ETV Bharat / bharat

সত্য ও ন্যায়ের জয় হয়েছে, কুলভূষণ রায়ের পর টুইট প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ন্যায় আদালত (ICJ)-র রায়ের পর টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । লেখেন, "আমরা ICJ-র রায়কে স্বাগত জানাচ্ছি ।"

নরেন্দ্র মোদি
author img

By

Published : Jul 18, 2019, 11:21 AM IST

দিল্লি, 18 জুলাই : চরবৃত্তির অভিযোগে কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল পাকিস্তান সামরিক আদালত । তৎপর হয় ভারতের বিদেশমন্ত্রক । বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ন্যায় আদালত (ICJ)-এ অভিযোগ জানায় ভারত । অবশেষে গতকাল পাকিস্তানকে মৃত্যুদণ্ডের রায়ের পুনর্বিবেচনা করার নির্দেশ দেয় আন্তর্জাতিক ন্যায় আদালত (ICJ) । রায়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন, "সত্য ও ন্যায়ের জয় হয়েছে ।"

পাকিস্তানের দাবি, গুপ্তচরবৃত্তির অভিযোগে 2016 সালে বালুচিস্তান থেকে গ্রেপ্তার করা হয় 49 বছর বয়সি কুলভূষণকে । যদিও পাকিস্তানের সেই দাবি উড়িয়ে দিয়ে ভারত জানায়, ইরানে কুলভূষণের ব্যবসা রয়েছে । সেখান থেকে তাঁকে অপহরণ করা হয়েছে । সেবছরই কুলভূষণের সঙ্গে ভারতীয় হাইকমিশনের অফিসারদের দেখা করার অনুমতি চায় দিল্লি । কিন্তু, সেই আর্জি খারিজ করে দেয় পাকিস্তান । 2017 সালের এপ্রিলে কুলভূষণকে মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের সামরিক আদালত ।

মে'তে পাকিস্তানের সামরিক আদালতের রায়ের বিরুদ্ধে ICJ-তে যায় ভারত । ভারতের বক্তব্য, কূটনৈতিক রক্ষাকবচ না দিয়ে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে পাকিস্তান । গতকাল ভারতের সেই দাবিকে মান্যতা দেয় ICJ । পাকিস্তানকে মৃত্যুদণ্ডের রায়ের পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছে । পাশাপাশি, ভারতীয় কূটনীতিকদের কুলভূষণের সঙ্গে দেখা করতে দেওয়ারও নির্দেশ দিয়েছে ।

এরপর মোদি টুইট করেন, "আমরা ICJ-র রায়কে স্বাগত জানাচ্ছি । অত্যন্ত খুঁটিয়ে তথ্য বিচারের উপর ভিত্তি করে এই রায়ের জন্য ICJ-কে অভিনন্দন । আমি নিশ্চিত কুলভূষণ যাদব ন্যায় পাবেন । আমাদের সরকার সবসময় প্রত্যেক ভারতীয়র সুরক্ষা ও কল্যাণের জন্য কাজ করবে । "

দিল্লি, 18 জুলাই : চরবৃত্তির অভিযোগে কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল পাকিস্তান সামরিক আদালত । তৎপর হয় ভারতের বিদেশমন্ত্রক । বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ন্যায় আদালত (ICJ)-এ অভিযোগ জানায় ভারত । অবশেষে গতকাল পাকিস্তানকে মৃত্যুদণ্ডের রায়ের পুনর্বিবেচনা করার নির্দেশ দেয় আন্তর্জাতিক ন্যায় আদালত (ICJ) । রায়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন, "সত্য ও ন্যায়ের জয় হয়েছে ।"

পাকিস্তানের দাবি, গুপ্তচরবৃত্তির অভিযোগে 2016 সালে বালুচিস্তান থেকে গ্রেপ্তার করা হয় 49 বছর বয়সি কুলভূষণকে । যদিও পাকিস্তানের সেই দাবি উড়িয়ে দিয়ে ভারত জানায়, ইরানে কুলভূষণের ব্যবসা রয়েছে । সেখান থেকে তাঁকে অপহরণ করা হয়েছে । সেবছরই কুলভূষণের সঙ্গে ভারতীয় হাইকমিশনের অফিসারদের দেখা করার অনুমতি চায় দিল্লি । কিন্তু, সেই আর্জি খারিজ করে দেয় পাকিস্তান । 2017 সালের এপ্রিলে কুলভূষণকে মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের সামরিক আদালত ।

মে'তে পাকিস্তানের সামরিক আদালতের রায়ের বিরুদ্ধে ICJ-তে যায় ভারত । ভারতের বক্তব্য, কূটনৈতিক রক্ষাকবচ না দিয়ে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে পাকিস্তান । গতকাল ভারতের সেই দাবিকে মান্যতা দেয় ICJ । পাকিস্তানকে মৃত্যুদণ্ডের রায়ের পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছে । পাশাপাশি, ভারতীয় কূটনীতিকদের কুলভূষণের সঙ্গে দেখা করতে দেওয়ারও নির্দেশ দিয়েছে ।

এরপর মোদি টুইট করেন, "আমরা ICJ-র রায়কে স্বাগত জানাচ্ছি । অত্যন্ত খুঁটিয়ে তথ্য বিচারের উপর ভিত্তি করে এই রায়ের জন্য ICJ-কে অভিনন্দন । আমি নিশ্চিত কুলভূষণ যাদব ন্যায় পাবেন । আমাদের সরকার সবসময় প্রত্যেক ভারতীয়র সুরক্ষা ও কল্যাণের জন্য কাজ করবে । "

Indore (Madhya Pradesh), July 17 (ANI): Madhya Pradesh's capital city Indore made it to the international aviation map with national carrier Air India launching a flight service to Dubai from the international airport. Flight AI 903 took wings from the Devi Ahilya Bai Holkar International Airport with 150 passengers after a traditional inaugural function. From Indore, Air India is operating a 162-seater A320neo aircraft, which will fly three times a week to Dubai.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.