ETV Bharat / bharat

71 ভেড়ার বিনিময়ে প্রেমিকাকে পেলেন যুবক, ভেড়া ফেরত চেয়ে পুলিশের দ্বারস্থ প্রেমিকের বাবা - UP love triangle

বিবাহিত প্রেমিকা চাই ? দিতে হবে ভেড়া ৷ কিন্তু শর্তে ব্যাগরা প্রেমিকের বাবার ৷

ছবিটি প্রতীকী
author img

By

Published : Aug 18, 2019, 4:19 AM IST

লখনউ, 18 অগাস্ট : প্রেমিকাকে পেতে হলে শর্ত বেঁধে দিয়েছিল গ্রাম পঞ্চায়েত ৷ বলেছিল 71 টা ভেড়া দিলেই মিলবে 'বিবাহিত' প্রেমিকাকে ৷ সেই নির্দেশ মতো 71 টি ভেড়া দিয়েও ছিলেন ৷ কিন্তু তখনই পথের কাঁটা হন সেই প্রেমিকের বাবা ৷ তাঁর দাবি, ফেরত দিতে হবে 71 টি প্রাণিকে ৷ রীতিমতো নিজের দাবি মেটাতে পুলিশের দ্বারস্থ হন তিনি ৷ আর সব দেখে শুনে পুলিশ বলছে, সব পক্ষের সঙ্গে কথা বলে সুষ্ঠু সমাধানের চেষ্টা করছেন তারা ৷

ঘটনাটি গোরক্ষপুরের একটি ছোটো গ্রামের ৷ রাম নরেশ নামে এক যুবকের সঙ্গে প্রণয়ঘটিত সম্পর্ক ছিল এক মহিলার ৷ বিবাহিত ওই মহিলার স্বামী বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েতের কাছে অভিযোগ জানান ৷ ঘটা করে সভা বসায় পঞ্চায়েত ৷ রামের কাছে পুরো বিষয়টি জানতে চাওয়া হয় ৷ প্রেমের কথা স্বীকার করে ওই যুবক ৷ এবং সে জানায় ভালোবাসার পাত্রীকে সে হাতছাড়া করতে চান না ৷ তখনই তার উপর শর্ত দেয় পঞ্চায়েত ৷ নির্দেশ দেওয়া হয় প্রেমিকাকে পেতে গেলে 71 টি ভেড়া দিতে হবে ওই মহিলার স্বামীকে ৷

যেমন নির্দেশ, তেমন কাজ ৷ গুনে গুনে 71 টি ভেড়া মহিলার স্বামীকে দেয় নরেশ ৷ নরেশদের পরিবারের 142 টি ভেড়া থেকে 71 টি অর্থাৎ অর্ধেক ভেড়া প্রদান করা হয় ৷ গত 22 জুলাই অর্ধেক ভেড়ার বিনিময়ে মনের মানুষকে নিজের সঙ্গে রাখার ব্যবস্থা পাকা করেন রাম ৷

এই অবদি সব ঠিকই ছিল ৷ এরপরই আসরে নামেন রামের বাবা ৷ ভেড়া ফেরতের দাবি তোলেন ৷ ওই মহিলার স্বামীর কাছ থেকে ভেড়া না পেয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি ৷ তাঁর দাবি, পঞ্চায়েত বেআইনিভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে ৷ সব জেনে শুনে পুলিশ আশ্বাস দিয়েছে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করার ৷

গোরক্ষপুরের পুলিশ সুপার সুনীল গুপ্তা জানিয়েছেন, ওই মহিলার স্বামীর সঙ্গে কথা হয়েছে ৷ পশুগুলিকে ফেরত দিতেও বলা হবে ৷ তবে, আলোচনা করেই বিষয়টি সমাধান করার কথা জানিয়েছেন তিনি ৷

আর যাকে নিয়ে এত সমস্যা সেই মহিলার দাবি, তিনি স্বামীর সঙ্গে ঘর করতে চান না ৷ স্বামীর ঘরে ফিরবেন না বলেও স্পষ্ট জানিয়েছেন ওই মহিলা ৷

