ETV Bharat / bharat

হায়দরাবাদের নির্যাতিতার বিচারে বিশেষ আদালত গঠন - #justice for Disha

আজ তেলাঙ্গানা হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরালের প্রস্তাব খতিয়ে দেখার পর বিশেষ আদালত গঠনের নির্দেশ দিয়েছে তেলাঙ্গানা সরকার ৷ রেজিস্ট্রার-জেনেরাল প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন ৷

special court
বিশেষ আদালত
author img

By

Published : Dec 4, 2019, 6:35 PM IST

Updated : Dec 4, 2019, 7:18 PM IST

হায়দরাবাদ, 4 ডিসেম্বর : হায়দরাবাদের মহিলা পশু চিকিৎসককে ধর্ষণ ও খুনের বিচারের জন্য বিশেষ আদালত গঠিত হতে চলেছে ৷ মেহেবুবনগর জেলা আদালতে গঠিত হচ্ছে বিশেষ আদালত ৷ এই আদালতেই শুনানি হবে পশু চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার ৷

আজ তেলাঙ্গানা হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরালের প্রস্তাব খতিয়ে দেখার পর এই নির্দেশ দিয়েছে তেলাঙ্গানা সরকার৷ রেজিস্ট্রার-জেনেরাল প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন ৷27 শে নভেম্বর নিখোঁজ হয়েছিলেন হায়দরাবাদবাসী সাতাশ বছরের এক পশু চিকিৎসক ৷ পরের দিন শামশাবাদের কাছে বেঙ্গালুরু-হায়দরাবাদ হাইওয়ের একটি কালভার্টের নিচে তাঁর দগ্ধ দেহ উদ্ধার হয় । তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ধর্ষণের পর খুন করে পেট্রল ঢেলে ওই চিকিৎসকের দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে ৷ CCTV ফুটেজ পরীক্ষা করার পর উঠে আসে আরও কিছু তথ্য ৷

তেলাঙ্গানার কোল্লুরু গ্রামের একটি সরকারি হাসপাতালের চিকিৎসক ছিলেন নির্যাতিতা ৷ অন্যান্য দিনের মতই বুধবার বিকেলে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন ৷ সন্ধ্যা 6টা নাগাদ আবার তিনি বাড়ি থেকে বের হন ৷ শামশাবাদের টোল প্লাজ়ার কাছে তিনি তাঁর স্কুটারটি রাখেন এবং সেখান থেকে একটি ক্যাব নিয়েছিলেন ৷ পরে শামশাবাদ টোল প্লাজায় ফিরে দেখেন তাঁর স্কুটারের চাকা পাঙচার হয়ে গেছে ৷

রাত সাড়ে 9টা নাগাদ তাঁর বোনকে ফোন করেছিলেন যুবতি । ফোনে জানান, তাঁকে কেউ লিফট দেবে ৷ তিনি একটি নির্জন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন ৷ ভয় পাচ্ছেন ৷ আশপাশে কয়েকজন অপরিচিত পুরুষ রয়েছে ৷ পাশে কয়েকটি ট্রাকও রয়েছে ৷ চিকিৎসকের বোন আরও বলেন, "আমি ওঁকে স্কুটার রেখে বাড়ি চলে আসতে বলেছিলাম ৷ কিন্তু তার কিছুক্ষণ পরেই ওঁর ফোন বন্ধ পাই ৷" বুধবার রাত সাড়ে 10টা বেজে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয় ৷

স্থানীয়রা তাঁর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন ৷ দগ্ধ মৃতদেহ উদ্ধারের পর পরিবারকে খবর দেয় পুলিশ ৷ গলার লকেট দেখে দেহ চিনতে পারেন পরিবারের সদস্যরা ৷ ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্তের পর ডাক্তাররা জানিয়েছেন , ভোর 4টে নাগাদ খুন হন তিনি ৷ গলায় ফাঁস দিয়ে খুন করা হয় ৷ খুনের পর প্রায় এক ঘণ্টা অবধি তাঁর দেহ পোড়ানো হয় ৷ মাথাতেও আঘাতের চিহ্ন ছিল ৷

29 নভেম্বর মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন, চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলু নামে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ । 30 নভেম্বর তাদের তোলা হয় শাদনগর কোর্টে ।

