ETV Bharat / bharat

চাঙ্গা হবে অর্থনীতি, 'অপারেশন টুইস্ট'-এর আদলে দেশের বাজারে ভারত বন্ড - রিজ়ার্ভ ব্যাঙ্ক

ভারত বন্ড EPF বিনিয়োগের সুযোগ দেবে ক্ষুদ্র লগ্নিকারীদেরও ৷ স্বল্পমেয়াদে (3 বছর) বন্ড ছাড়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি (10 বছর) বন্ড কিনবে সরকারি উদ্যোগে তৈরি এই ফান্ড ৷ বন্ডের ন্যূনতম অঙ্ক থাকছে 1000 টাকা ৷ পাশাপাশি বিনিয়োগকারীরা চাইলে মেয়াদ শেষ হওয়ার আগে সহজেই নিজের অংশ ভেঙে বেড়িয়ে আসতে পারবেন ৷ প্রসঙ্গত, 2011-12 সালে অ্যামেরিকার ফেডারাল রিজ়ার্ভের তরফেও একই ধরনের নীতি আনা হয়ছিল যার নাম ছিল 'অপারেশন টুইস্ট' ৷

Bharat Bond
ফাইল ছবি
author img

By

Published : Dec 21, 2019, 2:27 PM IST

দিল্লি, 21 ডিসেম্বর : ইউনাইটেড স্টেটস ফেডারাল রিজ়ার্ভের অপ্রথাগত (আনকনভেনশনাল) আর্থিক বিনিয়োগ নীতি 'অপারেশন টুইস্ট'-এর অনুকরণে কেন্দ্রীয় সরকার এবার আনতে চলেছে ভারত বন্ড EPF ৷ এই খবর জানাজানি হওয়ার পর থেকেই বিনিয়োগকারীরা ঝাঁপিয়ে পড়েছেন এর খুঁটিনাটি জেনে নেওয়ার জন্য ৷ ইতিমধ্যে নেট দুনিয়ায় ঝড় তুলেছে 'অপারেশন টুইস্ট' ৷ দেশের আর্থিক পরিকাঠামোকে মজবুত করতে আগামী দিনে ভারত বন্ড ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ ৷

অপারেশন টুইস্ট নিয়ে সবথেকে বেশি খোঁজ হয়েছে মহারাষ্ট্রে ৷ 19 ডিসেম্বর (বৃহস্পতিবার) কেন্দ্রীয় ব্যাঙ্কের থেকে তরফে ঘোষণা হওয়ার পর থেকেই দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বই ঝাঁপিয়ে পড়েছে ভারত বন্ডের খুটিনাটি জেনে নিতে ৷

আরও পড়ুন : ভারতে সমবায় ব্যাঙ্কগুলির অবস্থা ও ভবিষ্যৎ

ভারত বন্ড EPF বিনিয়োগের সুযোগ দেবে ক্ষুদ্র লগ্নিকারীদেরও ৷ স্বল্পমেয়াদে (3 বছর) বন্ড ছাড়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি (10 বছর) বন্ড কিনবে সরকারি উদ্যোগে তৈরি এই ফান্ড ৷ বন্ডের ন্যূনতম অঙ্ক থাকছে 1000 টাকা ৷ পাশাপাশি বিনিয়োগকারীরা চাইলে মেয়াদ শেষ হওয়ার আগে সহজেই নিজের অংশ ভেঙে বেরিয়ে আসতে পারবেন ৷ প্রসঙ্গত, 2011-12 সালে অ্যামেরিকার ফেডারাল রিজ়ার্ভের তরফেও একই ধরনের নীতি আনা হয়ছিল যার নাম ছিল 'অপারেশন টুইস্ট' ৷

ভারত বন্ড EPF-এর মূল লক্ষ্যই হল সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিং, সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, সেন্ট্রাল পাবলিক ফিন‌ান্সিয়াল ইনস্টিটিউশন সহ অন‌্যান্য সরকারি সংস্থায় অতিরক্ত আর্থিক জোগান সুনিশ্চিত করা । বড় ও মাঝারি মানের বিনিয়োগকারীদের পাশাপাশি ক্ষুদ্র বিনিয়োগকারীরাও যাতে লগ্নির সুযোগ পায় সেই দিকেও নজর রাখা হয়েছে ভারত বন্ড EPF-এ ৷ ভারতীয় এবং প্রবাসী ভারতীয়, সকলেই লগ্নির সুযোগ পাবেন ভারত বন্ডে ৷ যাঁদের DEMAT অ্যাকাউন্ট নেই তাঁদের জন্যও করা হচ্ছে বিকল্প ব্যবস্থা ৷

