ETV Bharat / bharat

সোপোরে খতম 2 জঙ্গি - নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের গুলির লড়াই

কয়েকদিন ধরেই জম্মু ও কাশ্মীরের একাধিক এলাকায় হামলা চালাচ্ছে জঙ্গিরা । তল্লাশি অভিযানের সময় সেনার সঙ্গে তাদের গুলির লড়াই-ও হয় । খতম হয়েছে একাধিক জঙ্গি । এবার সোপোরে জওয়ানদের গুলিতে মৃত্যু হল দুই জঙ্গির ।

ঘটনাস্থানের ছবি
ঘটনাস্থানের ছবি
author img

By

Published : Jun 25, 2020, 8:19 AM IST

Updated : Jun 25, 2020, 12:08 PM IST

শ্রীনগর, 25 জুন : নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি । জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরের ঘটনা । গতরাতে ওই এলাকায় অভিযান চালায় নিরাপত্তাবাহিনী ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী । আজ ভোর থেকে শুরু হয় গুলির লড়াই ।

জঙ্গিরা লুকিয়ে রয়েছে, এই খবর পেয়ে মাঝরাতে সোপোর এলাকায় অভিযান চালান যৌথবাহিনীর জওয়ানরা । ভোরে শুরু হয় গুলির লড়াই । পরে দুই জঙ্গি খতম হওয়ার খবর পাওয়া যায় । তাদের পরিচয় এখনও জানা যায়নি ।

সোপোরের বিভিন্ন এলাকায় চলছে তল্লাশি অভিযান

হার্দশিবা সহ সোপোরের বিভিন্ন এলাকায় এখনও জারি রয়েছে তল্লাশি অভিযান ।

শ্রীনগর, 25 জুন : নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি । জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরের ঘটনা । গতরাতে ওই এলাকায় অভিযান চালায় নিরাপত্তাবাহিনী ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী । আজ ভোর থেকে শুরু হয় গুলির লড়াই ।

জঙ্গিরা লুকিয়ে রয়েছে, এই খবর পেয়ে মাঝরাতে সোপোর এলাকায় অভিযান চালান যৌথবাহিনীর জওয়ানরা । ভোরে শুরু হয় গুলির লড়াই । পরে দুই জঙ্গি খতম হওয়ার খবর পাওয়া যায় । তাদের পরিচয় এখনও জানা যায়নি ।

সোপোরের বিভিন্ন এলাকায় চলছে তল্লাশি অভিযান

হার্দশিবা সহ সোপোরের বিভিন্ন এলাকায় এখনও জারি রয়েছে তল্লাশি অভিযান ।

Last Updated : Jun 25, 2020, 12:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.