ETV Bharat / bharat

দিল্লি হিংসায় প্ররোচনার অভিযোগে আটক উমর খালিদ

দিল্লির হিংসা প্রাণ কেড়েছিল 53 জনের । CAA বিরোধীতায় উত্তপ্ত হয়েছিল উত্তর-পূর্ব দিল্লির একাধিক এলাকা । সেই ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র উমর খালিদকে আাটক করল পুলিশ ।

Umar Khalid
উমর খালিদ
author img

By

Published : Apr 22, 2020, 11:10 AM IST

দিল্লি, 22 এপ্রিল : দিল্লি হিংসার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে আটক করা হল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র উমর খালিদকে । পাশাপাশি জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের দুই পড়ুয়াকেও গ্রেপ্তার করা হয়েছে । আইনবিরুদ্ধ কাজের জন্য আনলফুল অ্যাকটিভিটি (প্রিভেনশন) অ্যাক্ট (UAPA)-র অধীনে তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ ।

22 ফেব্রুয়ারি রাতে দিল্লির জাফরাবাদ মেট্রো স্টেশনের কাছে রাস্তায় বসে CAA প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে প্রায় 500 জন মহিলা ৷ ঠিক তার পরের দিনেই CAA-এর প্রতিবাদে দিল্লির জাফরাবাদ চত্বর অবরোধ করে রেখেছিল প্রায় দেড় হাজার মহিলা ৷ উত্তপ্ত হয়ে ওঠে জাফরাবাদ । বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের । একে একে সামনে আসতে থাকে মৃত্যুর খবর । মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ে । সর্বশেষ তথ্য অনুযায়ী 53 জনের মৃত্যু হয় এখানে । সেই ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে উমর খালিদের বিরুদ্ধে । নাম জড়ায় জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন পড়ুয়ার ।

তারপরই চলতি মাসে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের জামিয়া কো-অর্ডিনেটর কমিটির মিডিয়া সমন্বয়কারী সাফুরা জ়াগগারকে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তার করা হয় এই কমিটির আরেক সদস্য মীরান হায়দরকে । উমর খালিদকে যদিও এখনও গ্রেপ্তার করা হয়নি ।

এবিষয়ে সংবাদ সংস্থাকে মীরান হায়দরের আইনজীবী আক্রম খান বলেন, "এই ঘটনায় দিল্লি পুলিশের স্পেশাল সেল হত্যা, হত্যার চেষ্টা, রাষ্ট্রদ্রোহিতা ও আনলফুল অ্যাকটিভিটি (প্রিভেনশন) অ্যাক্ট (UAPA)-র অধীনে মামলা করেছে । FIR - এ নাম ছিল প্রায় ন'জনের । যাতে উমর খালিদেরও নাম ছিল । প্রথমে এই মামটির দায়িত্বে ছিল ক্রাইম ব্রাঞ্চ । পরে তা হস্তান্তরিত হয় দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চে ।"

দিল্লি, 22 এপ্রিল : দিল্লি হিংসার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে আটক করা হল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র উমর খালিদকে । পাশাপাশি জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের দুই পড়ুয়াকেও গ্রেপ্তার করা হয়েছে । আইনবিরুদ্ধ কাজের জন্য আনলফুল অ্যাকটিভিটি (প্রিভেনশন) অ্যাক্ট (UAPA)-র অধীনে তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ ।

22 ফেব্রুয়ারি রাতে দিল্লির জাফরাবাদ মেট্রো স্টেশনের কাছে রাস্তায় বসে CAA প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে প্রায় 500 জন মহিলা ৷ ঠিক তার পরের দিনেই CAA-এর প্রতিবাদে দিল্লির জাফরাবাদ চত্বর অবরোধ করে রেখেছিল প্রায় দেড় হাজার মহিলা ৷ উত্তপ্ত হয়ে ওঠে জাফরাবাদ । বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের । একে একে সামনে আসতে থাকে মৃত্যুর খবর । মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ে । সর্বশেষ তথ্য অনুযায়ী 53 জনের মৃত্যু হয় এখানে । সেই ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে উমর খালিদের বিরুদ্ধে । নাম জড়ায় জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন পড়ুয়ার ।

তারপরই চলতি মাসে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের জামিয়া কো-অর্ডিনেটর কমিটির মিডিয়া সমন্বয়কারী সাফুরা জ়াগগারকে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তার করা হয় এই কমিটির আরেক সদস্য মীরান হায়দরকে । উমর খালিদকে যদিও এখনও গ্রেপ্তার করা হয়নি ।

এবিষয়ে সংবাদ সংস্থাকে মীরান হায়দরের আইনজীবী আক্রম খান বলেন, "এই ঘটনায় দিল্লি পুলিশের স্পেশাল সেল হত্যা, হত্যার চেষ্টা, রাষ্ট্রদ্রোহিতা ও আনলফুল অ্যাকটিভিটি (প্রিভেনশন) অ্যাক্ট (UAPA)-র অধীনে মামলা করেছে । FIR - এ নাম ছিল প্রায় ন'জনের । যাতে উমর খালিদেরও নাম ছিল । প্রথমে এই মামটির দায়িত্বে ছিল ক্রাইম ব্রাঞ্চ । পরে তা হস্তান্তরিত হয় দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.