ETV Bharat / bharat

ওয়াকআউট BJP-র, আস্থাভোটে জিতলেন উদ্ধব - Maharashtra govt formation

আস্থাভোটে জিতলেন উদ্ধব ঠাকরে । উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন জোট সরকারের পক্ষে ১৬৯ জন বিধায়ক সমর্থন দিয়েছেন । বৃহস্পতিবারই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন উদ্ধব ঠাকরে । আজ রাজ্য বিধানসভায় তিনি আস্থাভোটে জিতলেন ।

uddhav-thackeray wins trust vote
আস্থা ভোটে জিতলেন উদ্ধব ঠাকরে
author img

By

Published : Nov 30, 2019, 6:02 PM IST

Updated : Nov 30, 2019, 7:39 PM IST

মুম্বই, ৩০ নভেম্বর : আস্থাভোটে জিতলেন উদ্ধব ঠাকরে । উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন জোট সরকারের পক্ষে ১৬৯ জন বিধায়ক সমর্থন দিয়েছেন । বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে । আজ রাজ্য বিধানসভায় তিনি আস্থাভোটে জিতলেন । দুপুর আড়াইটে নাগাদ প্রোটেম স্পিকার দিলীপ ওয়ালসে পাটিলের তত্ত্বাবধানে আস্থাভোট শুরু হয় । আজ শপথ নেওয়ার আগে ছত্রপতি শিবাজিকে বিধানসভার মধ্যে শ্রদ্ধা জানান উদ্ধব । আজ উদ্ধব মন্ত্রিসভার প্রথম বৈঠকে রায়গড় কেল্লার সংরক্ষণে ২০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে ।

MIM-এর ২ জন, CPI-র একজন এবং রাজ ঠাকরের মহারাষ্ট্র নব নির্মাণ সেনার (MNS) একজন বিধায়ক ভোটদান থেকে বিরত থাকেন । আস্থাভোট শুরু হওয়ার আগেই বিধানসভা থেকে ওয়াকআউট করে BJP । এর ফলে BJP-র অনুপস্থিতিতেই বিধানসভায় আস্থাভোট শুরু হয় ।

উদ্ভবের নেতৃত্বাধীন ‘মহা বিকাশ আঘাড়ি’ জোট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিল । জোটের পক্ষ থেকে আজ সকালেই দাবি করা হয় যে তাঁদের সঙ্গে ১৭০ জনের বেশি বিধায়কের সমর্থন রয়েছে । জোটের তরফে আজ হিসাব প্রকাশ করে বলা হয়, শিবসেনার ৫৬, কংগ্রেসের ৪৪ জন, NCP-র ৫৪ বিধায়ক ছাড়াও ৮ জন নির্দল বিধায়ক, সমাজবাদী পার্টির ২ জন বিধায়কসহ মোট ১৭১ জনের সমর্থন রয়েছে জোটের পক্ষে ।

প্রোটেম স্পিকার বদলের বিরুদ্ধে BJP সরব হয় । রাজ্যপালের কাছে বিষয়টি তারা তুলবে বলে জানায় । কংগ্রেসের নানা পাটোলে বিধানসভার স্পিকার পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন ৷ অন্যদিকে BJP-র কিষান কাঠোরে স্পিকার পদের জন্য মনোনয়ন জমা দেন ।

BJP-র সঙ্গে নির্বাচনী গাঁটছড়া বেঁধে ভোটে লড়াই করেও একসঙ্গে সরকার গড়েনি শিবসেনা । রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, NCP ও কংগ্রেসের সঙ্গে জোট করে সরকার গঠনের পর শিবসেনা এখন BJP-র সঙ্গে সম্পর্ক ঠিক করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্ধব ঠাকরের ‘বড় ভাই’ হিসেবে নিজেদের মুখপত্রে বর্ণনা করেছে ।

দলীয় মুখপত্রে শিবসেনা কৃষকদের সুরাহার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্য চেয়েছে । মহারাষ্ট্রে শিবসেনা ও BJP একসঙ্গে সরকার না গড়লেও উদ্ধব ঠাকরে ও নরেন্দ্র মোদি পরস্পরের ভাইয়ের মতো বলা হয়েছে । মুখপত্রে বলা হয়েছে, মোদিজির ছোটো ভাইয়ের প্রতি দায়িত্ব রয়েছে । আর তিনি প্রধানমন্ত্রী হিসাবে গোটা দেশের । এদিকে, আজ শিবসেনাকে মন্দির নিয়ে খোঁচা দেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ।

