ETV Bharat / bharat

বন্ধ মুম্বই-পুনে ট্রেন চলাচল - halted towards Mumbai-Pune

মুম্বই-পুনে রেলওয়ে রুটে বোল্ডার পড়ে বন্ধ ট্রেন চলাচল । রেল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ।

বন্ধ মুম্বই-পুনে ট্রেন চলাচল
author img

By

Published : Jul 9, 2019, 10:00 AM IST

Updated : Jul 9, 2019, 12:07 PM IST

মুম্বই, 9 জুলাই : মুম্বই-পুনে রেলওয়ে রুটে বন্ধ হয়েছে ট্রেন চলাচল । গতকাল বোল্ডার পড়ে ওই রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় । রেল কর্তৃপক্ষ জানায়, ঠাকুরওয়ারি ও মাঙ্কি হিলের মাঝের লাইনে বোল্ডার পড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেল লাইন ।

Train movement halted towards Mumbai-Pune line after boulder falls on track
ঠাকুরওয়ারি ও মাঙ্কি হিলের মাঝের লাইনে ক্ষতিগ্রস্ত লাইন

যদিও সেন্ট্রাল রেলের তরফে জানানো হয়েছে, ট্রেন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে ।

Train movement halted towards Mumbai-Pune line after boulder falls on track
লাইনে বোল্ডার পড়ে বন্ধ ট্রেন চলাচল

টানা কয়েক দিন ধরে প্রবল বৃষ্টিতে মুম্বইয়ের জনজীবন কার্যত থমকে গেছে । আগামী কয়েক দিন মুম্বইয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ।

মুম্বই, 9 জুলাই : মুম্বই-পুনে রেলওয়ে রুটে বন্ধ হয়েছে ট্রেন চলাচল । গতকাল বোল্ডার পড়ে ওই রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় । রেল কর্তৃপক্ষ জানায়, ঠাকুরওয়ারি ও মাঙ্কি হিলের মাঝের লাইনে বোল্ডার পড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেল লাইন ।

Train movement halted towards Mumbai-Pune line after boulder falls on track
ঠাকুরওয়ারি ও মাঙ্কি হিলের মাঝের লাইনে ক্ষতিগ্রস্ত লাইন

যদিও সেন্ট্রাল রেলের তরফে জানানো হয়েছে, ট্রেন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে ।

Train movement halted towards Mumbai-Pune line after boulder falls on track
লাইনে বোল্ডার পড়ে বন্ধ ট্রেন চলাচল

টানা কয়েক দিন ধরে প্রবল বৃষ্টিতে মুম্বইয়ের জনজীবন কার্যত থমকে গেছে । আগামী কয়েক দিন মুম্বইয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ।

New Delhi, July 09 (ANI): Filmmaker Faraz Arif Ansari is all set to narrate the story of LGBTQ community through his next film 'Sheer Khurma.' The film will star Swara Bhasker and Divya Dutta as two love partners and will also feature television actor Surekha Sikri in a pivotal role. Announcing the news on his Twitter handle, Ansari wrote, "I've been fortunate enough to have grown up around courageous women. Their fight for a more inclusive world inspired 'Sheer Khurma'. Thankful to Surekha ji, Divya Dutta Swara Bhasker and Kalyanee Mulay who are bringing to life, the stories of cinema's most underrepresented women #LGBTQ." Earlier, the director made a silent movie called "Sisak" and he was applauded for his work. The film travelled to over 200 international film festivals, including Cannes, Wicked Queer in Boston, and the FilmOut San Diego Film Festival. Further information about the film has been kept under wraps.
Last Updated : Jul 9, 2019, 12:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.