ETV Bharat / bharat

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিলগ্নিকরণের প্রতিবাদ, 15 ও 16 মার্চ ব্যাঙ্ক ধর্মঘট

কেন্দ্রীয় বাজেটে দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিলগ্নিকরণের কথা ঘোযণা করেছেন অর্থমন্ত্রী ৷ তারই প্রতিবাদে আগামী 15 ও 16 মার্চ দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস ৷ মোটি ন’টি ব্যাঙ্কের কর্মচারী সংগঠনের যৌথ সংগঠন এই ফোরাম ৷ বিলগ্নিকরণের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে ভবিষ্য আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনের নেতৃত্ব ৷

united-forum-of-bank-unions-called-bank-strike-on-15-and-16-march
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিলগ্নিকরণের প্রতিবাদ, 15 ও 16 মার্চ ব্যাঙ্ক ধর্মঘট
author img

By

Published : Feb 9, 2021, 6:48 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি : দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের প্রতিবাদে আগামী 15 এবং 16 মার্চ দেশ জুড়ে টানা দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ন’টি ব্যাঙ্ক কমর্চারী সংগঠনের যৌথ সংগঠন, ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর বাজেট ভাষণেই দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিলগ্নিকরণের কথা ঘোষণা করেন। এই ঘোষণার পরে ক্ষোভে ফেটে পড়েন ব্যাঙ্ক কর্মচারী সংগঠনগুলি ৷ এরপরেই তারা সিদ্ধান্ত নেয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিলগ্নিকরণের তীব্র প্রতিবাদ জানানো হবে। এই মর্মে একটি বৈঠক ডাকেন সংগঠনের নেতৃত্ব ৷ সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী 15 এবং 16 মার্চ দুই দিনের ব্যাঙ্ক ধর্মঘট পালন করা হবে। ফোরামের এক মুখপাত্র ইটিভি ভারতকে জানিয়েছেন, এই দুইদিনের ধর্মঘটের পরও যদি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিলগ্নিকরণের সিদ্ধান্তে অনড় থাকে কেন্দ্র, তাহলে ব্যাঙ্ক কর্মচারী সংগঠনগুলি আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবে ৷ যা লাগাতার ব্যাঙ্ক ধর্মঘটের রূপও নিতে পারে ৷

‘‘রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিলগ্নিকরণের অর্থই জনসাধারণের গচ্ছিত অর্থ সরকারের হাত থেকে বেসরকারি হাতে চলে যাবে। এর পিছনে এক গভীর ষড়যন্ত্র আছে। আমরা ব্যাঙ্ককর্মী সংগঠনের সদস্যরা কিছুতেই এই সিদ্ধান্ত মেনে নেবো না,’’ বলে জানান তিনি ৷
আরও পড়ুন : রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণের প্রতিবাদে 18 অক্টোবর কলকাতায় মিছিল মমতার

তিনি আরও জানান ব্যাঙ্ক কর্মচারী সংগঠনগুলি, সরকারি বীমা কোম্পানিগুলিতে বিদেশি লগ্নির সীমা 49% থেকে 74% করার সিদ্ধান্তেরও প্রতিবাদ জানাচ্ছে। এতে বিদেশি সংস্থাগুলি বীমা কোম্পানিগুলিতে ম্যানেজমেন্টের কন্ট্রোল পেয়ে যাবে, যার ফল ভয়ঙ্কর হবে বলে জানান ফোরামের ওই মুখপাত্র ৷

কলকাতা, 9 ফেব্রুয়ারি : দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের প্রতিবাদে আগামী 15 এবং 16 মার্চ দেশ জুড়ে টানা দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ন’টি ব্যাঙ্ক কমর্চারী সংগঠনের যৌথ সংগঠন, ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর বাজেট ভাষণেই দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিলগ্নিকরণের কথা ঘোষণা করেন। এই ঘোষণার পরে ক্ষোভে ফেটে পড়েন ব্যাঙ্ক কর্মচারী সংগঠনগুলি ৷ এরপরেই তারা সিদ্ধান্ত নেয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিলগ্নিকরণের তীব্র প্রতিবাদ জানানো হবে। এই মর্মে একটি বৈঠক ডাকেন সংগঠনের নেতৃত্ব ৷ সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী 15 এবং 16 মার্চ দুই দিনের ব্যাঙ্ক ধর্মঘট পালন করা হবে। ফোরামের এক মুখপাত্র ইটিভি ভারতকে জানিয়েছেন, এই দুইদিনের ধর্মঘটের পরও যদি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিলগ্নিকরণের সিদ্ধান্তে অনড় থাকে কেন্দ্র, তাহলে ব্যাঙ্ক কর্মচারী সংগঠনগুলি আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবে ৷ যা লাগাতার ব্যাঙ্ক ধর্মঘটের রূপও নিতে পারে ৷

‘‘রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিলগ্নিকরণের অর্থই জনসাধারণের গচ্ছিত অর্থ সরকারের হাত থেকে বেসরকারি হাতে চলে যাবে। এর পিছনে এক গভীর ষড়যন্ত্র আছে। আমরা ব্যাঙ্ককর্মী সংগঠনের সদস্যরা কিছুতেই এই সিদ্ধান্ত মেনে নেবো না,’’ বলে জানান তিনি ৷
আরও পড়ুন : রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণের প্রতিবাদে 18 অক্টোবর কলকাতায় মিছিল মমতার

তিনি আরও জানান ব্যাঙ্ক কর্মচারী সংগঠনগুলি, সরকারি বীমা কোম্পানিগুলিতে বিদেশি লগ্নির সীমা 49% থেকে 74% করার সিদ্ধান্তেরও প্রতিবাদ জানাচ্ছে। এতে বিদেশি সংস্থাগুলি বীমা কোম্পানিগুলিতে ম্যানেজমেন্টের কন্ট্রোল পেয়ে যাবে, যার ফল ভয়ঙ্কর হবে বলে জানান ফোরামের ওই মুখপাত্র ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.