হায়দরাবাদ, 4 ডিসেম্বর : হায়দরাবাদের মহিলা পশু চিকিৎসককে ধর্ষণ ও খুনের বিচারের জন্য বিশেষ আদালত গঠিত হতে চলেছে ৷ মেহেবুবনগর জেলা আদালতে গঠিত হচ্ছে বিশেষ আদালত ৷ এই আদালতেই শুনানি হবে পশু চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার ৷

আজ তেলাঙ্গানা হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরালের প্রস্তাব খতিয়ে দেখার পর এই নির্দেশ দিয়েছে তেলাঙ্গানা সরকার৷ রেজিস্ট্রার-জেনেরাল প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন ৷27 শে নভেম্বর নিখোঁজ হয়েছিলেন হায়দরাবাদবাসী সাতাশ বছরের এক পশু চিকিৎসক ৷ পরের দিন শামশাবাদের কাছে বেঙ্গালুরু-হায়দরাবাদ হাইওয়ের একটি কালভার্টের নিচে তাঁর দগ্ধ দেহ উদ্ধার হয় । তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ধর্ষণের পর খুন করে পেট্রল ঢেলে ওই চিকিৎসকের দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে ৷ CCTV ফুটেজ পরীক্ষা করার পর উঠে আসে আরও কিছু তথ্য ৷

তেলাঙ্গানার কোল্লুরু গ্রামের একটি সরকারি হাসপাতালের চিকিৎসক ছিলেন নির্যাতিতা ৷ অন্যান্য দিনের মতই বুধবার বিকেলে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন ৷ সন্ধ্যা 6টা নাগাদ আবার তিনি বাড়ি থেকে বের হন ৷ শামশাবাদের টোল প্লাজ়ার কাছে তিনি তাঁর স্কুটারটি রাখেন এবং সেখান থেকে একটি ক্যাব নিয়েছিলেন ৷ পরে শামশাবাদ টোল প্লাজায় ফিরে দেখেন তাঁর স্কুটারের চাকা পাঙচার হয়ে গেছে ৷

রাত সাড়ে 9টা নাগাদ তাঁর বোনকে ফোন করেছিলেন যুবতি । ফোনে জানান, তাঁকে কেউ লিফট দেবে ৷ তিনি একটি নির্জন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন ৷ ভয় পাচ্ছেন ৷ আশপাশে কয়েকজন অপরিচিত পুরুষ রয়েছে ৷ পাশে কয়েকটি ট্রাকও রয়েছে ৷ চিকিৎসকের বোন আরও বলেন, "আমি ওঁকে স্কুটার রেখে বাড়ি চলে আসতে বলেছিলাম ৷ কিন্তু তার কিছুক্ষণ পরেই ওঁর ফোন বন্ধ পাই ৷" বুধবার রাত সাড়ে 10টা বেজে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয় ৷

স্থানীয়রা তাঁর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন ৷ দগ্ধ মৃতদেহ উদ্ধারের পর পরিবারকে খবর দেয় পুলিশ ৷ গলার লকেট দেখে দেহ চিনতে পারেন পরিবারের সদস্যরা ৷ ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্তের পর ডাক্তাররা জানিয়েছেন , ভোর 4টে নাগাদ খুন হন তিনি ৷ গলায় ফাঁস দিয়ে খুন করা হয় ৷ খুনের পর প্রায় এক ঘণ্টা অবধি তাঁর দেহ পোড়ানো হয় ৷ মাথাতেও আঘাতের চিহ্ন ছিল ৷

29 নভেম্বর মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন, চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলু নামে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ । 30 নভেম্বর তাদের তোলা হয় শাদনগর কোর্টে ।

Haridwar (Uttarakhand), Dec 04 (ANI): An unusual incident came to fore in one of the holy cities of the country. A female monkey adopted a newborn puppy in Haridwar. When a woman saw the monkey grabbing the little puppy, she informed the forest department about it. The forest officials came and rescued the puppy and also freed the monkey. But is it really a rescue or sheer case of love? This is the mystery that even forest officials are not able to solve. The woman who informed the forest department came forward and pledged to take care of the newborn puppy. The incident was reported in Haridwar's Gayatri Vihar Colony. According to Haridwar Divisional Forest Officer (DFO) Akash Kumar Verma said that after getting the call, the forest department team reached the spot and rescued the puppy and also freed the monkey.
Last Updated : Dec 4, 2019, 7:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.