ETV Bharat / bharat

সোনভদ্রে যাওয়ার পথে বাধা বারাণসী পুলিশের, প্রতিবাদে ধরনায় তৃণমূলের প্রতিনিধিদল - Trinamool Congress (TMC) delegation sit on a dharna

বারাণসী বিমানবন্দরে তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধিদলকে আটকায় বারাণসী পুলিশ ৷ প্রতিবাদে ধরনায় বসেছেন প্রতিনিধিদলের সদস্যরা ৷

তৃণমূল
author img

By

Published : Jul 20, 2019, 10:34 AM IST

Updated : Jul 20, 2019, 12:16 PM IST

বারাণসী, 20 জুলাই : সোনভদ্রে যাওয়ার পথে বাধার মুখে পড়তে হল তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধিদলকে ৷ বাবাতপুরে লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দরে তাঁদের আটকায় বারাণসী পুলিশ ৷ এর প্রতিবাদে ধরনায় বসেন তাঁরা ৷ যদিও তৃণমূলের দাবি, তাঁদের প্রতিনিধিদের আটক করা হয়েছে ৷

বিমানবন্দর থেকে ডেরেক ও'ব্রায়েন টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ বলেন, "আমরা সবেমাত্র বারাণসী বিমানবন্দরে নামলাম ৷ এখানে SP ও ADM রয়েছেন ৷ তাঁরা জানান, আমাদের আটক করা হয়েছে ৷ কী ধারায় আমাদের আটক করা হয়েছে তা জানতে চাই ৷ আমরা তিনজন রয়েছি তাহলে 144 ধারা কীভাবে প্রয়োজ্য হবে? আমাদের লক্ষ্য হল, BHU ট্রমা সেন্টারে গিয়ে জখমদের সঙ্গে দেখা করা ৷ আমরা সোনভদ্রে যেতে চাই ৷ "

বিমানবন্দরে নামার পর ভিডিয়ো ডেরেক ও'ব্রায়েনের

36 একর জমি দিতে অস্বীকার করায় বুধবার সোনভদ্রের এক গ্রামে 10 জন আদিবাসী কৃষককে গুলি করে খুন করে গ্রামপ্রধান ও তাঁর দলবল ৷ জখম হন 23 জন । প্রত্যক্ষদর্শীদের দাবি, 32 টি ট্রাক্টরে করে গ্রামপ্রধান প্রায় 200 জন লোককে নিয়ে আসেন ৷ তারপর 30 মিনিটের বেশি সময় ধরে আদিবাসীদের উপর গুলিবর্ষণ করে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর । কংগ্রেস ও BJP একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে । মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারকে আক্রমণ করে প্রিয়াঙ্কা গান্ধি বঢরা টুইট করেন, "সোনভদ্রে এতজন মানুষের মৃত্যু হল । সরকার কি এখনও ঘুমোচ্ছে? কবে এই রাজ্য অপরাধ মুক্ত হবে ? " অন্যদিকে, এই ঘটনার জন্য BJP-র তরফে কংগ্রেসকে দায়ি করা হয় ।

এই সংক্রান্ত আরও খবর : জমি নিয়ে বিবাদ, উত্তরপ্রদেশে শুটআউটে নিহত 3 মহিলাসহ 10

ইতিমধ্যে গতকাল জখমদের সঙ্গে দেখা করতে সোনভদ্র যাচ্ছিলেন প্রিয়াঙ্কা ৷ মির্জ়াপুর পৌঁছতেই তাঁর গাড়ি আটকায় পুলিশ ৷ প্রতিবাদে একটি গেস্ট হাউজ়ের ধরনায় বসেন প্রিয়াঙ্কা ৷ সেখানে রাত 12 টা নাগাদ তাঁর সঙ্গে দেখা করতে আসেন উত্তরপ্রদেশ সরকার পুলিশ আধিকারিকরা ৷ কিন্তু, প্রিয়াঙ্কা জানান, জখম পরিবারের সঙ্গে দেখা না করে তিনি এলাকা ছাড়বেন না ৷

