ETV Bharat / bharat

গুরদাসপুরে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত বেড়ে 23

author img

By

Published : Sep 5, 2019, 10:18 AM IST

Updated : Sep 5, 2019, 10:36 AM IST

গুরদাসপুরের বাটালা এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 23 ৷ আহত 27 ৷ তার মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং মৃতদের পরিবার পিছু দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷

ভেঙে পড়া বাজি কারখান

গুরদাসপুর, 5 সেপ্টেম্বর : পঞ্জাবের গুরদাসপুরের বাটালা এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 23 ৷ আহত 27 ৷ তার মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁদের অমৃতসর সরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ বাজি কারখানার ধ্বংসস্তূপে এখনও অনেক শ্রমিক আটকে রয়েছেন ৷ ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে ৷ উদ্ধারকাজে নেমেছে NDRF ৷

IG (বর্ডার রেঞ্জ) SPS পারমার বলেন, গুরদাসপুরের বাটালা এলাকায় গতকাল বিকেল চারটে নাগাদ একটি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে ৷ বিস্ফোরণের তীব্রতা এতই ছিল যে, কারাখানাটি সম্পূর্ণ ধবংস হয়ে যায় ৷ সেইসঙ্গে আশপাশের বাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়৷

bomb blast
বিস্ফোরণের পর চলছে উদ্ধারকার্য

স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর ধরেই অবৈধভাবে ওই বাজি কারখানাটি চলছিল ৷ শিখ ধর্মগুরু গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষ্যে ওই কারখানায় বাজি মজুত রাখা ছিল ৷ বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে সাত থেকে আটবার অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷

আরও পড়ুন : গুরদাসপুরে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত কমপক্ষে 19

দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং মৃতের পরিবার পিছু দুই লাখ টাকা এবং গুরুতর আহতদের 50 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ দুর্ঘটনায় আহতদের 25 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী সিং ৷ পাশাপাশি দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ বাটালার অ্যাসিস্টেন্ট ডেপুটি কমিশনারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ গুরদাসপুরের BJP সাংসদ সানি দেওল ঘটনার পর টুইটে জানান, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন ঘটনাস্থানে তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে ৷

গুরদাসপুর, 5 সেপ্টেম্বর : পঞ্জাবের গুরদাসপুরের বাটালা এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 23 ৷ আহত 27 ৷ তার মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁদের অমৃতসর সরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ বাজি কারখানার ধ্বংসস্তূপে এখনও অনেক শ্রমিক আটকে রয়েছেন ৷ ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে ৷ উদ্ধারকাজে নেমেছে NDRF ৷

IG (বর্ডার রেঞ্জ) SPS পারমার বলেন, গুরদাসপুরের বাটালা এলাকায় গতকাল বিকেল চারটে নাগাদ একটি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে ৷ বিস্ফোরণের তীব্রতা এতই ছিল যে, কারাখানাটি সম্পূর্ণ ধবংস হয়ে যায় ৷ সেইসঙ্গে আশপাশের বাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়৷

bomb blast
বিস্ফোরণের পর চলছে উদ্ধারকার্য

স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর ধরেই অবৈধভাবে ওই বাজি কারখানাটি চলছিল ৷ শিখ ধর্মগুরু গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষ্যে ওই কারখানায় বাজি মজুত রাখা ছিল ৷ বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে সাত থেকে আটবার অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷

আরও পড়ুন : গুরদাসপুরে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত কমপক্ষে 19

দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং মৃতের পরিবার পিছু দুই লাখ টাকা এবং গুরুতর আহতদের 50 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ দুর্ঘটনায় আহতদের 25 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী সিং ৷ পাশাপাশি দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ বাটালার অ্যাসিস্টেন্ট ডেপুটি কমিশনারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ গুরদাসপুরের BJP সাংসদ সানি দেওল ঘটনার পর টুইটে জানান, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন ঘটনাস্থানে তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে ৷

Gurdaspur (Punjab), Sep 05 (ANI): The death rose to 23 and several people got injured after a fire broke out at a cracker factory in Punjab's Gurdaspur. Several fire tenders rushed to the spot to douse the flames. Several people are still trapped inside the factory. Rescue operation still underway.
Last Updated : Sep 5, 2019, 10:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.