাঙতে থাকেন । যেন হুড়োহুড়ি পড়ে যায় । কে কত বেশি টুকরো করতে পারেন কাচের প্লেট ! কিন্তু কেন ?

তাঁদের বিশ্বাস, যত বেশি টুকরোয় প্লেট ইত্যাদি ভাঙা হবে, ততই আশীর্বাদ পাবে যুগল । যাঁদের আর কিছুক্ষণ পরেই বিয়ে হতে চলেছে । কিন্তু তাঁরা কাচের দ্রব্য ভাঙেন না, কারণ কাচ আনন্দের প্রতীক । আরও এক বিশ্বাস যদিও আছে ।

এইসব ভাঙাচোরার পর সেইসব ভাঙা টুকরো পরিষ্কার করতে হয় বর-কনেকেই । তাঁরা যদি ভালো করে সেই অগোছালো ঘর পরিষ্কার করতে পারেন, তবে এই বিশ্বাস করা হয় যে আগামী জীবনও গুছিয়ে নিতে পারবেন তাঁরা । অর্থাৎ হাতে হাত ধরে সব পরিস্থিতির সম্মুখীন হবে নতুন যুগল...বিশ্বাস তাই ।

কিছুক্ষণ পরেই বিয়ে । এদিকে কনে ও বরের পরিবারের সদস্যরা একের পর এক প্লেট, ফুলদানি ভেঙেই চলেছেন ! না কোনও সিনেমার দৃশ্য নয় । জার্মানিতে বিবাহের আগে এইরকম রীতিই পালন হয়ে থাকে অনেক পরিবারে । বিবাহের আগে কাছের বন্ধুরা এবং পরিবারের সদস্যরা মিলে ভাঙেন মাটির দ্রব্য, খাবারের প্লেট ইত্যাদি । কিন্তু এরকম রীতি কেনইবা পালন করেন তাঁরা ?

পৃথিবীর নানা প্রান্তে বিবাহ অনুষ্ঠানের বিভিন্ন রীতি পালন করা হয় । কোথাও পাত্র-পাত্রীকে অপহরণ করে শেওলা, ময়লা, ফল ও সবজির পচা খোসা, কাদা, পচা ডিম মিশিয়ে তৈরি বিশেষ মিশ্রণে স্নান করানো হয় । আবার আমাদের ক্ষেত্রে বিয়ের আগে মেহেন্দি, গায়ে হলুদ, নাচ-গান আনন্দ অনুষ্ঠান তো আছেই । এই প্রত্যেক রীতির পিছনেই জড়িয়ে থাকে বিশ্বাস । বিশেষ বিশ্বাস থেকেই রীতি পালন করে পরিবারগুলি ।

জার্মানির এই বিশেষ রীতির নাম পোল্টেরাব্যান্ড । বিবাহ অনুষ্ঠানের আগে বর ও কনের পরিবারের সদস্যরা জড়ো হন । আসেন কয়েকজন বন্ধুও । একের পর এক মাটির দ্রব্য এবং প্লেট, ফুলদানি ভাঙতে থাকেন । যেন হুড়োহুড়ি পড়ে যায় । কে কত বেশি টুকরো করতে পারেন কাচের প্লেট ! কিন্তু কেন ?

তাঁদের বিশ্বাস, যত বেশি টুকরোয় প্লেট ইত্যাদি ভাঙা হবে, ততই আশীর্বাদ পাবে যুগল । যাঁদের আর কিছুক্ষণ পরেই বিয়ে হতে চলেছে । কিন্তু তাঁরা কাচের দ্রব্য ভাঙেন না, কারণ কাচ আনন্দের প্রতীক । আরও এক বিশ্বাস যদিও আছে ।

এইসব ভাঙাচোরার পর সেইসব ভাঙা টুকরো পরিষ্কার করতে হয় বর-কনেকেই । তাঁরা যদি ভালো করে সেই অগোছালো ঘর পরিষ্কার করতে পারেন, তবে এই বিশ্বাস করা হয় যে আগামী জীবনও গুছিয়ে নিতে পারবেন তাঁরা । অর্থাৎ হাতে হাত ধরে সব পরিস্থিতির সম্মুখীন হবে নতুন যুগল...বিশ্বাস তাই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.