ETV Bharat / bharat

জোট 'ভুলে' আসুন NDA-তে, KCR-দের বার্তা আঠওয়ালের

দেশ ও রাজ্যের উন্নতির স্বার্থে NDA-তে যোগ দিন । তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী তথা TRS প্রধান কে চন্দ্রশেখর রাও (KCR) ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির কাছে আর্জি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে ।

author img

By

Published : Jun 3, 2019, 3:02 AM IST

রামদাস আঠওয়ালে

হায়দরাবাদ, 3 জুন : দেশ ও রাজ্যের উন্নতির স্বার্থে NDA-তে যোগ দিন । তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী তথা TRS প্রধান কে চন্দ্রশেখর রাও (KCR) ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির কাছে আর্জি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে ।

লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে NDA । তাদের দখলে এসেছে 353টি আসন । তা সত্ত্বেও আঠওয়ালে বলছেন, "আমাদের কারোর হাত ধরার দরকার নেই । কিন্তু, আপনারা NDA-তে এলে ভালো । রাজ্যের উন্নয়ন জোরদার হবে ।" এর আগে BJP সর্বভারতীয় সভাপতি অমিত শাহও বলেছিলেন, "সব দলের জন্যই NDA-র দরজা খোলা ।"

এপ্রসঙ্গে আঠওয়ালে বলেন, "আমার পরামর্শ, নরেন্দ্র মোদির নেতৃত্বকে সমর্থন জানাতে আপনারা NDA-তে যোগ দিন ।" তিনি আরও বলেন, "কেন্দ্রীয় সরকার দুই রাজ্যেরই উন্নতি সাধনে বদ্ধপরিকর ।"

আঠওয়ালে মনে করিয়ে দেন, এখন আবার গটবন্ধন (জোট) তৈরির ভাবনা না করাই ভালো । বরং KCR-দের উচিত NDA-কে সমর্থন জানানো ।

হায়দরাবাদ, 3 জুন : দেশ ও রাজ্যের উন্নতির স্বার্থে NDA-তে যোগ দিন । তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী তথা TRS প্রধান কে চন্দ্রশেখর রাও (KCR) ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির কাছে আর্জি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে ।

লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে NDA । তাদের দখলে এসেছে 353টি আসন । তা সত্ত্বেও আঠওয়ালে বলছেন, "আমাদের কারোর হাত ধরার দরকার নেই । কিন্তু, আপনারা NDA-তে এলে ভালো । রাজ্যের উন্নয়ন জোরদার হবে ।" এর আগে BJP সর্বভারতীয় সভাপতি অমিত শাহও বলেছিলেন, "সব দলের জন্যই NDA-র দরজা খোলা ।"

এপ্রসঙ্গে আঠওয়ালে বলেন, "আমার পরামর্শ, নরেন্দ্র মোদির নেতৃত্বকে সমর্থন জানাতে আপনারা NDA-তে যোগ দিন ।" তিনি আরও বলেন, "কেন্দ্রীয় সরকার দুই রাজ্যেরই উন্নতি সাধনে বদ্ধপরিকর ।"

আঠওয়ালে মনে করিয়ে দেন, এখন আবার গটবন্ধন (জোট) তৈরির ভাবনা না করাই ভালো । বরং KCR-দের উচিত NDA-কে সমর্থন জানানো ।

Hyderabad (Telangana), June 02 (ANI): Telangana is today celebrating its fifth Formation Day after the state was officially carved out of Andhra Pradesh on the same day in 2014. Chief Minister K Chandrashekhar Rao attended the celebrations in capital Hyderabad. Telangana was formed by an act of Parliament called Andhra Pradesh Reorganisation Act, 2014.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.