ETV Bharat / bharat

বাবাকে দেওয়া কথা রাখলেন উদ্ধব, 20 বছর পর মুখ্যমন্ত্রী পদে শিবসেনা - congress

মহারাষ্ট্রে শিবসেনা- NCP - কংগ্রেস জোট সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন সেনা প্রধান উদ্ধব ।

উদ্ধব
author img

By

Published : Nov 22, 2019, 7:13 PM IST

Updated : Nov 22, 2019, 9:56 PM IST

মুম্বই, 22 নভেম্বর : 20 বছর পর ইতিহাস ফিরল মহারাষ্ট্রে । শিবসেনাই পেল মুখ্যমন্ত্রীর কুর্সি ।

প্রায় মাসখানেকের টালবাহানার পর অবশেষে মরাঠা ভূমে মিলিজুলি সরকারের পথ চলা শুরু হতে চলেছে । শিবসেনাকে সামনে রেখেই NCP - কংগ্রেস জোট আগামী পাঁচ বছর মহারাষ্ট্রে নেতৃত্ব দেবে বলে চূড়ান্ত হল শুক্রবারের সন্ধ্যায় ।

1995 সালের 14 মার্চ, মনোহর যোশীর হাত ধরে শেষবার মুখ্যমন্ত্রিত্বের স্বাদ পেয়েছিল বাল সাহেব ঠাকরের দল । সে সময় BJP-র সঙ্গে জোট করেই সরকার গড়েছিল তারা । 3 বছর 323 দিনের পর যোশী সাম্রাজ্যের পতন অনেকটাই পিছনে ঠেলে দিয়েছিল শিবাসেনাকে । পরের অনেকটা সময়ই মহারাষ্ট্র নিজেদের হাতে রেখেছিল কংগ্রেস । যদিও পরিবর্তন শুরু হয়েছিল 2014 সালে শিবসেনাকে সঙ্গে করে মহারাষ্ট্রে ক্ষমতায় এসেছিল গেরুয়া শিবির । সবাইকে চমকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল তরুণ দেবেন্দ্র ফড়নবিশকে । নরেন্দ্র মোদি-অমিত শাহ ঘনিষ্ঠ এই তরুণ BJP নেতা অবশ্য তাঁর মেয়াদকালে অজান্তেই কিছু বিরোধী তৈরি করে ফেলেছিলেন । এবারে যার ফল হাতেনাতে ভুগতে হল 2019-এর বিধানসভা নির্বাচনের পর ।

গতবারের থেকে এবার আসন কমে 105 -এ থমকে গেছিল BJP । আর 56 আসন পাওয়া শিবসেনা সুযোগ বুঝে গোঁ ধরেছিল মুখ্যমন্ত্রিত্বের ৷ ঠাকরে পরিবার থেকে প্রথম ভোটে দাঁড়ানো উদ্ধব পুত্র আদিত্যকে মুখ্যমন্ত্রী করার জন্য শুরু হয়েছিল দর কষাকষি । 50 শতাংশ মুখ্যমন্ত্রিত্বের দাবি করে মোদি-শাহদের উপর চার বাড়াতে কুণ্ঠা করেননি উদ্ধবরা । BJP-র দোদুল্যমান মনভাবের সুযোগ নিয়ে কংগ্রেস NCP-র সঙ্গে জোট গড়তেও দু'বার ভাবেনি তারা ।

কিন্তু সমস্যা তৈরি হয়েছিল সোনিয়া গান্ধি ও শরদ পাওয়ারের সংসারে । শিবসেনাকে সমর্থন করলে ভবিষ্যতে বিপদ বাড়তে পারে এমন আশঙ্কা করে ধীরে চলা নীতি নেয় NCP আর কংগ্রেস । শিবসেনার পাশে দাঁড়ালে পরবর্তী সময়ে সমস্যা বাড়তে পারে এই আশঙ্কায় কংগ্রেসের মধ্যে তৈরি হয়েছিল দ্বিমত । দফায় দফায় বৈঠক করে অবশেষে মেলে সমাধান সূত্র । কিন্তু সেখানেও সমস্যা তৈরি হয়েছিল । তরুণ আদিত্য ঠাকরের মুখ্যমন্ত্রিত্বে কাজ করতে অনীহা প্রকাশ করেন NCP ও কংগ্রেসের বেশ কিছু নেতা । বরং তাঁদের কাছে অনেকবেশি গ্রহণযোগ্য উদ্ধব ঠাকরে। একদিকে, মুখ্যমন্ত্রিত্বের সওয়াল, অন্যদিকে, ছেলে আদিত্যকে মুখ্যমন্ত্রী করার চাপ- জোরালো সমস্যার সামনে পড়ে সেনা নেতৃত্ব । অবশেষে মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব মেনে নিতে বাধ্য হন উদ্ধব । তাঁকে সামনে রেখে সেনাকে সমর্থন করতে নিজেদের সহমত জানায় কংগ্রেস- NCP । গত সোমবার থেকে চলা ধারাবাহিক বৈঠকের পর অবশেষে আজ সন্ধ্যায় চূড়ান্ত হয়, উদ্ধবকে মুখ্যমন্ত্রী করেই আগামী 5 বছর পথ চলবে সম্পূর্ণ ভিন্ন মেরুতে অবস্থান করা তিন মেরুর জোট ।

