ETV Bharat / bharat

গা-হাত-পা ব্যথা, AIIMS-এ ভরতি শাহ

author img

By

Published : Aug 18, 2020, 10:32 AM IST

Updated : Aug 18, 2020, 11:14 AM IST

amit
amit

10:30 August 18

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, গতরাতে হাসপাতালে ভরতি হয়েছেন অমিত শাহ । গত তিন-চারদিন ধরে ক্লান্তিভাব এবং শরীরে ব্যথা হচ্ছিল তাঁর । তিনি স্থিতিশীল এবং হাসপাতাল থেকেই কাজ করবেন ।

দিল্লি, 18 অগাস্ট : কয়েকদিন আগেই কোরোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন । চিকিৎসকরা আগামী কয়েকদিন হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে । কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গতরাতে আবার AIIMS-এ ভরতি হন অমিত শাহ ।

আজ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, গতরাতে হাসপাতালে ভরতি হয়েছেন শাহ । গত তিন-চারদিন ধরে ক্লান্তিভাব এবং শরীরে ব্যথা হচ্ছিল তাঁর । তিনি স্থিতিশীল এবং হাসপাতাল থেকেই কাজ করবেন । সূত্রের খবর, গতরাতে শ্বাসকষ্টও শুরু হয় । হাসপাতালে ভরতি করা হয় শাহকে ।

2 অগাস্ট অমিত শাহর সোয়াব পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভরতি হন তিনি । তাঁর চিকিৎসার দায়িত্বে ছিলেন সুশীলা কটারিয়া । 14 অগাস্ট কোরোনা মুক্ত হন অমিত শাহ ৷ নিজেই টু​ইট করে সেই কথা জানান । কোরোনায় আক্রান্ত হয়ে 12 দিন ধরে হাসপাতালে ভরতি ছিলেন ৷

10:30 August 18

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, গতরাতে হাসপাতালে ভরতি হয়েছেন অমিত শাহ । গত তিন-চারদিন ধরে ক্লান্তিভাব এবং শরীরে ব্যথা হচ্ছিল তাঁর । তিনি স্থিতিশীল এবং হাসপাতাল থেকেই কাজ করবেন ।

দিল্লি, 18 অগাস্ট : কয়েকদিন আগেই কোরোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন । চিকিৎসকরা আগামী কয়েকদিন হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে । কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গতরাতে আবার AIIMS-এ ভরতি হন অমিত শাহ ।

আজ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, গতরাতে হাসপাতালে ভরতি হয়েছেন শাহ । গত তিন-চারদিন ধরে ক্লান্তিভাব এবং শরীরে ব্যথা হচ্ছিল তাঁর । তিনি স্থিতিশীল এবং হাসপাতাল থেকেই কাজ করবেন । সূত্রের খবর, গতরাতে শ্বাসকষ্টও শুরু হয় । হাসপাতালে ভরতি করা হয় শাহকে ।

2 অগাস্ট অমিত শাহর সোয়াব পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভরতি হন তিনি । তাঁর চিকিৎসার দায়িত্বে ছিলেন সুশীলা কটারিয়া । 14 অগাস্ট কোরোনা মুক্ত হন অমিত শাহ ৷ নিজেই টু​ইট করে সেই কথা জানান । কোরোনায় আক্রান্ত হয়ে 12 দিন ধরে হাসপাতালে ভরতি ছিলেন ৷

Last Updated : Aug 18, 2020, 11:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.