ETV Bharat / bharat

জীবন্ত শিশুকে কবর দেওয়ার চেষ্টা, আটক 2 - police

জীবন্ত শিশুকে কবর দেওয়ার চেষ্টায় হায়দরাবাদের জুবলি বাসস্টপ থেকে গ্রেপ্তার দুই ব্যক্তি ৷ সকালে এক অটো চালক বিষয়টি দেখে পুলিশে জানান ৷ পুলিশ এসে গ্রেপ্তার করে দুইজনকে ৷

ছবিটি প্রতীকী
author img

By

Published : Nov 1, 2019, 9:51 AM IST

হায়দরাবাদ, 1 নভেম্বর : একটি শিশুকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা ৷ এই অভিযোগে হায়দরাবাদে গ্রেপ্তার হলেন দুই ব্যক্তি ৷ গতকাল সকালে জুবলি বাসস্টপের কাছে একজন অটোচালক একটি ব্যাগ হাতে দুই জন ব্যক্তিকে দেখেন ৷ তারা মাটি খুঁড়ে ব্যাগটি লুকানোর চেষ্টা করছিলেন ৷ সন্দেহ হওয়ায় ওই অটোচালক সঙ্গে সঙ্গে মারেডপল্লি থানার পুলিশকে খবর দেন ৷ ঘটনাস্থানে পৌঁছে পুলিশ দেখে ওই দুই ব্যক্তির ব্যাগের মধ্যে রয়েছে একটি শিশু ৷

অভিযুক্তরা করিমনগর জেলার বাসিন্দা ৷ তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, শিশুটি তাদের নাতনি ৷ অস্ত্রোপচারের সময় মৃত্যু হয় তার ৷ যেহেতু মৃতদেহ সাধারণ যাত্রী পরিবহনে বহন করা যায়না তাই তারা গর্ত খুঁড়ে মৃতদেহটি কবর দেওয়ার চেষ্টা করছিলেন ৷ যদিও পুলিশি পরীক্ষার সময় দেখা যায় ওই শিশুটি বেঁচে আছে ৷

পুলিশ শিশুটিকে গান্ধি হাসপাতালে স্থানান্তরিত করে ৷ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ৷ তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷

হায়দরাবাদ, 1 নভেম্বর : একটি শিশুকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা ৷ এই অভিযোগে হায়দরাবাদে গ্রেপ্তার হলেন দুই ব্যক্তি ৷ গতকাল সকালে জুবলি বাসস্টপের কাছে একজন অটোচালক একটি ব্যাগ হাতে দুই জন ব্যক্তিকে দেখেন ৷ তারা মাটি খুঁড়ে ব্যাগটি লুকানোর চেষ্টা করছিলেন ৷ সন্দেহ হওয়ায় ওই অটোচালক সঙ্গে সঙ্গে মারেডপল্লি থানার পুলিশকে খবর দেন ৷ ঘটনাস্থানে পৌঁছে পুলিশ দেখে ওই দুই ব্যক্তির ব্যাগের মধ্যে রয়েছে একটি শিশু ৷

অভিযুক্তরা করিমনগর জেলার বাসিন্দা ৷ তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, শিশুটি তাদের নাতনি ৷ অস্ত্রোপচারের সময় মৃত্যু হয় তার ৷ যেহেতু মৃতদেহ সাধারণ যাত্রী পরিবহনে বহন করা যায়না তাই তারা গর্ত খুঁড়ে মৃতদেহটি কবর দেওয়ার চেষ্টা করছিলেন ৷ যদিও পুলিশি পরীক্ষার সময় দেখা যায় ওই শিশুটি বেঁচে আছে ৷

পুলিশ শিশুটিকে গান্ধি হাসপাতালে স্থানান্তরিত করে ৷ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ৷ তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷

Hyderabad, Nov 1 (ANI): The Vice President of India, M Venkaiah Naidu on October 31 stated that Indian first Deputy Prime Minister Vallabhbhai Patel's contribution in unifying India would forever remain as one of the greatest accomplishments in the annals of world history. Speaking at a function organized by Pragna Bharati on the occasion of Rashtriya Ekta Diwas to commemorate Sardar Patel's birth anniversary, Naidu said, "Popularly known as the Iron Man of India, Sri Patel was the architect for integrating more than 560 princely states into union of India during Independence." "Displaying the highest qualities of statesmanship, Patel went about the task of unifying India which will remain as one of the greatest accomplishments in the annals of world history," he added.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.