জোট প্রাথমিকভাবে চূড়ান্ত হলেও তা কতটা সফল হবে তা নিয়ে ইতিমধ্যেই সন্দেহ প্রকাশ করেছে রাজনৈতিক মহল । উদাহরণ হিসেবে তারা কর্নাটককে সামনে এনেছেন । যেভাবে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েও 5 বছর ক্ষমতায় থাকতে পারেননি জনতা দল সেকুলারের কুমারস্বামী, এমন কোনও ঘটনা মরাঠাভূমে দেখা যাবে না তো ?

রাজনৈতিকভাবে NCP, কংগ্রেস, শিবসেনা ভিন্ন মেরুতে অবস্থান করলেও আপাতত সহমতে পৌঁছেছে, আগামীকাল রাজ্যপাল ভগৎসিং কোশিয়ারির কাছে সরকার গঠনের আবেদন নিয়ে যাবেন তাঁরা । আজ সাংবাদিক সম্মেলন করে নিজেদের অবস্থানের কথা স্পষ্ট করে তিন দলের জোট । বাল ঠাকরের কথা রেখে মুখ্যমন্ত্রী হচ্ছেন উদ্ধব ঠাকরে ।

মুম্বই, 22 নভেম্বর : 20 বছর পর ইতিহাস ফিরল মহারাষ্ট্রে । শিবসেনাই পেল মুখ্যমন্ত্রীর কুর্সি ।

প্রায় মাসখানেকের টালবাহানার পর অবশেষে মরাঠা ভূমে মিলিজুলি সরকারের পথ চলা শুরু হতে চলেছে । শিবসেনাকে সামনে রেখেই NCP - কংগ্রেস জোট আগামী পাঁচ বছর মহারাষ্ট্রে নেতৃত্ব দেবে বলে চূড়ান্ত হল শুক্রবারের সন্ধ্যায় ।

1995 সালের 14 মার্চ, মনোহর যোশীর হাত ধরে শেষবার মুখ্যমন্ত্রিত্বের স্বাদ পেয়েছিল বাল সাহেব ঠাকরের দল । সে সময় BJP-র সঙ্গে জোট করেই সরকার গড়েছিল তারা । 3 বছর 323 দিনের পর যোশী সাম্রাজ্যের পতন অনেকটাই পিছনে ঠেলে দিয়েছিল শিবাসেনাকে । পরের অনেকটা সময়ই মহারাষ্ট্র নিজেদের হাতে রেখেছিল কংগ্রেস । যদিও পরিবর্তন শুরু হয়েছিল 2014 সালে শিবসেনাকে সঙ্গে করে মহারাষ্ট্রে ক্ষমতায় এসেছিল গেরুয়া শিবির । সবাইকে চমকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল তরুণ দেবেন্দ্র ফড়নবিশকে । নরেন্দ্র মোদি-অমিত শাহ ঘনিষ্ঠ এই তরুণ BJP নেতা অবশ্য তাঁর মেয়াদকালে অজান্তেই কিছু বিরোধী তৈরি করে ফেলেছিলেন । এবারে যার ফল হাতেনাতে ভুগতে হল 2019-এর বিধানসভা নির্বাচনের পর ।

