ETV Bharat / bharat

অ্যামেরিকায় 45 দিনের মধ্যে নিষিদ্ধ হচ্ছে টিকটক, জারি নির্দেশিকা

টিকটকের পাশাপাশি মেসেজিং অ্যাপ উই চ্যাটও নিষিদ্ধ করার কথা একটি নির্দেশিকায় জানিয়েছেন ট্রাম্প । 45 দিনের মধ্যে এই নির্দেশিকা কার্যকর হবে ।

Tiktok
টিকটক অ্যাপ নিষিদ্ধ
author img

By

Published : Aug 7, 2020, 10:09 AM IST

ওয়াশিংটন , 7 অগাস্ট : টিকটকের চিনা মালিকের সঙ্গে সমস্ত লেনদেন নিষিদ্ধ করল অ্যামেরিকা । গতকাল এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । নির্দেশিকায় তিনি জানান, টিকটকের ওই চিনা সংস্থার সঙ্গে সমস্তরকম লেনদেন বন্ধ করা হবে । পাশাপাশি মেসেজিং অ্যাপ উই চ্যাটও নিষিদ্ধ করার কথা জানিয়েছেন তিনি । 45 দিনের মধ্যে এই নির্দেশিকা কার্যকর হবে ।

নির্দেশিকায় ট্রাম্প জানান, টিকটক অ্যামেরিকার জাতীয় সুরক্ষা, ভবিষ্যৎ নীতি এবং অর্থনীতিকে সমস্যার মধ্যে ফেলছে । তাঁর আরও সংযোজন, ''ভারত টিকটক সহ আরও চিনা অ্যাপ আগেই নিষিদ্ধ করেছে ।''

তিনি আরও বলেন, "অ্যামেরিকার বিচারব্যবস্থা অনুযায়ী, নির্দেশটি কার্যকর হওয়ার পর টিকটক অ্যাপের মালিকানাধীন চিনা কম্পানির সঙ্গে যুক্ত যে কোনও ব্যক্তি বা যে কোনও সম্পত্তির সবরকম লেনদেন বন্ধ করতে হবে ।" ট্রাম্প জানান, হোমল্যান্ড সিকিউরিটি, ট্রান্সপোরটেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এবং অ্যামেরিকার সশস্ত্র বাহিনীতে ইতিমধ্যে টিকটকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে ।

প্রসঙ্গত, লাদাখের গালওয়ানে চিনের সঙ্গে সংঘর্ষের পর ভারতের তরফে টিকটক-সহ বহু অ্যাপ নিষিদ্ধ করা হয় ৷ জুলাইয়ের শুরুতেই টিকটক নিষিদ্ধ করার ইঙ্গিত দিয়েছিলেন অ্যামেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও । চলতি মাসের পয়লা তারিখে ট্রাম্প জানিয়েছিলেন, খুব শীঘ্র এই অ্যাপ নিষিদ্ধ হতে পারে অ্যামেরিকায় । এরপর গতকাল নির্দেশিকা জারি করা হয় অ্যামেরিকা প্রশাসনের তরফে ৷

প্রসঙ্গত, ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, টিকটক অ্যাপটি অ্যামেরিকায় প্রায় 175 মিলিয়ন বার ও বিশ্বজুড়ে এক বিলিয়নেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে ৷

ওয়াশিংটন , 7 অগাস্ট : টিকটকের চিনা মালিকের সঙ্গে সমস্ত লেনদেন নিষিদ্ধ করল অ্যামেরিকা । গতকাল এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । নির্দেশিকায় তিনি জানান, টিকটকের ওই চিনা সংস্থার সঙ্গে সমস্তরকম লেনদেন বন্ধ করা হবে । পাশাপাশি মেসেজিং অ্যাপ উই চ্যাটও নিষিদ্ধ করার কথা জানিয়েছেন তিনি । 45 দিনের মধ্যে এই নির্দেশিকা কার্যকর হবে ।

নির্দেশিকায় ট্রাম্প জানান, টিকটক অ্যামেরিকার জাতীয় সুরক্ষা, ভবিষ্যৎ নীতি এবং অর্থনীতিকে সমস্যার মধ্যে ফেলছে । তাঁর আরও সংযোজন, ''ভারত টিকটক সহ আরও চিনা অ্যাপ আগেই নিষিদ্ধ করেছে ।''

তিনি আরও বলেন, "অ্যামেরিকার বিচারব্যবস্থা অনুযায়ী, নির্দেশটি কার্যকর হওয়ার পর টিকটক অ্যাপের মালিকানাধীন চিনা কম্পানির সঙ্গে যুক্ত যে কোনও ব্যক্তি বা যে কোনও সম্পত্তির সবরকম লেনদেন বন্ধ করতে হবে ।" ট্রাম্প জানান, হোমল্যান্ড সিকিউরিটি, ট্রান্সপোরটেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এবং অ্যামেরিকার সশস্ত্র বাহিনীতে ইতিমধ্যে টিকটকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে ।

প্রসঙ্গত, লাদাখের গালওয়ানে চিনের সঙ্গে সংঘর্ষের পর ভারতের তরফে টিকটক-সহ বহু অ্যাপ নিষিদ্ধ করা হয় ৷ জুলাইয়ের শুরুতেই টিকটক নিষিদ্ধ করার ইঙ্গিত দিয়েছিলেন অ্যামেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও । চলতি মাসের পয়লা তারিখে ট্রাম্প জানিয়েছিলেন, খুব শীঘ্র এই অ্যাপ নিষিদ্ধ হতে পারে অ্যামেরিকায় । এরপর গতকাল নির্দেশিকা জারি করা হয় অ্যামেরিকা প্রশাসনের তরফে ৷

প্রসঙ্গত, ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, টিকটক অ্যাপটি অ্যামেরিকায় প্রায় 175 মিলিয়ন বার ও বিশ্বজুড়ে এক বিলিয়নেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.