ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধ্যে 7 টা - টপ 10 নিউজ়

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news
টপ নিউজ়
author img

By

Published : Aug 16, 2020, 7:01 PM IST

1. কোরোনায় মৃত্যু চেতন চৌহানের

শুক্রবার থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল ৷ আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন চেতন চৌহান ।

2. চিকিৎসায় সাড়া দিচ্ছেন, ভালো রয়েছেন বাবা : অভিজিৎ

আজ সকালে প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কথা জানিয়ে টুইট করেন তাঁর ছেলে । অভিজিৎ লেখেন, গতকাল হাসপাতালে বাবাকে দেখে এসেছি । ঈশ্বরের আশীর্বাদে এবং আপনাদের শুভ কামনায় বাবা গত কয়েকদিনের থেকে অনেক ভালো আছে ।

3. রাজভবনেও নজরদারি চালানো হচ্ছে, অভিযোগ রাজ্যপালের

রাজভবনের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে । সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।

4. অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় দফার ট্রায়ালে অনুমোদন ICMR-এর

অগাস্টের শেষের দিকেই শুরু হয়ে যাচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল । গোটা দেশে সবমিলিয়ে 10 টি মেডিকেল ইনস্টিটিউটকে বেছে নেওয়া হয়েছে এই পরীক্ষামূলক প্রয়োগের জন্য ।

5. লাইফ সাপোর্টে রয়েছেন এসপি বালাসুব্রমনিয়ম

বাবার শারীরিক অবস্থার কথা জানিয়ে একটি ভিডিয়ো বার্তা দেন এসপি চরণ । তিনি বলেন, "ভেন্টিলেটরের মাধ্যমে বাবা চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন । এই কঠিন সময়কে কাটিয়ে বাবা বেরিয়ে আসবেন বলে আশাবাদী চিকিৎসকরা ।"

6. কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

আক্রান্ত মহিলার স্বামী মারা গেছেন । সংসার চালাতে তিনি গৃহ পরিচারিকার কাজ করেন ।

7. জঙ্গলের ধার থেকে শিশুর বস্তাবন্দী দেহ উদ্ধার, আটক আত্মীয়

আজ সকালে এলাকারই এক জঙ্গলের ধারে একটি বস্তা পড়ে থাকতে দেখা যায় । পচা গন্ধ আসছিল বস্তা থেকে । সন্দেহ হয় । এরপর বস্তা খুলতেই দেখা যায় ভিতরে পড়ে রয়েছে শিশুর দেহ ।

8. দিঘায় বাড়ল ইলিশের আমদানি

বৃষ্টি শুরু হতেই দিঘা মোহনায় ইলিশের আমদানি বাড়তে শুরু করেছে ৷ পূর্ব ভারতের বৃহত্তম মৎস নিলাম কেন্দ্র দিঘা মোহনায় আজ প্রায় আড়াই টন ইলিশ উঠেছে । যা এই মরশুমে সর্বোচ্চ ৷ আজ প্রায় 25টি ট্রলার দিঘা মোহনায় আসে ৷ 550 টাকা থেকে 2 হাজার টাকা কেজি দরে বিকোচ্ছে ইলিশ ।

9. দেশে ফেসবুক নিয়ন্ত্রণ করে BJP, টুইটে আক্রমণ রাহুলের

রাহুল গান্ধি টুইটারে লেখেন, ভারতে BJP ও RSS ফেসবুক ও হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রণ করে । এটার মাধ্যমে ভুয়ো খবর ও বিদ্বেষ ছড়িয়ে দেয় এবং ভোটারদের প্রভাবিত করে । অবশেষে সত্যিটা সামনে এনেছে অ্যামেরিকার সংবাদমাধ্যম ।

10. বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে কেন যোগিন্দরের হাতে বল তুলে দিয়েছিলেন ধোনি ?

