ETV Bharat / bharat

আজ কেন্দ্রীয় বাজেট

আর্থিক সমীক্ষার রিপোর্ট বলছে, চলতি আর্থিক বছরে GDP বৃদ্ধির হার 5 শতাংশ ৷ 2016-17 সালে যা ছিল 8.2 শতাংশ ৷ দেশের GDP বৃদ্ধির হার গত 11 বছরের হিসেবে সর্বনিম্ন ৷ এই চক্রব্যুহের মধ্যে দাঁড়িয়ে এবারের বাজেটে দেশীয় অর্থনীতিকে কতটা সামাল দিতে পারবেন নির্মলা সীতারমন, সেদিকেই তাকিয়ে অর্থনীতিবিদরা ।

Budget 2020
বাজেট 2020
author img

By

Published : Feb 1, 2020, 4:43 AM IST

Updated : Feb 1, 2020, 7:34 AM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি : আজ পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট ৷ আমজনতার আশা আকাঙ্ক্ষার মধ্যেই আজ বেলা 11 টা থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন ৷ এই নিয়ে দ্বিতীয়বার অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করবেন । স্বাধীন ভারতের তিনিই প্রথম পূর্ণাঙ্গ মহিলা অর্থমন্ত্রী ৷ এর আগে মোরারজি দেশাইয়ের পদত্যাগের পর ইন্দিরা গান্ধি কিছু সময়ের জন্য অর্থমন্ত্রকের দায়িত্ব নিয়েছিলেন ৷ ১৯৭০-৭১ আর্থিক বছরের বাজেট পেশ করেছিলেন ।

বাজেট নিয়ে আশা থাকলেও রাজস্ব ঘাটতির মুখে তা কতটা পূরণ হবে তার উত্তর পাওয়া যাবে আর কয়েক ঘণ্টার মধ্যেই ৷ গতকাল সংসদে তুলে ধরা হয় আর্থিক সমীক্ষার রিপোর্ট ৷ সেই রিপোর্টে চোখ রাখলে বলতেই হবে আর্থিক গতি বাড়ানোর দিকেই নজর থাকবে আজকের বাজেটে ৷ দেশের GDP বৃদ্ধির হার গত 11 বছরের হিসেবে সর্বনিম্ন ৷ 2019-20 আর্থিকবর্ষে GDP বৃদ্ধির হার ছিল মাত্র 5 শতাংশ ৷ আগামী আর্থিক বছরে তা বাড়িয়ে 6-6.5 শতাংশ পর্যন্ত করার লক্ষমাত্রা ধার্য করা হয়েছে ৷ কৃষিক্ষেত্রে চলতি আর্থিক বছরে বৃদ্ধি হয়েছে 2.8 শতাংশ, শিল্পে বৃদ্ধি 2.5 শতাংশ ৷ পরিষেবা ক্ষেত্রগুলিতেও বৃদ্ধি হার 7.5 থেকে কমে দাঁড়িয়েছে 6.9 শতাংশ ৷ এমত অবস্থায় GDP বৃদ্ধিতে গতি আনতে হলে বাজেটে তার প্রতিফলন রাখতেই হবে বলে মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ ৷

একইসঙ্গে আমজনতার ব্যক্তিগত খরচের হারও কমেছে ৷ বাজারের অগ্নিমূল্যের কারণে কমেছে পণ্য ও পরিষেবার চাহিদাও ৷ গতবছরেই চাহিদা কমার কারণে বাজারে মুখ থুবড়ে পড়েছিল অটোমোবাইলস শিল্প ৷ বাকি শিল্পগুলিরও বেশিরভাগেরই একইরকম ধুঁকতে থাকা অবস্থা ৷ এই পরিস্থিতিতে চাহিদা বাড়াতে দরকার পরিকাঠামোগত পরিবর্তন ৷ পরিকাঠামোগত পরিবর্তন এলেই লগ্নি আসবে, কর্মসংস্থান বাড়বে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে পণ্য ও পরিষেবাও চাহিদা ৷ কিন্তু এর জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, তা জোগান কি দিতে পারবে আজকের বাজেট ? রাজস্ব ঘাটতির হার বাড়ছে ৷ 2019-20 আর্থিক বছরে রাজস্ব ঘাটতির হার GDP-র 3.3 শতাংশ ৷

Budget 2020
অর্থমন্ত্রকের আধিকারিকদের সঙ্গে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর

GST ও আয়কর বাবদ আদায় করা অর্থের পরিমাণ সামান্য বৃদ্ধি পেলেও অর্থনীতিবিদদের মতে, পরিস্থিতি বিগত কয়েক মাসের তুলনায় আরও খারাপ হতে পারে ৷ আর্থিক বৃদ্ধিতে গতি আনতে আমূল ছাড় দেওয়ার প্রয়োজন ৷ কিন্তু, সেক্ষেত্রে বাধা কোষাগার ৷ এই চক্রব্যুহের মধ্যে দাঁড়িয়ে এবারের বাজেটে দেশীয় অর্থনীতিকে কতটা সামাল দিতে পারবেন নির্মলা সীতারমন? সেই দিকেই তাকিয়ে থাকবে আমজনতা ৷

আরও পড়ুন : বাজেট 2020: কর আদায়ে ব্যাপক ঘাটতিই চিন্তা নির্মলা সীতারমনের

পাশাপাশি আজ রেল বাজেট ঘোষণাও করবেন নির্মলা সীতারমন ৷ এবারের রেল বাজেটে নজর থাকবে বেসরকারি লগ্নিতে ৷ দেশের প্রথম বেসরকারি রেল 'তেজস'-এর সাফল্যের পর রেলের আর্থিক শ্রী ফেরাতে কেন্দ্র আরও বেশি করে বেসররকারি লগ্নির দিকে ঝুঁকবে বলেই মনে করছেন অর্থনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ৷

