ETV Bharat / bharat

সোপিয়ানে গুলির লড়াই, নিকেশ মোস্ট ওয়ান্টেড জইশ জঙ্গি সহ 2 - নিকেশ 2 জঙ্গি

দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই জঙ্গির ।

সোপিয়ানে গুলির লড়াই, নিকেশ 2 জঙ্গি
author img

By

Published : Jul 27, 2019, 9:30 AM IST

Updated : Jul 27, 2019, 3:27 PM IST

সোপিয়ান, 5 জুলাই : কাশ্মীরে ফের গুলির লড়াই । সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই জঙ্গির । মৃতদের একজন মোস্ট ওয়ান্টেড জইশ জঙ্গি । নাম মুন্না লাহোরি । এর আগে নিরাপত্তা বাহিনীর উপর হামলার ঘটনায় জড়িত ছিল সে ।

সোপিয়ান জেলার বোনবাজার গ্রামে জঙ্গিরা লুকিয়ে রয়েছে ৷ এই খবর পেয়ে চারিদিক সিল করে তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী । সেই সময় জওয়ানদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা । পালটা জবাব দেয় জওয়ানরাও । গুলির লড়াইয়ে মৃত্যু হয় দুই জঙ্গির । সংঘর্ষের পর ঘটনাস্থান থেকে প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে ।

সোপিয়ান জেলার বোনবাজার গ্রামে নিকেশ 2 জঙ্গি
সোপিয়ান জেলার বোনবাজার গ্রামে নিকেশ 2 জঙ্গি

এক পুলিশ আধিকারিক বলেন, "30 মার্চ বানিহালে নিরাপত্তা বাহিনীর কনভয়ে হামলার সঙ্গে জড়িত ছিল । গত মাসে পুলওয়ামায় গাড়ি বোমা বিস্ফোরণের সঙ্গেও জড়িত ছিল মুন্না লাহোরি ।"

এর আগে 5 জুলাই সোপিয়ানেই সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় এক জইশ-ই-মহম্মদ জঙ্গির ।

সোপিয়ান, 5 জুলাই : কাশ্মীরে ফের গুলির লড়াই । সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই জঙ্গির । মৃতদের একজন মোস্ট ওয়ান্টেড জইশ জঙ্গি । নাম মুন্না লাহোরি । এর আগে নিরাপত্তা বাহিনীর উপর হামলার ঘটনায় জড়িত ছিল সে ।

সোপিয়ান জেলার বোনবাজার গ্রামে জঙ্গিরা লুকিয়ে রয়েছে ৷ এই খবর পেয়ে চারিদিক সিল করে তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী । সেই সময় জওয়ানদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা । পালটা জবাব দেয় জওয়ানরাও । গুলির লড়াইয়ে মৃত্যু হয় দুই জঙ্গির । সংঘর্ষের পর ঘটনাস্থান থেকে প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে ।

সোপিয়ান জেলার বোনবাজার গ্রামে নিকেশ 2 জঙ্গি
সোপিয়ান জেলার বোনবাজার গ্রামে নিকেশ 2 জঙ্গি

এক পুলিশ আধিকারিক বলেন, "30 মার্চ বানিহালে নিরাপত্তা বাহিনীর কনভয়ে হামলার সঙ্গে জড়িত ছিল । গত মাসে পুলওয়ামায় গাড়ি বোমা বিস্ফোরণের সঙ্গেও জড়িত ছিল মুন্না লাহোরি ।"

এর আগে 5 জুলাই সোপিয়ানেই সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় এক জইশ-ই-মহম্মদ জঙ্গির ।

Amritsar (Punjab), July 27 (ANI): On the auspicious day of birthday of Guru Harkrishan Sahib, Amritsar's Golden Temple was spectacularly lit up. The flamed temple witnessed huge rush of devotees, who gathered in droves to witness the fireworks. Security was tightened around the temple and 'Langars' were organised for the visitors.
Last Updated : Jul 27, 2019, 3:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.