মুম্বই, 15 অক্টোবর : আগামী তিন মাস সাপ্তাহিক টেলিভিশন রেটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নিল BARC (ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল) । সম্প্রতি একাধিক টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে TRP নিয়ে কারচুপি করার অভিযোগ উঠেছে । সেই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখার জন্যই সাপ্তাহিক রেটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে BARC ।
TRP কারচুপির জেরে এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ । ধৃতদের মধ্যে রয়েছে সংবাদমাধ্যমের কর্মীরাও । অন্যদিকে পুলিশ মামলার বিষয়ে রিপাবলিক মিডিয়া গ্রুপের আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করছে । যদিও রিপাবলিক মিডিয়া গ্রুপ এই সবের সঙ্গে জড়িত থাকার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে ।
আরও পড়ুন : TRP কারসাজির অভিযোগে ধৃত 4, নজর রিপাবলিক টিভির উপরেও
TRP থেকে বোঝা যায়, কোন টেলিভিশন অনুষ্ঠানটি সবথেকে বেশি দেখছেন দর্শকরা । পাশাপাশি কোনও একটি নির্দিষ্ট চ্যানেলে কোন অনুষ্ঠানটি দর্শকদের সবথেকে বেশি পছন্দের, তাও নির্ধারণ করা যায় এর থেকে । সম্প্রতি, মুম্বই পুলিশ দাবি করেছিল, মহারাষ্ট্র সরকার ও সরকারের গোটা পরিকাঠামোর বিরুদ্ধে কুৎসা ছড়ানোর জন্য সোশাল মিডিয়ায় প্রায় আট হাজার ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা হয়েছিল । এর ঠিক পরপরই TRP নিয়ে কারসাজির অভিযোগে দুই মারাঠি চ্যানেলের মালিককে গ্রেপ্তার করল পুলিশ ।
পুলিশি তদন্তে উঠে এসেছে, যাঁরা কারসাজির সঙ্গে জড়িত, তাঁরা গ্রাহকদের ঘুষ দিয়েছে । গ্রাহকদের বলা হয়েছিল, তাঁরা যখন টেলিভিশন দেখছেন না বা যখন বাড়িতে নেই, তখন যাতে নির্দিষ্ট কিছু চ্যানেল টেলিভিশনে চালু করে রাখা হয় ।