ETV Bharat / bharat

বাজেট 2020 : ব্রিফকেস না লাল শালু, কীসে আসছে বাজেটের নথি?

ব্রিফকেস না লাল শালু? না কি অন্য কিছু? আজ বেলা 11 টায় পেশ হবে এবছরের সাধারণ বাজেট ৷ গতবারের মতো এবারেও কী সেই অশোক স্তম্ভ খোচিত লাল শালুতে মোড়া বাজেট নথি ঢুকবে সংসদ ভবনে?

Budget 2020
ফাইল ছবি
author img

By

Published : Feb 1, 2020, 5:35 AM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি : প্রথমবারের জন্য বাজেট পেশের দায়িত্ব পেয়ে গতবছর সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ ঐতিহ্যবাহী ব্রিফকেসের বদলে লাল শালুতে বাজেটের নথি নিয়ে সংসদ ভবনে প্রবেশ করেছিলেন তিনি ৷ পাশ্চাত্য প্রথার বদলে পুরোপুরি ভারতীয়ত্বের মোড়কে ঢাকা ছিল গতবারের বাজেটের নথি ৷ আজ নির্মলা সীতারমনের দ্বিতীয় বাজেট পেশ ৷ এবারও কি লাল শালুতেই মোড়া থাকবে বাজেটের নথি?

ভারতীয়ত্ব, ভারতীয় সংস্কৃতির ধারা বজায় রাখাই যে কেন্দ্রের লক্ষ্য তারই জানান দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । তাই বাদ পড়েছিল ব্রিফ কেস । বাজেট এসেছিল লাল শালুতে ৷

আরও পড়ুন : বাজেট 2020 : বাজেট ব্রিফকেসের যাত্রা

ভারতের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রমনিয়ন সেই সময়ে বলেছিলেন, "চারটি লাল কাপড়ে মোড়া রয়েছে নথি, এটাই ভারতীয় ঐতিহ্য । লাল শালুতেই পশ্চিমি দাসত্ব থেকে মুক্তি মিলল । এটা আসলে বাজেট নয়, এটা বাহি খাতা (খতিয়ান) ৷"

আরও পড়ুন : বাজেট 2020 : আরও ব্যয় করুন, সঠিক ব্যয় করুন

আজ বেলা 11 টায় দ্বিতীয়বারের জন্য বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন ৷ একদিকে আর্থিক বৃদ্ধির গতি বাড়ানোর চাপ, অন্যদিকে কেন্দ্রীয় কোষাগারের ঘাটতি ৷ এমত অবস্থায় আমজনতার প্রত্যাশা কতটা পূরণ করতে পারবনে তিনি? কতটা জনমোহিনী হবে এবারের বাজেট? উত্তর মিলবে আর মাত্র কয়েক ঘণ্টায় ৷

দিল্লি, 1 ফেব্রুয়ারি : প্রথমবারের জন্য বাজেট পেশের দায়িত্ব পেয়ে গতবছর সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ ঐতিহ্যবাহী ব্রিফকেসের বদলে লাল শালুতে বাজেটের নথি নিয়ে সংসদ ভবনে প্রবেশ করেছিলেন তিনি ৷ পাশ্চাত্য প্রথার বদলে পুরোপুরি ভারতীয়ত্বের মোড়কে ঢাকা ছিল গতবারের বাজেটের নথি ৷ আজ নির্মলা সীতারমনের দ্বিতীয় বাজেট পেশ ৷ এবারও কি লাল শালুতেই মোড়া থাকবে বাজেটের নথি?

ভারতীয়ত্ব, ভারতীয় সংস্কৃতির ধারা বজায় রাখাই যে কেন্দ্রের লক্ষ্য তারই জানান দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । তাই বাদ পড়েছিল ব্রিফ কেস । বাজেট এসেছিল লাল শালুতে ৷

আরও পড়ুন : বাজেট 2020 : বাজেট ব্রিফকেসের যাত্রা

ভারতের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রমনিয়ন সেই সময়ে বলেছিলেন, "চারটি লাল কাপড়ে মোড়া রয়েছে নথি, এটাই ভারতীয় ঐতিহ্য । লাল শালুতেই পশ্চিমি দাসত্ব থেকে মুক্তি মিলল । এটা আসলে বাজেট নয়, এটা বাহি খাতা (খতিয়ান) ৷"

আরও পড়ুন : বাজেট 2020 : আরও ব্যয় করুন, সঠিক ব্যয় করুন

আজ বেলা 11 টায় দ্বিতীয়বারের জন্য বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন ৷ একদিকে আর্থিক বৃদ্ধির গতি বাড়ানোর চাপ, অন্যদিকে কেন্দ্রীয় কোষাগারের ঘাটতি ৷ এমত অবস্থায় আমজনতার প্রত্যাশা কতটা পূরণ করতে পারবনে তিনি? কতটা জনমোহিনী হবে এবারের বাজেট? উত্তর মিলবে আর মাত্র কয়েক ঘণ্টায় ৷

New Delhi, Jan 31 (ANI): Vice President Venkaiah Naidu chaired a meeting of floor leaders of Rajya Sabha at his residence on January 31. All India Trinamool Congress (TMC) MP Derek O' Brien was also present at the meeting. Venkaiah Naidu sought leader's cooperation for the smooth conduct of the Budget Session 2020. The Budget Session will take place on February 01.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.