হায়দরাবাদ, 14 মে : তেলাঙ্গানায় নতুন করে কোরোনায় আক্রান্ত হলেন 41 জন । পাশাপাশি রাজ্যে ফিরে আসা দুইজনের মৃত্যু হয়েছে । গতকাল রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, আক্রান্ত 41 জনের মধ্যে 31 জন গ্রেটার হায়দরাবাদ এলাকার বাসিন্দা । বাকি 10 জন অন্য রাজ্য থেকে ফিরেছেন ।
এই পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ই রাজেন্দর মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে আরও বেশি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন । কারণ কেন্দ্রের নির্দেশে এখন অন্য রাজ্যে আটকে থাকা মানুষ নিজ রাজ্যে ফিরে আসছেন । স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, প্রথম দিকে বিদেশ থেকে ফেরা ব্যক্তিদের থেকে সংক্রমণ ছড়াচ্ছিল । অনেকে দিল্লির তাবলিঘি জামাতের অনুষ্ঠানে যোগ দিতে গেছিলেন । তারপর তাঁরা ফিরে আসেন । তাঁদের থেকেও সংক্রমণ ছড়ায় । আবার ভিনরাজ্যে থেকে অনেকে ধীরে ধীরে ফিরে আসতে শুরু করেছেন । তাই এখন তাঁদের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বেশি । যাঁরা বিমানে করে ফিরছেন তাঁদের হোটেলে কোয়ারানটিনে রাখা হবে । যাঁরা ট্রেনে করে বা অন্য কোনও যানবাহনে ফিরছেন, পৌঁছানোর পর তাঁদের আগে স্বাস্থ্য পরীক্ষা করা হবে । এরপর তাঁদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে ও সেলফ কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হবে।
এখনও পর্যন্ত 798 জন বিমানে করে অন্য রাজ্য থেকে তেলাঙ্গানায় ফিরেছেন । লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে 239 জন ও 41,805 জন ট্রেন ও সড়কপথে এসেছেন । এই অবস্থায় রাজ্যকে আরও সতর্ক হতে পরামর্শ দিয়েছেন রাজেন্দর । এদিকে তেলাঙ্গানায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,367 । গতকাল সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 117 জন । এনিয়ে মোট 939 জন সুস্থ হলেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34 । সক্রিয় কেসের মধ্যে 394 জনের চিকিৎসা চলছে । অন্য রাজ্য থেকে ফিরে আসা ব্যক্তিদের মধ্যে 35জন এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত ।