ETV Bharat / bharat

কোরোনা আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত - কোরোনা আক্রান্ত গজেন্দ্র সিং শেখাওয়াত

কোরোনায় আক্রান্ত হওয়ার কথা নিজেই টুইট করে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের কোরোনা পরীক্ষা করানোরও পরামর্শ দেন তিনি ৷

Gajendra Singh Shekhawat Corona positive
কোরোনা
author img

By

Published : Aug 20, 2020, 4:11 PM IST

দিল্লি, 20 অগাস্ট: কোরোনায় আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ৷ আজ দুপুরে একথা নিজেই টুইট করে জানান তিনি ৷ গজেন্দ্র সিং শেখাওয়াতকে নিয়ে এই নিয়ে ছ'জন কেন্দ্রীয় মন্ত্রী কোরোনায় আক্রান্ত হলেন ৷ যাঁরা সম্প্রতি তাঁর সংস্পর্শে এসেছে তাঁদের কোরোনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি ৷

কেন্দ্রীয় মন্ত্রী টুইটারে লেখেন, "কিছু উপসর্গ লক্ষ্য করার পর আমি কোরোনা পরীক্ষা করাই ৷ রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ চিকিৎসকের পরামর্শ মতো হাসপাতালে ভরতি হচ্ছি ৷ অনুরোধ করছি, আমার সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁরা অবশ্যই কয়েকদিনের জন্য কোয়ারানটিনে যাবেন এবং টেস্ট করিয়ে নেবেন ৷ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ৷"

  • अस्वस्थता के कुछ लक्षण दिखने पर मैंने कोरोना टेस्ट करवाया और मेरी रिपोर्ट पॉजिटिव आई है। डॉक्टर्स की सलाह पर अस्पताल में भर्ती हो रहा हूँ। मेरा अनुरोध है कि गत दिनों में मेरे संपर्क में जो लोग आये हैं वह स्वयं को आइसोलेट कर अपनी जाँच करवाएं। आप सभी स्वस्थ रहें और अपना ध्यान रखें।

    — Gajendra Singh Shekhawat (@gssjodhpur) August 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত মঙ্গলবারই হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর দেখা করেন গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে ৷ এদিকে চিকিৎসার জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে ভরতি করা হবে বলে জানানো হয়েছে ৷

চলতি মাসের শুরুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোরোনায় আক্রান্ত হন ৷ এছাড়াও কোরোনায় আক্রান্ত হন শ্রীপদ নায়েক, কৈলাস চৌধুরি, অর্জুন রাম মেঘাওয়াল, ধর্মেন্দ্র প্রধান ।

দিল্লি, 20 অগাস্ট: কোরোনায় আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ৷ আজ দুপুরে একথা নিজেই টুইট করে জানান তিনি ৷ গজেন্দ্র সিং শেখাওয়াতকে নিয়ে এই নিয়ে ছ'জন কেন্দ্রীয় মন্ত্রী কোরোনায় আক্রান্ত হলেন ৷ যাঁরা সম্প্রতি তাঁর সংস্পর্শে এসেছে তাঁদের কোরোনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি ৷

কেন্দ্রীয় মন্ত্রী টুইটারে লেখেন, "কিছু উপসর্গ লক্ষ্য করার পর আমি কোরোনা পরীক্ষা করাই ৷ রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ চিকিৎসকের পরামর্শ মতো হাসপাতালে ভরতি হচ্ছি ৷ অনুরোধ করছি, আমার সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁরা অবশ্যই কয়েকদিনের জন্য কোয়ারানটিনে যাবেন এবং টেস্ট করিয়ে নেবেন ৷ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ৷"

  • अस्वस्थता के कुछ लक्षण दिखने पर मैंने कोरोना टेस्ट करवाया और मेरी रिपोर्ट पॉजिटिव आई है। डॉक्टर्स की सलाह पर अस्पताल में भर्ती हो रहा हूँ। मेरा अनुरोध है कि गत दिनों में मेरे संपर्क में जो लोग आये हैं वह स्वयं को आइसोलेट कर अपनी जाँच करवाएं। आप सभी स्वस्थ रहें और अपना ध्यान रखें।

    — Gajendra Singh Shekhawat (@gssjodhpur) August 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত মঙ্গলবারই হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর দেখা করেন গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে ৷ এদিকে চিকিৎসার জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে ভরতি করা হবে বলে জানানো হয়েছে ৷

চলতি মাসের শুরুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোরোনায় আক্রান্ত হন ৷ এছাড়াও কোরোনায় আক্রান্ত হন শ্রীপদ নায়েক, কৈলাস চৌধুরি, অর্জুন রাম মেঘাওয়াল, ধর্মেন্দ্র প্রধান ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.