ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 9 টা - top news 9am

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

ছবি
ছবি
author img

By

Published : Aug 29, 2020, 9:02 AM IST

1)পুলওয়ামায় নিকেশ 3 জঙ্গি

পুলওয়ামায় নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে নিকেশ তিন জঙ্গি । তাদের পরিচয় জানা যায়নি । সংঘর্ষে এক জওয়ান আহত হয়েছেন । এলাকায় কড়া নিরাপত্তা রয়েছে । তল্লাশি চলছে ।

2)সেপ্টেম্বরে পরীক্ষা নয়, পুজোর আগে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত : মমতা

রাজ্যে এখন যা পরিস্থিতি, তাতে এখন পরীক্ষা নেওয়ার কোনও প্রশ্নই নেই ৷ সেপ্টেম্বর মাসে কোনও পরীক্ষা হবে না ৷ পুজোর আগে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে ৷

3)দ্রোণাচার্য পুরস্কার গ্রহণের কয়েক ঘণ্টা আগে মৃত্যু প্রাক্তন অ্যাথলেটিক কোচের

শনিবার ভিডিয়ো কনফারেন্সে সরকারি অনুষ্ঠানে বিশেষ সম্মান জানান হবে প্রয়াত পুরুষোত্তম রাইকে৷

4)রিপাবলিকানদের জাতীয় সম্মেলন ও ট্রাম্পের ভাষণের বিশ্লেষণ

প্রস্তাব গ্রহণ করার ওই ভাষণে ট্রাম্প অভিযোগ করেছেন যে বাইডেন চিনের বিষয়ে নরম । বলেছেন, ‘বাইডেন যদি জিতে যায়, তাহলে চিন আমাদের দেশ দখল করে নেবে ।’ তিনি অ্যামেরিকান দূতাবাস জ়েরুজ়ালেমে সরিয়ে নিয়ে যাওয়া এবং UAE ও ইজ়রায়েলের মধ্যে অ্যামেরিকান পরিচালিত শান্তি চুক্তির বিষয়টি বিশেষ করে উল্লেখ করেছেন ।

5)আশুতোষে ইংরেজির পর বজবজ কলেজে বাংলা অনার্সে ভরতির আবেদন সানি লিওনের !

আশুতোষ কলেজের পর এবার বজবজ কলেজ ৷ মেধাতালিকায় উঠে এল সানি লিওনের নাম ৷শুধু শ্রীলেখা মিত্র নয়, মীরাক্কেলের বিচারকের আসনে আরও কয়েকটি পরিবর্তন দেখা যেতে পারে । তবে এই বিষয়ে কেউই খুব বেশি কিছু বলতে চাইছেন না ।

6)কোরোনা আক্রান্ত চেন্নাই সুপার কিংসের 13 জন, শুরুর আগেই IPL-এ ধাক্কা

যদিও এই খবরের সত্যতা এখনও স্বীকার করেনি CSK বা BCCI ৷ সূত্রের খবর, চেন্নাই সুপার কিংসের গোটা দলকেই আইসোলেশনে পাঠানো হয়েছে ৷ জানা গেছে ওই 12 সদস্য CSK-র মিডিয়া টিম ও সাপোর্ট স্টাফের সদস্য ৷

7)বেসরকারি হাসপাতালে নেওয়া হবে না বর্ধিত বেড চার্জ, নগদে চিকিৎসা করালে ছাড়

শুক্রবার, 28 অগাস্ট বিকেলে স্বভূমিতে WBCERC ও বেসরকারি হাসপাতলগুলির সংগঠন AHEI বৈঠক করে৷ এরপরই এই সিদ্ধান্ত হয়৷

8)এবার থেকে বিমানে মিলবে খাবার, মাস্ক না পরলে নো-ফ্লাই লিস্টেড

এবার থেকে আকাশপথেও মিলবে খাবার ৷ এক্ষেত্রে উড়ান সংস্থাগুলিকে বিমানের মধ্যে খাবার দেওয়ার সময়, একবার ব্যবহারযোগ্য ডিসপোজ়াল ট্রে, প্লেট ও কাটলেরি ব্যবহার করতে হবে ৷ অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য ৷ প্রত্যেক বার খাবার দেওয়ার আগে বিমানকর্মীদের নতুন একজোড়া গ্লাভস পরতে হবে ৷

9)সচিন, ধোনি, বিরাটের দলে যোগ দিতে পেরে সম্মানিত : রোহিত

দেশের থেকে স্বীকৃতি পাওয়া একটি বিশাল প্রেরণা । দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান খেলরত্ন পুরস্কার পেয়ে বললেন রোহিত শর্মা ।

10)শুধু শ্রীলেখা নয়, 'মীরাক্কেল'-এর বিচারক প্যানেলে আমূল পরিবর্তন

'মীরাক্কেল' থেকে যে অভিনেত্রী শ্রীলেখা মিত্র বাদ পড়েছেন, সেই খবর সকলেরই জানা । শ্রীলেখা নিজেই সেই খবর জানিয়েছিলেন সকলকে । তবে এবার শোনা যাচ্ছে যে, শ্রীলেখার পরিবর্তে আসছেন অভিনেত্রী পাওলি দাম । বিচারকের আসনে রজতাভ দত্ত ও পরাণ বন্দ্যোপাধ্যায়ের জায়গায়ও নাকি বদলেছে । খোঁজ নিল ETV ভারত সিতারা ।