দিল্লি, 1 ফেব্রুয়ারি : আজ পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট ৷ আমজনতার আশা আকাঙ্ক্ষার মধ্যেই আজ বেলা 11 টা থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন ৷ এই নিয়ে দ্বিতীয়বার অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করবেন । স্বাধীন ভারতের তিনিই প্রথম পূর্ণাঙ্গ মহিলা অর্থমন্ত্রী ৷ এর আগে মোরারজি দেশাইয়ের পদত্যাগের পর ইন্দিরা গান্ধি কিছু সময়ের জন্য অর্থমন্ত্রকের দায়িত্ব নিয়েছিলেন ৷ ১৯৭০-৭১ আর্থিক বছরের বাজেট পেশ করেছিলেন ।

বাজেট নিয়ে আশা থাকলেও রাজস্ব ঘাটতির মুখে তা কতটা পূরণ হবে তার উত্তর পাওয়া যাবে আর কয়েক ঘণ্টার মধ্যেই ৷ গতকাল সংসদে তুলে ধরা হয় আর্থিক সমীক্ষার রিপোর্ট ৷ সেই রিপোর্টে চোখ রাখলে বলতেই হবে আর্থিক গতি বাড়ানোর দিকেই নজর থাকবে আজকের বাজেটে ৷ দেশের GDP বৃদ্ধির হার গত 11 বছরের হিসেবে সর্বনিম্ন ৷ 2019-20 আর্থিকবর্ষে GDP বৃদ্ধির হার ছিল মাত্র 5 শতাংশ ৷ আগামী আর্থিক বছরে তা বাড়িয়ে 6-6.5 শতাংশ পর্যন্ত করার লক্ষমাত্রা ধার্য করা হয়েছে ৷ কৃষিক্ষেত্রে চলতি আর্থিক বছরে বৃদ্ধি হয়েছে 2.8 শতাংশ, শিল্পে বৃদ্ধি 2.5 শতাংশ ৷ পরিষেবা ক্ষেত্রগুলিতেও বৃদ্ধি হার 7.5 থেকে কমে দাঁড়িয়েছে 6.9 শতাংশ ৷ এমত অবস্থায় GDP বৃদ্ধিতে গতি আনতে হলে বাজেটে তার প্রতিফলন রাখতেই হবে বলে মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ ৷

একইসঙ্গে আমজনতার ব্যক্তিগত খরচের হারও কমেছে ৷ বাজারের অগ্নিমূল্যের কারণে কমেছে পণ্য ও পরিষেবার চাহিদাও ৷ গতবছরেই চাহিদা কমার কারণে বাজারে মুখ থুবড়ে পড়েছিল অটোমোবাইলস শিল্প ৷ বাকি শিল্পগুলিরও বেশিরভাগেরই একইরকম ধুঁকতে থাকা অবস্থা ৷ এই পরিস্থিতিতে চাহিদা বাড়াতে দরকার পরিকাঠামোগত পরিবর্তন ৷ পরিকাঠামোগত পরিবর্তন এলেই লগ্নি আসবে, কর্মসংস্থান বাড়বে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে পণ্য ও পরিষেবাও চাহিদা ৷ কিন্তু এর জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, তা জোগান কি দিতে পারবে আজকের বাজেট ? রাজস্ব ঘাটতির হার বাড়ছে ৷ 2019-20 আর্থিক বছরে রাজস্ব ঘাটতির হার GDP-র 3.3 শতাংশ ৷

Budget 2020
অর্থমন্ত্রকের আধিকারিকদের সঙ্গে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর

GST ও আয়কর বাবদ আদায় করা অর্থের পরিমাণ সামান্য বৃদ্ধি পেলেও অর্থনীতিবিদদের মতে, পরিস্থিতি বিগত কয়েক মাসের তুলনায় আরও খারাপ হতে পারে ৷ আর্থিক বৃদ্ধিতে গতি আনতে আমূল ছাড় দেওয়ার প্রয়োজন ৷ কিন্তু, সেক্ষেত্রে বাধা কোষাগার ৷ এই চক্রব্যুহের মধ্যে দাঁড়িয়ে এবারের বাজেটে দেশীয় অর্থনীতিকে কতটা সামাল দিতে পারবেন নির্মলা সীতারমন? সেই দিকেই তাকিয়ে থাকবে আমজনতা ৷

আরও পড়ুন : বাজেট 2020: কর আদায়ে ব্যাপক ঘাটতিই চিন্তা নির্মলা সীতারমনের

পাশাপাশি আজ রেল বাজেট ঘোষণাও করবেন নির্মলা সীতারমন ৷ এবারের রেল বাজেটে নজর থাকবে বেসরকারি লগ্নিতে ৷ দেশের প্রথম বেসরকারি রেল 'তেজস'-এর সাফল্যের পর রেলের আর্থিক শ্রী ফেরাতে কেন্দ্র আরও বেশি করে বেসররকারি লগ্নির দিকে ঝুঁকবে বলেই মনে করছেন অর্থনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ৷

New Delhi, Jan 31 (ANI): Home Minister Amit Shah on January 31 urged Delhiites to vote for BJP and the party will make Delhi best capital among all the capitals of the world in five years. He was addressing a rally in Kirti Nagar.
Last Updated : Feb 1, 2020, 7:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.