ETV Bharat / bharat

সিয়াচেনে চালু হচ্ছে পর্যটন - সিয়াচেন

সিয়াচেনে যেতে পারবেন পর্যটকরা । আজ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একথা জানান ।

রাজনাথ
author img

By

Published : Oct 21, 2019, 5:10 PM IST

কাশ্মীর, 21 অক্টোবর : এবার থেকে সিয়াচেনে যেতে পারবেন পর্যটকরা । কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে । আজ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একথা জানান । মন্ত্রী বলেন, "সিয়াচেনের বেস ক্যাম্প থেকে কুমার পোস্ট পর্যন্ত এলাকায় এই পর্যটন ব্যবস্থা চালু হচ্ছে ।"

ভারতীয় সেনাবাহিনীর সিয়াচেন বেস ক্যাম্পটি জম্মু ও কাশ্মীরে । লাদাখের লে থেকে এই বেস ক্যাম্পে যেতে গাড়িতে 6 ঘণ্টা সময় লাগে । এখানে শীতকালে তাপমাত্রা মাইনাস 50 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় ।

  • Ladakh has tremendous potential in Tourism. Better connectivity in Ladakh would certainly bring tourists in large numbers.

    The Siachen area is now open for tourists and Tourism. From Siachen Base Camp to Kumar Post, the entire area has been opened for Tourism purposes.

    — Rajnath Singh (@rajnathsingh) October 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চিন ও পাকিস্তান সংলগ্ন ভারতীয় সেনার সিয়াচেন বেস ক্যাম্প দেশের প্রতিরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ । বিজয়া প্রকল্পে যাতায়াতের সুব্যবস্থার জন্য সম্প্রতি এই এলাকায় উন্নতমানের রাস্তা তৈরি করা হয়েছে । যার ফলে শ্রীনগর থেকে এই বেস ক্যাম্পে যাতায়াত অনেক সহজ হয়েছে ।

কাশ্মীর, 21 অক্টোবর : এবার থেকে সিয়াচেনে যেতে পারবেন পর্যটকরা । কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে । আজ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একথা জানান । মন্ত্রী বলেন, "সিয়াচেনের বেস ক্যাম্প থেকে কুমার পোস্ট পর্যন্ত এলাকায় এই পর্যটন ব্যবস্থা চালু হচ্ছে ।"

ভারতীয় সেনাবাহিনীর সিয়াচেন বেস ক্যাম্পটি জম্মু ও কাশ্মীরে । লাদাখের লে থেকে এই বেস ক্যাম্পে যেতে গাড়িতে 6 ঘণ্টা সময় লাগে । এখানে শীতকালে তাপমাত্রা মাইনাস 50 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় ।

  • Ladakh has tremendous potential in Tourism. Better connectivity in Ladakh would certainly bring tourists in large numbers.

    The Siachen area is now open for tourists and Tourism. From Siachen Base Camp to Kumar Post, the entire area has been opened for Tourism purposes.

    — Rajnath Singh (@rajnathsingh) October 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চিন ও পাকিস্তান সংলগ্ন ভারতীয় সেনার সিয়াচেন বেস ক্যাম্প দেশের প্রতিরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ । বিজয়া প্রকল্পে যাতায়াতের সুব্যবস্থার জন্য সম্প্রতি এই এলাকায় উন্নতমানের রাস্তা তৈরি করা হয়েছে । যার ফলে শ্রীনগর থেকে এই বেস ক্যাম্পে যাতায়াত অনেক সহজ হয়েছে ।

Indore (Madhya Pradesh), Oct 21 (ANI): A massive fire broke out at a hotel in Indore on October 21. Fire tenders rushed to the spot immediately to douse the flames. No injuries have been reported so far. Further investigation is underway. More details are awaited.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.