দিল্লি, 1 ফেব্রুয়ারি : আজ পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট ৷ আমজনতার আশা আকাঙ্ক্ষার মধ্যেই আজ বেলা 11 টা থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন ৷ এই নিয়ে দ্বিতীয়বার অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করবেন । স্বাধীন ভারতের তিনিই প্রথম পূর্ণাঙ্গ মহিলা অর্থমন্ত্রী ৷ এর আগে মোরারজি দেশাইয়ের পদত্যাগের পর ইন্দিরা গান্ধি কিছু সময়ের জন্য অর্থমন্ত্রকের দায়িত্ব নিয়েছিলেন ৷ ১৯৭০-৭১ আর্থিক বছরের বাজেট পেশ করেছিলেন ।
বাজেট নিয়ে আশা থাকলেও রাজস্ব ঘাটতির মুখে তা কতটা পূরণ হবে তার উত্তর পাওয়া যাবে আর কয়েক ঘণ্টার মধ্যেই ৷ গতকাল সংসদে তুলে ধরা হয় আর্থিক সমীক্ষার রিপোর্ট ৷ সেই রিপোর্টে চোখ রাখলে বলতেই হবে আর্থিক গতি বাড়ানোর দিকেই নজর থাকবে আজকের বাজেটে ৷ দেশের GDP বৃদ্ধির হার গত 11 বছরের হিসেবে সর্বনিম্ন ৷ 2019-20 আর্থিকবর্ষে GDP বৃদ্ধির হার ছিল মাত্র 5 শতাংশ ৷ আগামী আর্থিক বছরে তা বাড়িয়ে 6-6.5 শতাংশ পর্যন্ত করার লক্ষমাত্রা ধার্য করা হয়েছে ৷ কৃষিক্ষেত্রে চলতি আর্থিক বছরে বৃদ্ধি হয়েছে 2.8 শতাংশ, শিল্পে বৃদ্ধি 2.5 শতাংশ ৷ পরিষেবা ক্ষেত্রগুলিতেও বৃদ্ধি হার 7.5 থেকে কমে দাঁড়িয়েছে 6.9 শতাংশ ৷ এমত অবস্থায় GDP বৃদ্ধিতে গতি আনতে হলে বাজেটে তার প্রতিফলন রাখতেই হবে বলে মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ ৷
একইসঙ্গে আমজনতার ব্যক্তিগত খরচের হারও কমেছে ৷ বাজারের অগ্নিমূল্যের কারণে কমেছে পণ্য ও পরিষেবার চাহিদাও ৷ গতবছরেই চাহিদা কমার কারণে বাজারে মুখ থুবড়ে পড়েছিল অটোমোবাইলস শিল্প ৷ বাকি শিল্পগুলিরও বেশিরভাগেরই একইরকম ধুঁকতে থাকা অবস্থা ৷ এই পরিস্থিতিতে চাহিদা বাড়াতে দরকার পরিকাঠামোগত পরিবর্তন ৷ পরিকাঠামোগত পরিবর্তন এলেই লগ্নি আসবে, কর্মসংস্থান বাড়বে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে পণ্য ও পরিষেবাও চাহিদা ৷ কিন্তু এর জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, তা জোগান কি দিতে পারবে আজকের বাজেট ? রাজস্ব ঘাটতির হার বাড়ছে ৷ 2019-20 আর্থিক বছরে রাজস্ব ঘাটতির হার GDP-র 3.3 শতাংশ ৷
GST ও আয়কর বাবদ আদায় করা অর্থের পরিমাণ সামান্য বৃদ্ধি পেলেও অর্থনীতিবিদদের মতে, পরিস্থিতি বিগত কয়েক মাসের তুলনায় আরও খারাপ হতে পারে ৷ আর্থিক বৃদ্ধিতে গতি আনতে আমূল ছাড় দেওয়ার প্রয়োজন ৷ কিন্তু, সেক্ষেত্রে বাধা কোষাগার ৷ এই চক্রব্যুহের মধ্যে দাঁড়িয়ে এবারের বাজেটে দেশীয় অর্থনীতিকে কতটা সামাল দিতে পারবেন নির্মলা সীতারমন? সেই দিকেই তাকিয়ে থাকবে আমজনতা ৷
আরও পড়ুন : বাজেট 2020: কর আদায়ে ব্যাপক ঘাটতিই চিন্তা নির্মলা সীতারমনের
পাশাপাশি আজ রেল বাজেট ঘোষণাও করবেন নির্মলা সীতারমন ৷ এবারের রেল বাজেটে নজর থাকবে বেসরকারি লগ্নিতে ৷ দেশের প্রথম বেসরকারি রেল 'তেজস'-এর সাফল্যের পর রেলের আর্থিক শ্রী ফেরাতে কেন্দ্র আরও বেশি করে বেসররকারি লগ্নির দিকে ঝুঁকবে বলেই মনে করছেন অর্থনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ৷