ETV Bharat / bharat

কুপওয়াড়ায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, শহিদ 2 ভারতীয় জওয়ান - Three soldiers killed

jammu
jammu
author img

By

Published : Oct 1, 2020, 2:16 PM IST

Updated : Oct 1, 2020, 3:04 PM IST

14:10 October 01

নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের । শহিদ দুই ভারতীয় জওয়ান । জখম চারজন ।

শ্রীনগর, 1 অক্টোবর : নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের । শহিদ দুই ভারতীয় জওয়ান । জখম চারজন । কুপওয়াড়া জলার নওগাঁ সেক্টরের ঘটনা ।

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে তারা । পাকিস্তানের তরফে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ।

গতরাতে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান । গুলি চলে  । শহিদ দুই জওয়ান । চারজন গুরুতর জখম হন ।

এর আগেও পুঞ্চ সেক্টরে পাকিস্তানের হামলায় এক জওয়ান শহিদ হয়েছিলেন । আহত হয়েছেন একজন । 

14:10 October 01

নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের । শহিদ দুই ভারতীয় জওয়ান । জখম চারজন ।

শ্রীনগর, 1 অক্টোবর : নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের । শহিদ দুই ভারতীয় জওয়ান । জখম চারজন । কুপওয়াড়া জলার নওগাঁ সেক্টরের ঘটনা ।

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে তারা । পাকিস্তানের তরফে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ।

গতরাতে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান । গুলি চলে  । শহিদ দুই জওয়ান । চারজন গুরুতর জখম হন ।

এর আগেও পুঞ্চ সেক্টরে পাকিস্তানের হামলায় এক জওয়ান শহিদ হয়েছিলেন । আহত হয়েছেন একজন । 

Last Updated : Oct 1, 2020, 3:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.