TMC
বিমানবন্দরে ধরনায় তৃণমূলের প্রতিনিধিদল

এই সংক্রান্ত আরও খবর :সোনভদ্রে নিহতদের বাড়ি যাওয়ার আগে প্রিয়াঙ্কার গাড়ি আটকাল পুলিশ

অন্যদিকে, বিষয়টি নিয়ে ময়দান নামে তৃণমূল ৷ BJP সরকারের উপর চাপ বাড়াতে এবার আসরে তারা ৷ গতকাল রাজ্যসভায় বিষয়টি উত্থাপন করেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিও দাবি করেন তিনি ৷ তৃণমূল সাংসদের রাজ্যসভায় জানতে চান, "পশ্চিমবঙ্গে দু'এক জনের মৃত্যুর ঘটনা ঘটলেই অ্যাডভাইজ়ারি নোট পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ উত্তরপ্রদেশের সোনভদ্রে এতজনের মৃত্যুর পর কী পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার?" পাশাপাশি, তিন সদস্যের সংসদীয় প্রতিনিধিদলকে সোনভদ্রে পাঠানোর সিদ্ধান্ত নেয় তৃণমূল ৷ সেইমতো আজ বারাণসী বিমানবন্দরে নামে ডেরেক ও'ব্রায়েন, সুনীল মণ্ডল ও আবিররঞ্জন বিশ্বাস ৷ কিন্তু, সেখানে তাঁদের আটকায় স্থানীয় পুলিশ ৷

  • UP admin & police have "restrained" Trinamool MPs delegation from leaving the area near the airport tarmac. Dharna continues. Tribals massacred over land rights. The DM has said he will meet us shortly#SonbhadraMassacre

    WATCH pic.twitter.com/4MBqoRw4LP

    — All India Trinamool Congress (@AITCofficial) July 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সংক্রান্ত আরও খবর : কাল উত্তরপ্রদেশের সোনভদ্রে তৃণমূল প্রতিনিধি দল

বারাণসী, 20 জুলাই : সোনভদ্রে যাওয়ার পথে বাধার মুখে পড়তে হল তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধিদলকে ৷ বাবাতপুরে লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দরে তাঁদের আটকায় বারাণসী পুলিশ ৷ এর প্রতিবাদে ধরনায় বসেন তাঁরা ৷ যদিও তৃণমূলের দাবি, তাঁদের প্রতিনিধিদের আটক করা হয়েছে ৷

বিমানবন্দর থেকে ডেরেক ও'ব্রায়েন টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ বলেন, "আমরা সবেমাত্র বারাণসী বিমানবন্দরে নামলাম ৷ এখানে SP ও ADM রয়েছেন ৷ তাঁরা জানান, আমাদের আটক করা হয়েছে ৷ কী ধারায় আমাদের আটক করা হয়েছে তা জানতে চাই ৷ আমরা তিনজন রয়েছি তাহলে 144 ধারা কীভাবে প্রয়োজ্য হবে? আমাদের লক্ষ্য হল, BHU ট্রমা সেন্টারে গিয়ে জখমদের সঙ্গে দেখা করা ৷ আমরা সোনভদ্রে যেতে চাই ৷ "