গতবারের থেকে এবার আসন কমে 105 -এ থমকে গেছিল BJP । আর 56 আসন পাওয়া শিবসেনা সুযোগ বুঝে গোঁ ধরেছিল মুখ্যমন্ত্রিত্বের ৷ ঠাকরে পরিবার থেকে প্রথম ভোটে দাঁড়ানো উদ্ধব পুত্র আদিত্যকে মুখ্যমন্ত্রী করার জন্য শুরু হয়েছিল দর কষাকষি । 50 শতাংশ মুখ্যমন্ত্রিত্বের দাবি করে মোদি-শাহদের উপর চার বাড়াতে কুণ্ঠা করেননি উদ্ধবরা । BJP-র দোদুল্যমান মনভাবের সুযোগ নিয়ে কংগ্রেস NCP-র সঙ্গে জোট গড়তেও দু'বার ভাবেনি তারা ।

কিন্তু সমস্যা তৈরি হয়েছিল সোনিয়া গান্ধি ও শরদ পাওয়ারের সংসারে । শিবসেনাকে সমর্থন করলে ভবিষ্যতে বিপদ বাড়তে পারে এমন আশঙ্কা করে ধীরে চলা নীতি নেয় NCP আর কংগ্রেস । শিবসেনার পাশে দাঁড়ালে পরবর্তী সময়ে সমস্যা বাড়তে পারে এই আশঙ্কায় কংগ্রেসের মধ্যে তৈরি হয়েছিল দ্বিমত । দফায় দফায় বৈঠক করে অবশেষে মেলে সমাধান সূত্র । কিন্তু সেখানেও সমস্যা তৈরি হয়েছিল । তরুণ আদিত্য ঠাকরের মুখ্যমন্ত্রিত্বে কাজ করতে অনীহা প্রকাশ করেন NCP ও কংগ্রেসের বেশ কিছু নেতা । বরং তাঁদের কাছে অনেকবেশি গ্রহণযোগ্য উদ্ধব ঠাকরে। একদিকে, মুখ্যমন্ত্রিত্বের সওয়াল, অন্যদিকে, ছেলে আদিত্যকে মুখ্যমন্ত্রী করার চাপ- জোরালো সমস্যার সামনে পড়ে সেনা নেতৃত্ব । অবশেষে মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব মেনে নিতে বাধ্য হন উদ্ধব । তাঁকে সামনে রেখে সেনাকে সমর্থন করতে নিজেদের সহমত জানায় কংগ্রেস- NCP । গত সোমবার থেকে চলা ধারাবাহিক বৈঠকের পর অবশেষে আজ সন্ধ্যায় চূড়ান্ত হয়, উদ্ধবকে মুখ্যমন্ত্রী করেই আগামী 5 বছর পথ চলবে সম্পূর্ণ ভিন্ন মেরুতে অবস্থান করা তিন মেরুর জোট ।

জোট প্রাথমিকভাবে চূড়ান্ত হলেও তা কতটা সফল হবে তা নিয়ে ইতিমধ্যেই সন্দেহ প্রকাশ করেছে রাজনৈতিক মহল । উদাহরণ হিসেবে তারা কর্নাটককে সামনে এনেছেন । যেভাবে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েও 5 বছর ক্ষমতায় থাকতে পারেননি জনতা দল সেকুলারের কুমারস্বামী, এমন কোনও ঘটনা মরাঠাভূমে দেখা যাবে না তো ?

রাজনৈতিকভাবে NCP, কংগ্রেস, শিবসেনা ভিন্ন মেরুতে অবস্থান করলেও আপাতত সহমতে পৌঁছেছে, আগামীকাল রাজ্যপাল ভগৎসিং কোশিয়ারির কাছে সরকার গঠনের আবেদন নিয়ে যাবেন তাঁরা । আজ সাংবাদিক সম্মেলন করে নিজেদের অবস্থানের কথা স্পষ্ট করে তিন দলের জোট । বাল ঠাকরের কথা রেখে মুখ্যমন্ত্রী হচ্ছেন উদ্ধব ঠাকরে ।

Mumbai, Nov 22 (ANI): The meeting between Congress-Nationalist Congress Party (NCP) leaders is underway in Mumbai on November 22. Several other alliance partners are also present in the meeting. The meeting is taking place at NCP leader Dhananjay Munde's residence. Former Maharashtra chief minister and veteran Congress leader Prithviraj Chavan, former deputy chief minister of Maharashtra and NCP leader Ajit Pawar are present in the party meeting.

Last Updated : Nov 22, 2019, 9:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.