ETV Bharat / bharat

NPR-এর জন্য অর্থ বরাদ্দ কেন্দ্রীয় মন্ত্রিসভার - NPR-এর তথ্য আপডেটের টাকা বরাদ্দ কেন্দ্রীয় মন্ত্রিসভার

ভারতের নাগরিকদের তথ্য রাখা হয় NPR-এ । রাজ্যে কোন এলাকায় কত মানুষ বসবাস করেন, শেষ ছয় মাসে কোন এলাকায় নতুন কত বাসিন্দা এসেছেন সেই সমস্ত তথ্য নথিভুক্ত করা হয় NPR-এর মাধ্যমে । এর মাধ্যমে কোন এলাকায় কত নারী, পুরুষ ও শিশু থাকে তার নথিও তৈরি করা হয় । তাই বিষয়টি জনগণনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

Modi Shah
ফাইল ফোটো
author img

By

Published : Dec 24, 2019, 9:00 PM IST

দিল্লি, 24 ডিসেম্বর : CAA ও NRC নিয়ে উত্তাল গোটা দেশ । বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষ । পশ্চিমবঙ্গে CAA ও NRC -র প্রতিবাদে খোদ মুখ্যমন্ত্রী প্রতিবাদ মিছিল করছেন । ঠিক এর মাঝেই NPR(ন্যাশনাল পপুলেশন রেজিস্টার)-এর তথ্য আপডেটের জন্য 3,941 কোটি 35 লাখ টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় মন্ত্রিসভা । 2020 সালের এপ্রিল থেকে NPR-এর জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু হবে ।

ভারতের নাগরিকদের তথ্য রাখা হয় NPR-এ । রাজ্যে কোন এলাকায় কত মানুষ বসবাস করেন, শেষ ছয় মাসে কোন এলাকায় নতুন কত বাসিন্দা এসেছেন সেই সমস্ত তথ্য নথিভুক্ত করা হয় NPR-এর মাধ্যমে । এর মাধ্যমে কোন এলাকায় কত নারী, পুরুষ ও শিশু থাকে তার নথিও তৈরি করা হয় । তাই বিষয়টি জনগণনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

2011 সালে জনগণনার জন্য তথ্য সংগ্রহের সময় NPR-এর জন্যও তথ্য সংগ্রহ করা হয়েছিল । সেই তথ্য আরও আপডেট করতে 2015 সালেও NPR - এর জন্য তথ্য সংগ্রহ করা হয় । 2021 সালের জনগণনার তথ্যের পাশাপাশি NPR-এর জন্যও তথ্য আরও আপডেট করতে চাইছে কেন্দ্রীয় সরকার । 2020 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে NPR-এর তথ্য আপডেটের কাজ হবে । অসম ছাড়া দেশের বাকি সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে NPR- এর জন্য তথ্য সংগ্রহ করা হবে । জনগণনা কমিশনার ও রেজিস্ট্রার জেনেরালের অফিসের ওয়েবাসইট থেকে সেই খবর পাওয়া গেছে । চলতি বছরের অগাস্টে এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ।

আজ অমিত শাহ এক সাক্ষাৎকারে NPR-এর কাজে সাহায্য করার জন্য পশ্চিমবঙ্গ ও কেরলের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন । তিনি বলেছেন, "NRC ও NPR এক নয় । দেশে NPR - এর মাধ্যমে যে তথ্য সংগ্রহ করা হয়, তার ভিত্তিতে গরীবদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নেয় সরকার । তাই NPR হলে মানুষের ভালো হবে । "

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই NPR-এর কাজ স্থগিত রেখেছে । কারণ সরকার মনে করছে NPR-কে মানুষ NRC-র প্রথম ধাপ মনে করে বিভ্রান্ত হতে পারে । যদিও রাজ্যপালের সঙ্গে কোনওরকম কথা না বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজভবনের অভিযোগ । এই নিয়ে ক্ষুব্ধ রাজ্যপাল জগদীপ ধনকড় মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছেন ।

দিল্লি, 24 ডিসেম্বর : CAA ও NRC নিয়ে উত্তাল গোটা দেশ । বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষ । পশ্চিমবঙ্গে CAA ও NRC -র প্রতিবাদে খোদ মুখ্যমন্ত্রী প্রতিবাদ মিছিল করছেন । ঠিক এর মাঝেই NPR(ন্যাশনাল পপুলেশন রেজিস্টার)-এর তথ্য আপডেটের জন্য 3,941 কোটি 35 লাখ টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় মন্ত্রিসভা । 2020 সালের এপ্রিল থেকে NPR-এর জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু হবে ।

ভারতের নাগরিকদের তথ্য রাখা হয় NPR-এ । রাজ্যে কোন এলাকায় কত মানুষ বসবাস করেন, শেষ ছয় মাসে কোন এলাকায় নতুন কত বাসিন্দা এসেছেন সেই সমস্ত তথ্য নথিভুক্ত করা হয় NPR-এর মাধ্যমে । এর মাধ্যমে কোন এলাকায় কত নারী, পুরুষ ও শিশু থাকে তার নথিও তৈরি করা হয় । তাই বিষয়টি জনগণনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

2011 সালে জনগণনার জন্য তথ্য সংগ্রহের সময় NPR-এর জন্যও তথ্য সংগ্রহ করা হয়েছিল । সেই তথ্য আরও আপডেট করতে 2015 সালেও NPR - এর জন্য তথ্য সংগ্রহ করা হয় । 2021 সালের জনগণনার তথ্যের পাশাপাশি NPR-এর জন্যও তথ্য আরও আপডেট করতে চাইছে কেন্দ্রীয় সরকার । 2020 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে NPR-এর তথ্য আপডেটের কাজ হবে । অসম ছাড়া দেশের বাকি সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে NPR- এর জন্য তথ্য সংগ্রহ করা হবে । জনগণনা কমিশনার ও রেজিস্ট্রার জেনেরালের অফিসের ওয়েবাসইট থেকে সেই খবর পাওয়া গেছে । চলতি বছরের অগাস্টে এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ।

আজ অমিত শাহ এক সাক্ষাৎকারে NPR-এর কাজে সাহায্য করার জন্য পশ্চিমবঙ্গ ও কেরলের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন । তিনি বলেছেন, "NRC ও NPR এক নয় । দেশে NPR - এর মাধ্যমে যে তথ্য সংগ্রহ করা হয়, তার ভিত্তিতে গরীবদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নেয় সরকার । তাই NPR হলে মানুষের ভালো হবে । "

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই NPR-এর কাজ স্থগিত রেখেছে । কারণ সরকার মনে করছে NPR-কে মানুষ NRC-র প্রথম ধাপ মনে করে বিভ্রান্ত হতে পারে । যদিও রাজ্যপালের সঙ্গে কোনওরকম কথা না বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজভবনের অভিযোগ । এই নিয়ে ক্ষুব্ধ রাজ্যপাল জগদীপ ধনকড় মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছেন ।

Ludhiana (Punjab), Dec 24 (ANI): With the temperature going down steadily, a thick layer of fog canopied Punjab's Ludhiana on December 24. People are setting up bonfires to get relief and keep themselves warm in chilly winters in Ludhiana. Locals are facing problems in doing their daily activities. The temperature is expected to dip further in the coming days.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.