কুলগাম(জম্মু ও কাশ্মীর), 30 মে : সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি । আজ কুলগামের ওয়ানপোরা এলাকায় সেনার সঙ্গে গুলির লড়াই চলে জঙ্গিদের । সেখানেই সেনার গুলিতে নিকেশ হয় ওই দুই জঙ্গি ।
কুলগামের ওয়ানপোরা এলাকায় জঙ্গিদের উপস্থিতির কথা জানতে পারে নিরাপত্তাবাহীন । তারপরই কাশ্মীর পুলিশ, সেনা ও আধাসামরিক বাহিনী যৌথভাবে অভিযান চালায় । জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় তাদের ।
খতম ওই দুই জঙ্গির কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে । এখনও তল্লাশি চালাচ্ছে কাশ্মীর পুলিশ ।