শুধুমাত্র AAA রেটেড বন্ডেই এই ফান্ড লগ্নি করবে ৷ পাশাপাশি বাজারের চলতি বাকি সব বন্ডের তুলনায় এই বন্ডের আর্থিক সুরক্ষাও অনেক বেশি বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ৷

দিল্লি, 21 ডিসেম্বর : ইউনাইটেড স্টেটস ফেডারাল রিজ়ার্ভের অপ্রথাগত (আনকনভেনশনাল) আর্থিক বিনিয়োগ নীতি 'অপারেশন টুইস্ট'-এর অনুকরণে কেন্দ্রীয় সরকার এবার আনতে চলেছে ভারত বন্ড EPF ৷ এই খবর জানাজানি হওয়ার পর থেকেই বিনিয়োগকারীরা ঝাঁপিয়ে পড়েছেন এর খুঁটিনাটি জেনে নেওয়ার জন্য ৷ ইতিমধ্যে নেট দুনিয়ায় ঝড় তুলেছে 'অপারেশন টুইস্ট' ৷ দেশের আর্থিক পরিকাঠামোকে মজবুত করতে আগামী দিনে ভারত বন্ড ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ ৷

অপারেশন টুইস্ট নিয়ে সবথেকে বেশি খোঁজ হয়েছে মহারাষ্ট্রে ৷ 19 ডিসেম্বর (বৃহস্পতিবার) কেন্দ্রীয় ব্যাঙ্কের থেকে তরফে ঘোষণা হওয়ার পর থেকেই দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বই ঝাঁপিয়ে পড়েছে ভারত বন্ডের খুটিনাটি জেনে নিতে ৷

আরও পড়ুন : ভারতে সমবায় ব্যাঙ্কগুলির অবস্থা ও ভবিষ্যৎ

ভারত বন্ড EPF বিনিয়োগের সুযোগ দেবে ক্ষুদ্র লগ্নিকারীদেরও ৷ স্বল্পমেয়াদে (3 বছর) বন্ড ছাড়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি (10 বছর) বন্ড কিনবে সরকারি উদ্যোগে তৈরি এই ফান্ড ৷ বন্ডের ন্যূনতম অঙ্ক থাকছে 1000 টাকা ৷ পাশাপাশি বিনিয়োগকারীরা চাইলে মেয়াদ শেষ হওয়ার আগে সহজেই নিজের অংশ ভেঙে বেরিয়ে আসতে পারবেন ৷ প্রসঙ্গত, 2011-12 সালে অ্যামেরিকার ফেডারাল রিজ়ার্ভের তরফেও একই ধরনের নীতি আনা হয়ছিল যার নাম ছিল 'অপারেশন টুইস্ট' ৷

ভারত বন্ড EPF-এর মূল লক্ষ্যই হল সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিং, সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, সেন্ট্রাল পাবলিক ফিন‌ান্সিয়াল ইনস্টিটিউশন সহ অন‌্যান্য সরকারি সংস্থায় অতিরক্ত আর্থিক জোগান সুনিশ্চিত করা । বড় ও মাঝারি মানের বিনিয়োগকারীদের পাশাপাশি ক্ষুদ্র বিনিয়োগকারীরাও যাতে লগ্নির সুযোগ পায় সেই দিকেও নজর রাখা হয়েছে ভারত বন্ড EPF-এ ৷ ভারতীয় এবং প্রবাসী ভারতীয়, সকলেই লগ্নির সুযোগ পাবেন ভারত বন্ডে ৷ যাঁদের DEMAT অ্যাকাউন্ট নেই তাঁদের জন্যও করা হচ্ছে বিকল্প ব্যবস্থা ৷

শুধুমাত্র AAA রেটেড বন্ডেই এই ফান্ড লগ্নি করবে ৷ পাশাপাশি বাজারের চলতি বাকি সব বন্ডের তুলনায় এই বন্ডের আর্থিক সুরক্ষাও অনেক বেশি বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ৷

Chennai, Dec 21 (ANI): Ahead of Christmas celebration across nation, decorative items are available in the market in abundance. People are flocking to markets to buy these decorative items. Stars, candies, Christmas and green fir trees are available in various types and sizes. People celebrate the annual festival of Christmas with full fervour. The festival is celebrated on December 25, commemorating the birth of Jesus Christ.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.