দিল্লি, 26 মে: লকডাউনে বিপুল ক্ষতির মুখে পড়েছে পর্যটন ব্যবসা ৷ তারই মাঝে অনেক হোটেলেরই সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে বা শেষ হতে চলেছে ৷ হোটেল ব্যবসায়ীদের কথা ভেবেই পর্যটন মন্ত্রক সমস্ত হোটেল ও অন্যান্য অতিথি নিবাসের প্রজেক্টের অনুমতি ও স্টার রেটিংয়ের বিভাগের সার্টিফিকেটের মেয়াদ 30 জুন অবধি বাড়িয়ে দেওয়া হল ৷
আজ পর্যটন মন্ত্রকের তরফ থেকে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ‘‘হোটেল ও অন্যন্য অতিথি নিবাসগুলির যাদের প্রজেক্টের অনুমোদন বা স্টার রেটিংয়ের অনুমোদন বা পুনর্নবীকরণের মেয়াদ শেষ হয়ে গিয়েছে বা শেষ হতে চলেছে (24 মার্চ থেকে 29 জুন অবধি), তাদের মেয়াদ 30 জুন অবধি বাড়িয়ে দেওয়া হল ৷’’
বিভিন্ন ধরনের পর্যটকদের চাহিদা অনুযায়ী পর্যটনমন্ত্রকের তরফ থেকে হোটেলগুলিকে স্টার রেটিংয়ের মাধ্যমে বিভাজিত করা হয় ৷ 1 স্টার থেকে 3, 4, 5 স্টার অ্যালকোহল সমেত বা ছাড়া, ফাইভ স্টার ডিলাক্স, হেরিটেজ (বেসিক/ক্লাসিক), হেরিটেজ গ্রান্ড, লেগাসি ভিন্টেজ(বেসিক), লেগাসি ভিন্টেজ( ক্লাসিক), লেগাসি ভিন্টেজ (গ্রান্ড) ও হোটেল, হোমস্টে, গেস্ট হাউস ইত্যাদি ভাগে ভাগ করা হয় ৷
এই বিভাজন ও সার্টিফিকেটের মেয়াদ পাঁচ বছরের জন্য হয় ৷