নাগৌর, 5 জুন : মদের আসরে বন্ধুদের মধ্যে বচসা৷ দুই যুবককে হত্যার অভিযোগ উঠল বন্ধুদের বিরুদ্ধে ৷ রাজস্থানের নাগৌর এলাকার ঘটনা ৷
জানা গিয়েছে, শুক্রবার এলাকায় মদের আসরে বসে বেশ কয়েকজন যুবক ৷ সেখানে বন্ধুদের সঙ্গে বচসা বাঁধে ওই দুই যুবকের ৷ কিছুক্ষণের মধ্যে বচসা চরম পর্যায়ে পৌঁছায় ৷ এরপরই ওই দুই যুবককে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ ৷ সূত্রের খবর, মৃত দুই যুবক দলিত সম্প্রদায়ের ৷ ঘটনার পরই সেখানে পৌঁছায় SP নীতেশ আরিয়া সহ গাচ্চিপুরা থানার পুলিশ অফিসারেরা ৷
ঘটনার তদন্ত শুরু করে দোষীদের খোঁজও শুরু করা হয়েছে বলে জানানো হয় পুলিশের তরফ৷