দিল্লি, 21 ডিসেম্বর : ইউনাইটেড স্টেটস ফেডারাল রিজ়ার্ভের অপ্রথাগত (আনকনভেনশনাল) আর্থিক বিনিয়োগ নীতি 'অপারেশন টুইস্ট'-এর অনুকরণে কেন্দ্রীয় সরকার এবার আনতে চলেছে ভারত বন্ড EPF ৷ এই খবর জানাজানি হওয়ার পর থেকেই বিনিয়োগকারীরা ঝাঁপিয়ে পড়েছেন এর খুঁটিনাটি জেনে নেওয়ার জন্য ৷ ইতিমধ্যে নেট দুনিয়ায় ঝড় তুলেছে 'অপারেশন টুইস্ট' ৷ দেশের আর্থিক পরিকাঠামোকে মজবুত করতে আগামী দিনে ভারত বন্ড ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ ৷
অপারেশন টুইস্ট নিয়ে সবথেকে বেশি খোঁজ হয়েছে মহারাষ্ট্রে ৷ 19 ডিসেম্বর (বৃহস্পতিবার) কেন্দ্রীয় ব্যাঙ্কের থেকে তরফে ঘোষণা হওয়ার পর থেকেই দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বই ঝাঁপিয়ে পড়েছে ভারত বন্ডের খুটিনাটি জেনে নিতে ৷
আরও পড়ুন : ভারতে সমবায় ব্যাঙ্কগুলির অবস্থা ও ভবিষ্যৎ
ভারত বন্ড EPF বিনিয়োগের সুযোগ দেবে ক্ষুদ্র লগ্নিকারীদেরও ৷ স্বল্পমেয়াদে (3 বছর) বন্ড ছাড়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি (10 বছর) বন্ড কিনবে সরকারি উদ্যোগে তৈরি এই ফান্ড ৷ বন্ডের ন্যূনতম অঙ্ক থাকছে 1000 টাকা ৷ পাশাপাশি বিনিয়োগকারীরা চাইলে মেয়াদ শেষ হওয়ার আগে সহজেই নিজের অংশ ভেঙে বেরিয়ে আসতে পারবেন ৷ প্রসঙ্গত, 2011-12 সালে অ্যামেরিকার ফেডারাল রিজ়ার্ভের তরফেও একই ধরনের নীতি আনা হয়ছিল যার নাম ছিল 'অপারেশন টুইস্ট' ৷
ভারত বন্ড EPF-এর মূল লক্ষ্যই হল সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিং, সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, সেন্ট্রাল পাবলিক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সহ অন্যান্য সরকারি সংস্থায় অতিরক্ত আর্থিক জোগান সুনিশ্চিত করা । বড় ও মাঝারি মানের বিনিয়োগকারীদের পাশাপাশি ক্ষুদ্র বিনিয়োগকারীরাও যাতে লগ্নির সুযোগ পায় সেই দিকেও নজর রাখা হয়েছে ভারত বন্ড EPF-এ ৷ ভারতীয় এবং প্রবাসী ভারতীয়, সকলেই লগ্নির সুযোগ পাবেন ভারত বন্ডে ৷ যাঁদের DEMAT অ্যাকাউন্ট নেই তাঁদের জন্যও করা হচ্ছে বিকল্প ব্যবস্থা ৷
শুধুমাত্র AAA রেটেড বন্ডেই এই ফান্ড লগ্নি করবে ৷ পাশাপাশি বাজারের চলতি বাকি সব বন্ডের তুলনায় এই বন্ডের আর্থিক সুরক্ষাও অনেক বেশি বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ৷