বিমানবন্দরে নামার পর ভিডিয়ো ডেরেক ও'ব্রায়েনের

36 একর জমি দিতে অস্বীকার করায় বুধবার সোনভদ্রের এক গ্রামে 10 জন আদিবাসী কৃষককে গুলি করে খুন করে গ্রামপ্রধান ও তাঁর দলবল ৷ জখম হন 23 জন । প্রত্যক্ষদর্শীদের দাবি, 32 টি ট্রাক্টরে করে গ্রামপ্রধান প্রায় 200 জন লোককে নিয়ে আসেন ৷ তারপর 30 মিনিটের বেশি সময় ধরে আদিবাসীদের উপর গুলিবর্ষণ করে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর । কংগ্রেস ও BJP একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে । মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারকে আক্রমণ করে প্রিয়াঙ্কা গান্ধি বঢরা টুইট করেন, "সোনভদ্রে এতজন মানুষের মৃত্যু হল । সরকার কি এখনও ঘুমোচ্ছে? কবে এই রাজ্য অপরাধ মুক্ত হবে ? " অন্যদিকে, এই ঘটনার জন্য BJP-র তরফে কংগ্রেসকে দায়ি করা হয় ।

এই সংক্রান্ত আরও খবর : জমি নিয়ে বিবাদ, উত্তরপ্রদেশে শুটআউটে নিহত 3 মহিলাসহ 10

ইতিমধ্যে গতকাল জখমদের সঙ্গে দেখা করতে সোনভদ্র যাচ্ছিলেন প্রিয়াঙ্কা ৷ মির্জ়াপুর পৌঁছতেই তাঁর গাড়ি আটকায় পুলিশ ৷ প্রতিবাদে একটি গেস্ট হাউজ়ের ধরনায় বসেন প্রিয়াঙ্কা ৷ সেখানে রাত 12 টা নাগাদ তাঁর সঙ্গে দেখা করতে আসেন উত্তরপ্রদেশ সরকার পুলিশ আধিকারিকরা ৷ কিন্তু, প্রিয়াঙ্কা জানান, জখম পরিবারের সঙ্গে দেখা না করে তিনি এলাকা ছাড়বেন না ৷

TMC
বিমানবন্দরে ধরনায় তৃণমূলের প্রতিনিধিদল

এই সংক্রান্ত আরও খবর :সোনভদ্রে নিহতদের বাড়ি যাওয়ার আগে প্রিয়াঙ্কার গাড়ি আটকাল পুলিশ

অন্যদিকে, বিষয়টি নিয়ে ময়দান নামে তৃণমূল ৷ BJP সরকারের উপর চাপ বাড়াতে এবার আসরে তারা ৷ গতকাল রাজ্যসভায় বিষয়টি উত্থাপন করেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিও দাবি করেন তিনি ৷ তৃণমূল সাংসদের রাজ্যসভায় জানতে চান, "পশ্চিমবঙ্গে দু'এক জনের মৃত্যুর ঘটনা ঘটলেই অ্যাডভাইজ়ারি নোট পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ উত্তরপ্রদেশের সোনভদ্রে এতজনের মৃত্যুর পর কী পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার?" পাশাপাশি, তিন সদস্যের সংসদীয় প্রতিনিধিদলকে সোনভদ্রে পাঠানোর সিদ্ধান্ত নেয় তৃণমূল ৷ সেইমতো আজ বারাণসী বিমানবন্দরে নামে ডেরেক ও'ব্রায়েন, সুনীল মণ্ডল ও আবিররঞ্জন বিশ্বাস ৷ কিন্তু, সেখানে তাঁদের আটকায় স্থানীয় পুলিশ ৷

  • UP admin & police have "restrained" Trinamool MPs delegation from leaving the area near the airport tarmac. Dharna continues. Tribals massacred over land rights. The DM has said he will meet us shortly#SonbhadraMassacre

    WATCH pic.twitter.com/4MBqoRw4LP

    — All India Trinamool Congress (@AITCofficial) July 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সংক্রান্ত আরও খবর : কাল উত্তরপ্রদেশের সোনভদ্রে তৃণমূল প্রতিনিধি দল


Guwahati (Assam), July 19 (ANI): Water level of Brahmaputra river receded marginally in Guwahati. Vipul Gandhiya, Inland Water Transport, Section Officer said, "Water is still 45-50 cm above danger level. Water level has gone approximately 38-40 cm down today." Water level increased significantly following incessant rainfall in parts of Assam.
Last Updated : Jul 20, 2019, 12:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.