বেঙ্গালুরু, 8 নভেম্বর : পরিবেশ সচেতনতায় যৌথ উদ্য়োগ নিল কর্নাটক সরকারের ডিরেক্টরেট অফ আর্বান ল্য়ান্ড ট্রান্সপোর্ট এবং ব্রিটিশ ক্য়াটাপল্ট নেটওয়ার্ক ৷ বেঙ্গালুরুর চার্চস্ট্রিটকে পথচারীদের জন্য় সবুজয়ানের অংশ হিসেবে গড়ে তোলার কর্মসূচি নেওয়া হল ৷ ক্লিন এয়ার স্ট্রিট কর্মসূচির অন্তর্গত এই উদ্য়োগে, চার্চস্ট্রিটে আগামী তিনমাস সপ্তাহের শেষে মোটর গাড়ি চলাচল করবে না ৷ গতকাল থেকেই এই নিয়ম চালু হয়ে গিয়েছে ৷ বায়ু দূষণকে রোদ করতেই এই অভিনব পন্থা নেওয়া হয়েছে ৷ যার উদ্বোধন করেন কর্নাটকের মুখ্য়মন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ৷
পাশাপাশি সেই রাস্তায় বসা দোকানদারদের সাময়িকভাবে বাইরে কোথাও নিজেদের দোকান খুলতে হবে ৷ সেই মতো সাময়িক অনুমতিও দেওয়া হবে ৷ সেক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রেখে দোকান দিতে হবে ব্য়বসায়ীদের ৷ এর ফলে মুক্ত বাতাস উপভোগ করার সময় পথচারীরা কোনোরকম সমস্য়ায় না পড়েন ৷ সেই সময় ওই রাস্তায় দূষণমুক্ত যানবাহন ছাড়া অন্য় কোনো যানবাহন সেখানে চলাচল করবে না ৷ ক্লিন এয়ার স্ট্রিটের এই উদ্য়োগের আরেকটি উদ্দেশ্য় হল, ভারত ও ব্রিটেনের মধ্য়ে যৌথ উদ্য়োগে আবহাওয়ার পরিবর্তনের বিরুদ্ধে লড়াইকে তুলে ধরা ৷ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এই উদ্য়োগের অন্য়তম অংশ ৷ তারা এর উপরে একটি পরীক্ষা চালাবেন ৷ যেখানে দেখা হবে এর প্রভাবে স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রায় কী প্রভাব পড়ছে ৷ পাশাপাশি স্থানীয় ব্য়বসায় এর প্রভাবও দেখা হবে ৷ ব্রিটেনের দুই প্রযুক্তি সংস্থা এনার্জি সিস্টেম ক্য়াটাপল্ট এবং কানেকটেড প্লেস ক্য়াটাপল্ট যৌথভাবে ক্য়াটাপল্ট নেটওয়ার্ক তৈরি করেছে ৷ তারা যৌথভাবে বাতাসের দূষণ মাত্রা পরিমাপের কাজ শুরু করেছে ৷ পাশাপাশি জনসচেতনায় জোর দিতে বিদ্যুৎবাহী গাড়ি প্রস্তুতকারী সংস্থার সঙ্গেও কাজ করছে এই সংস্থা ৷
কর্নাটক এবং কেরালায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জেরমি পিলমোর বেডফোর্ড বলেন, বেঙ্গালুরুতে ক্লিন এয়ার স্ট্রিটের এই উদ্য়োগটি নেওয়ার জন্য় এর থেকে ভালো সময় আর পাওয়া যেত না ৷ কোভিডের কারণে ব্যাঙ্গালোর এবং বিশ্ব লকডাউন সবাইকে পরিষ্কার আকাশ ও শুদ্ধ বাতাসের গুরুত্ব বুঝিয়েছে ৷