মুম্বই, ৩০ নভেম্বর : আস্থাভোটে জিতলেন উদ্ধব ঠাকরে । উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন জোট সরকারের পক্ষে ১৬৯ জন বিধায়ক সমর্থন দিয়েছেন । বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে । আজ রাজ্য বিধানসভায় তিনি আস্থাভোটে জিতলেন । দুপুর আড়াইটে নাগাদ প্রোটেম স্পিকার দিলীপ ওয়ালসে পাটিলের তত্ত্বাবধানে আস্থাভোট শুরু হয় । আজ শপথ নেওয়ার আগে ছত্রপতি শিবাজিকে বিধানসভার মধ্যে শ্রদ্ধা জানান উদ্ধব । আজ উদ্ধব মন্ত্রিসভার প্রথম বৈঠকে রায়গড় কেল্লার সংরক্ষণে ২০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে ।

MIM-এর ২ জন, CPI-র একজন এবং রাজ ঠাকরের মহারাষ্ট্র নব নির্মাণ সেনার (MNS) একজন বিধায়ক ভোটদান থেকে বিরত থাকেন । আস্থাভোট শুরু হওয়ার আগেই বিধানসভা থেকে ওয়াকআউট করে BJP । এর ফলে BJP-র অনুপস্থিতিতেই বিধানসভায় আস্থাভোট শুরু হয় ।

উদ্ভবের নেতৃত্বাধীন ‘মহা বিকাশ আঘাড়ি’ জোট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিল । জোটের পক্ষ থেকে আজ সকালেই দাবি করা হয় যে তাঁদের সঙ্গে ১৭০ জনের বেশি বিধায়কের সমর্থন রয়েছে । জোটের তরফে আজ হিসাব প্রকাশ করে বলা হয়, শিবসেনার ৫৬, কংগ্রেসের ৪৪ জন, NCP-র ৫৪ বিধায়ক ছাড়াও ৮ জন নির্দল বিধায়ক, সমাজবাদী পার্টির ২ জন বিধায়কসহ মোট ১৭১ জনের সমর্থন রয়েছে জোটের পক্ষে ।

প্রোটেম স্পিকার বদলের বিরুদ্ধে BJP সরব হয় । রাজ্যপালের কাছে বিষয়টি তারা তুলবে বলে জানায় । কংগ্রেসের নানা পাটোলে বিধানসভার স্পিকার পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন ৷ অন্যদিকে BJP-র কিষান কাঠোরে স্পিকার পদের জন্য মনোনয়ন জমা দেন ।

BJP-র সঙ্গে নির্বাচনী গাঁটছড়া বেঁধে ভোটে লড়াই করেও একসঙ্গে সরকার গড়েনি শিবসেনা । রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, NCP ও কংগ্রেসের সঙ্গে জোট করে সরকার গঠনের পর শিবসেনা এখন BJP-র সঙ্গে সম্পর্ক ঠিক করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্ধব ঠাকরের ‘বড় ভাই’ হিসেবে নিজেদের মুখপত্রে বর্ণনা করেছে ।

দলীয় মুখপত্রে শিবসেনা কৃষকদের সুরাহার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্য চেয়েছে । মহারাষ্ট্রে শিবসেনা ও BJP একসঙ্গে সরকার না গড়লেও উদ্ধব ঠাকরে ও নরেন্দ্র মোদি পরস্পরের ভাইয়ের মতো বলা হয়েছে । মুখপত্রে বলা হয়েছে, মোদিজির ছোটো ভাইয়ের প্রতি দায়িত্ব রয়েছে । আর তিনি প্রধানমন্ত্রী হিসাবে গোটা দেশের । এদিকে, আজ শিবসেনাকে মন্দির নিয়ে খোঁচা দেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ।

Chennai, Nov 30 (ANI): Bharatiya Janata Party working president Jagat Prakash Nadda held a roadshow in Chennai on November 30. Large number of people gathered to extend their support to the leader. The vehicle was seen decorated with flowers and flags of the BJP.


Last Updated : Nov 30, 2019, 7:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.