ETV Bharat / bharat

পুলওয়ামায় নিকেশ 3 জঙ্গি, শহিদ জওয়ান - terrorist killed

গুলির লড়াইয়ে খতম তিন জঙ্গি । ঘটনাটি পুলওয়ামার ডালিপোড়া এলাকার । শহিদ হয়েছেন এক জওয়ান । মৃতদেহের কাছ থেকে প্রচুর গুলি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ।

গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি
author img

By

Published : May 16, 2019, 7:58 AM IST

Updated : May 16, 2019, 8:52 AM IST

শ্রীনগর, 16 মে : পুলওয়ামায় যৌথ বাহিনীর গুলিতে নিকেশ তিন জঙ্গি । শহিদ হয়েছেন এক জওয়ান । আহত আরও দুই জওয়ান । উদ্ধার হয়েছে গুলি ও আগ্নেয়াস্ত্র । আজ সকাল থেকে পুলয়ামার ডালিপোড়াতে সংঘর্ষ শুরু হয় । মৃত জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি । গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী ।

গোপন সূত্রে খবর পেয়ে, আজ ভোরে ডালিপোড়া এলাকায় তল্লাশি চালায় নিরাপত্তাবাহিনী । জঙ্গিরা একটি বাড়িতে লুকিয়ে ছিল । তাদের ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনীরা । সেই সময় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা । জবাব দেন নিরাপত্তারক্ষীরাও। গুলির লড়াই শুরু হয় দু'পক্ষের মধ্যে । লড়াইয়ে খতম হয় দুই জঙ্গি । উদ্ধার হয়েছে অনেক অস্ত্রশস্ত্র ।

শ্রীনগর, 16 মে : পুলওয়ামায় যৌথ বাহিনীর গুলিতে নিকেশ তিন জঙ্গি । শহিদ হয়েছেন এক জওয়ান । আহত আরও দুই জওয়ান । উদ্ধার হয়েছে গুলি ও আগ্নেয়াস্ত্র । আজ সকাল থেকে পুলয়ামার ডালিপোড়াতে সংঘর্ষ শুরু হয় । মৃত জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি । গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী ।

গোপন সূত্রে খবর পেয়ে, আজ ভোরে ডালিপোড়া এলাকায় তল্লাশি চালায় নিরাপত্তাবাহিনী । জঙ্গিরা একটি বাড়িতে লুকিয়ে ছিল । তাদের ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনীরা । সেই সময় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা । জবাব দেন নিরাপত্তারক্ষীরাও। গুলির লড়াই শুরু হয় দু'পক্ষের মধ্যে । লড়াইয়ে খতম হয় দুই জঙ্গি । উদ্ধার হয়েছে অনেক অস্ত্রশস্ত্র ।

Mau (Uttar Pradesh), May 16 (ANI): Expressing confidence that incumbent BJP would be ousted from power at the Centre in these elections, BSP supremo Mayawati said that if voted to power, her government will give permanent jobs in government and non-governmental sectors to the poorest in the society. Mayawati was addressing an election rally in Uttar Pradesh's Mau on May 15, where she also took a dig at Congress party for its NYAY scheme. Mayawati stated, "To influence voters, especially the extremely poor, Congress party announced Rs 6,000 per month for them. This is not a permanent solution of eliminating poverty. Keeping this in mind, we would like to say that if we get an opportunity to form the government at the Centre, then instead of providing Rs 6,000 per month to extremely poor families, we will give permanent jobs in government and non-government sectors."

Last Updated : May 16, 2019, 8:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.