লখনউ, 18 অগাস্ট : প্রেমিকাকে পেতে হলে শর্ত বেঁধে দিয়েছিল গ্রাম পঞ্চায়েত ৷ বলেছিল 71 টা ভেড়া দিলেই মিলবে 'বিবাহিত' প্রেমিকাকে ৷ সেই নির্দেশ মতো 71 টি ভেড়া দিয়েও ছিলেন ৷ কিন্তু তখনই পথের কাঁটা হন সেই প্রেমিকের বাবা ৷ তাঁর দাবি, ফেরত দিতে হবে 71 টি প্রাণিকে ৷ রীতিমতো নিজের দাবি মেটাতে পুলিশের দ্বারস্থ হন তিনি ৷ আর সব দেখে শুনে পুলিশ বলছে, সব পক্ষের সঙ্গে কথা বলে সুষ্ঠু সমাধানের চেষ্টা করছেন তারা ৷

ঘটনাটি গোরক্ষপুরের একটি ছোটো গ্রামের ৷ রাম নরেশ নামে এক যুবকের সঙ্গে প্রণয়ঘটিত সম্পর্ক ছিল এক মহিলার ৷ বিবাহিত ওই মহিলার স্বামী বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েতের কাছে অভিযোগ জানান ৷ ঘটা করে সভা বসায় পঞ্চায়েত ৷ রামের কাছে পুরো বিষয়টি জানতে চাওয়া হয় ৷ প্রেমের কথা স্বীকার করে ওই যুবক ৷ এবং সে জানায় ভালোবাসার পাত্রীকে সে হাতছাড়া করতে চান না ৷ তখনই তার উপর শর্ত দেয় পঞ্চায়েত ৷ নির্দেশ দেওয়া হয় প্রেমিকাকে পেতে গেলে 71 টি ভেড়া দিতে হবে ওই মহিলার স্বামীকে ৷

যেমন নির্দেশ, তেমন কাজ ৷ গুনে গুনে 71 টি ভেড়া মহিলার স্বামীকে দেয় নরেশ ৷ নরেশদের পরিবারের 142 টি ভেড়া থেকে 71 টি অর্থাৎ অর্ধেক ভেড়া প্রদান করা হয় ৷ গত 22 জুলাই অর্ধেক ভেড়ার বিনিময়ে মনের মানুষকে নিজের সঙ্গে রাখার ব্যবস্থা পাকা করেন রাম ৷

এই অবদি সব ঠিকই ছিল ৷ এরপরই আসরে নামেন রামের বাবা ৷ ভেড়া ফেরতের দাবি তোলেন ৷ ওই মহিলার স্বামীর কাছ থেকে ভেড়া না পেয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি ৷ তাঁর দাবি, পঞ্চায়েত বেআইনিভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে ৷ সব জেনে শুনে পুলিশ আশ্বাস দিয়েছে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করার ৷

গোরক্ষপুরের পুলিশ সুপার সুনীল গুপ্তা জানিয়েছেন, ওই মহিলার স্বামীর সঙ্গে কথা হয়েছে ৷ পশুগুলিকে ফেরত দিতেও বলা হবে ৷ তবে, আলোচনা করেই বিষয়টি সমাধান করার কথা জানিয়েছেন তিনি ৷

আর যাকে নিয়ে এত সমস্যা সেই মহিলার দাবি, তিনি স্বামীর সঙ্গে ঘর করতে চান না ৷ স্বামীর ঘরে ফিরবেন না বলেও স্পষ্ট জানিয়েছেন ওই মহিলা ৷

Lithuania, Aug 18 (ANI): Vice President M Venkaiah Naidu accorded Guard of Honour on his arrival in Lithuania on August 17. He is on a three-nation visit to Lithuania, Latvia and Estonia from 17th to 21st August. Aim of the visit is to strengthen bilateral ties with the three Baltic nations. Naidu is the first high-level dignitary from India to visit the three countries.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.