দিল্লি, 8 ডিসেম্বর : রাষ্ট্রসংঘের বিনিয়োগ প্রচার সম্মান 2020 জিতল কেন্দ্রীয় সংস্থা "ইনভেস্ট ইন্ডিয়া" ৷ এর জন্য় ইনভেস্ট ইন্ডিয়াকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এনিয়ে টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, এই সম্মান ভারত সরকারের কাছে একটা পরীক্ষা ৷ যেখানে বিশ্বের দরবারে ভারতের বাজারকে বিনিয়োগের উপযোগী করে তোলা এবং ব্য়বসার জন্য় আরও সুযোগ করে দেওয়ার কাজ করতে হবে ৷
রাষ্ট্রসংঘের বাণিজ্য় ও উন্নয়ন সক্রান্ত কনফারেন্সে "ইনভেস্ট ইন্ডিয়া"-কে রাষ্ট্রসংঘের বিনিয়োগ প্রচার 2020-র সম্মান দেওয়া হয় ৷ এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল UNCTAD-এর সদর দপ্তর জেনেভায় ৷ বিশ্বের সেরা ব্য়বসায়িক প্রচার সংস্থাকে এই সম্মানে ভূষিত করা হয়ে থাকে ৷ যা এবছর ভারতকে দেওয়া হয়েছে ৷
-
Congratulations to @investindia for winning the 2020 United Nations Investment Promotion Award given by @UNCTAD. This is a testimony to our government’s focus on making India the world’s preferred investment destination & improving ease of doing business.
— Narendra Modi (@narendramodi) December 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Congratulations to @investindia for winning the 2020 United Nations Investment Promotion Award given by @UNCTAD. This is a testimony to our government’s focus on making India the world’s preferred investment destination & improving ease of doing business.
— Narendra Modi (@narendramodi) December 8, 2020Congratulations to @investindia for winning the 2020 United Nations Investment Promotion Award given by @UNCTAD. This is a testimony to our government’s focus on making India the world’s preferred investment destination & improving ease of doing business.
— Narendra Modi (@narendramodi) December 8, 2020
আরও পড়ুন : আজ সন্ধ্যাতেই কৃষকদের আলোচনায় ডাকলেন অমিত শাহ
"ইনভেস্ট ইন্ডিয়া"-র কথা উল্লেখ করে নরেন্দ্র মোদি টুইটারে লেখেন, রাষ্ট্রসংঘের বিনিয়োগ প্রচার 2020-র সম্মান জেতার জন্য় ইনভেস্ট ইন্ডিয়াকে অভিনন্দন ৷ এই সম্মান ভারতকে বিশ্বের বিনিয়োগের দরবারে আরও সেরা এবং সুযোগ সুবিধার ক্ষেত্রে উন্নত করার জন্য় আরও বড় দায়িত্ব এনে দিল ৷