1)পুলওয়ামায় নিকেশ 3 জঙ্গি

পুলওয়ামায় নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে নিকেশ তিন জঙ্গি । তাদের পরিচয় জানা যায়নি । সংঘর্ষে এক জওয়ান আহত হয়েছেন । এলাকায় কড়া নিরাপত্তা রয়েছে । তল্লাশি চলছে ।

2)সেপ্টেম্বরে পরীক্ষা নয়, পুজোর আগে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত : মমতা

রাজ্যে এখন যা পরিস্থিতি, তাতে এখন পরীক্ষা নেওয়ার কোনও প্রশ্নই নেই ৷ সেপ্টেম্বর মাসে কোনও পরীক্ষা হবে না ৷ পুজোর আগে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে ৷

3)দ্রোণাচার্য পুরস্কার গ্রহণের কয়েক ঘণ্টা আগে মৃত্যু প্রাক্তন অ্যাথলেটিক কোচের

শনিবার ভিডিয়ো কনফারেন্সে সরকারি অনুষ্ঠানে বিশেষ সম্মান জানান হবে প্রয়াত পুরুষোত্তম রাইকে৷

4)রিপাবলিকানদের জাতীয় সম্মেলন ও ট্রাম্পের ভাষণের বিশ্লেষণ

প্রস্তাব গ্রহণ করার ওই ভাষণে ট্রাম্প অভিযোগ করেছেন যে বাইডেন চিনের বিষয়ে নরম । বলেছেন, ‘বাইডেন যদি জিতে যায়, তাহলে চিন আমাদের দেশ দখল করে নেবে ।’ তিনি অ্যামেরিকান দূতাবাস জ়েরুজ়ালেমে সরিয়ে নিয়ে যাওয়া এবং UAE ও ইজ়রায়েলের মধ্যে অ্যামেরিকান পরিচালিত শান্তি চুক্তির বিষয়টি বিশেষ করে উল্লেখ করেছেন ।

5)আশুতোষে ইংরেজির পর বজবজ কলেজে বাংলা অনার্সে ভরতির আবেদন সানি লিওনের !

আশুতোষ কলেজের পর এবার বজবজ কলেজ ৷ মেধাতালিকায় উঠে এল সানি লিওনের নাম ৷শুধু শ্রীলেখা মিত্র নয়, মীরাক্কেলের বিচারকের আসনে আরও কয়েকটি পরিবর্তন দেখা যেতে পারে । তবে এই বিষয়ে কেউই খুব বেশি কিছু বলতে চাইছেন না ।

6)কোরোনা আক্রান্ত চেন্নাই সুপার কিংসের 13 জন, শুরুর আগেই IPL-এ ধাক্কা

যদিও এই খবরের সত্যতা এখনও স্বীকার করেনি CSK বা BCCI ৷ সূত্রের খবর, চেন্নাই সুপার কিংসের গোটা দলকেই আইসোলেশনে পাঠানো হয়েছে ৷ জানা গেছে ওই 12 সদস্য CSK-র মিডিয়া টিম ও সাপোর্ট স্টাফের সদস্য ৷

7)বেসরকারি হাসপাতালে নেওয়া হবে না বর্ধিত বেড চার্জ, নগদে চিকিৎসা করালে ছাড়

শুক্রবার, 28 অগাস্ট বিকেলে স্বভূমিতে WBCERC ও বেসরকারি হাসপাতলগুলির সংগঠন AHEI বৈঠক করে৷ এরপরই এই সিদ্ধান্ত হয়৷

8)এবার থেকে বিমানে মিলবে খাবার, মাস্ক না পরলে নো-ফ্লাই লিস্টেড

এবার থেকে আকাশপথেও মিলবে খাবার ৷ এক্ষেত্রে উড়ান সংস্থাগুলিকে বিমানের মধ্যে খাবার দেওয়ার সময়, একবার ব্যবহারযোগ্য ডিসপোজ়াল ট্রে, প্লেট ও কাটলেরি ব্যবহার করতে হবে ৷ অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য ৷ প্রত্যেক বার খাবার দেওয়ার আগে বিমানকর্মীদের নতুন একজোড়া গ্লাভস পরতে হবে ৷

9)সচিন, ধোনি, বিরাটের দলে যোগ দিতে পেরে সম্মানিত : রোহিত

দেশের থেকে স্বীকৃতি পাওয়া একটি বিশাল প্রেরণা । দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান খেলরত্ন পুরস্কার পেয়ে বললেন রোহিত শর্মা ।

10)শুধু শ্রীলেখা নয়, 'মীরাক্কেল'-এর বিচারক প্যানেলে আমূল পরিবর্তন

'মীরাক্কেল' থেকে যে অভিনেত্রী শ্রীলেখা মিত্র বাদ পড়েছেন, সেই খবর সকলেরই জানা । শ্রীলেখা নিজেই সেই খবর জানিয়েছিলেন সকলকে । তবে এবার শোনা যাচ্ছে যে, শ্রীলেখার পরিবর্তে আসছেন অভিনেত্রী পাওলি দাম । বিচারকের আসনে রজতাভ দত্ত ও পরাণ বন্দ্যোপাধ্যায়ের জায়গায়ও নাকি বদলেছে । খোঁজ নিল ETV ভারত সিতারা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.