যোগিন্দর শর্মা বলছেন, তাঁর সেরা ‘‘ধোনি মুহূর্ত’’ 2007 সালে টি-20 বিশ্বকাপে ফাইনালে তাঁর হাতে বল তুলে দেওয়া নয়, 28 বছরের খরা কাটিয়ে ওয়াংখেড়েতে ওয়ান ডে বিশ্বকাপ হাতে তোলা ৷ মুম্বইয়ে চাপের মুখে ঠান্ডা মাথায় ধোনি ফাইনাল ম্যাচ জিতিয়ে কোটি কোটি ভারতীয় সমর্থকের স্বপ্নটা পূরণ করতে পেরেছিলেন বলে মত যোগিন্দরের ৷

1. কোরোনায় মৃত্যু চেতন চৌহানের

শুক্রবার থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল ৷ আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন চেতন চৌহান ।

2. চিকিৎসায় সাড়া দিচ্ছেন, ভালো রয়েছেন বাবা : অভিজিৎ

আজ সকালে প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কথা জানিয়ে টুইট করেন তাঁর ছেলে । অভিজিৎ লেখেন, গতকাল হাসপাতালে বাবাকে দেখে এসেছি । ঈশ্বরের আশীর্বাদে এবং আপনাদের শুভ কামনায় বাবা গত কয়েকদিনের থেকে অনেক ভালো আছে ।

3. রাজভবনেও নজরদারি চালানো হচ্ছে, অভিযোগ রাজ্যপালের

রাজভবনের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে । সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।

4. অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় দফার ট্রায়ালে অনুমোদন ICMR-এর

অগাস্টের শেষের দিকেই শুরু হয়ে যাচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল । গোটা দেশে সবমিলিয়ে 10 টি মেডিকেল ইনস্টিটিউটকে বেছে নেওয়া হয়েছে এই পরীক্ষামূলক প্রয়োগের জন্য ।

5. লাইফ সাপোর্টে রয়েছেন এসপি বালাসুব্রমনিয়ম

বাবার শারীরিক অবস্থার কথা জানিয়ে একটি ভিডিয়ো বার্তা দেন এসপি চরণ । তিনি বলেন, "ভেন্টিলেটরের মাধ্যমে বাবা চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন । এই কঠিন সময়কে কাটিয়ে বাবা বেরিয়ে আসবেন বলে আশাবাদী চিকিৎসকরা ।"

6. কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

আক্রান্ত মহিলার স্বামী মারা গেছেন । সংসার চালাতে তিনি গৃহ পরিচারিকার কাজ করেন ।

7. জঙ্গলের ধার থেকে শিশুর বস্তাবন্দী দেহ উদ্ধার, আটক আত্মীয়

আজ সকালে এলাকারই এক জঙ্গলের ধারে একটি বস্তা পড়ে থাকতে দেখা যায় । পচা গন্ধ আসছিল বস্তা থেকে । সন্দেহ হয় । এরপর বস্তা খুলতেই দেখা যায় ভিতরে পড়ে রয়েছে শিশুর দেহ ।

8. দিঘায় বাড়ল ইলিশের আমদানি

বৃষ্টি শুরু হতেই দিঘা মোহনায় ইলিশের আমদানি বাড়তে শুরু করেছে ৷ পূর্ব ভারতের বৃহত্তম মৎস নিলাম কেন্দ্র দিঘা মোহনায় আজ প্রায় আড়াই টন ইলিশ উঠেছে । যা এই মরশুমে সর্বোচ্চ ৷ আজ প্রায় 25টি ট্রলার দিঘা মোহনায় আসে ৷ 550 টাকা থেকে 2 হাজার টাকা কেজি দরে বিকোচ্ছে ইলিশ ।

9. দেশে ফেসবুক নিয়ন্ত্রণ করে BJP, টুইটে আক্রমণ রাহুলের

রাহুল গান্ধি টুইটারে লেখেন, ভারতে BJP ও RSS ফেসবুক ও হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রণ করে । এটার মাধ্যমে ভুয়ো খবর ও বিদ্বেষ ছড়িয়ে দেয় এবং ভোটারদের প্রভাবিত করে । অবশেষে সত্যিটা সামনে এনেছে অ্যামেরিকার সংবাদমাধ্যম ।

10. বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে কেন যোগিন্দরের হাতে বল তুলে দিয়েছিলেন ধোনি ?

যোগিন্দর শর্মা বলছেন, তাঁর সেরা ‘‘ধোনি মুহূর্ত’’ 2007 সালে টি-20 বিশ্বকাপে ফাইনালে তাঁর হাতে বল তুলে দেওয়া নয়, 28 বছরের খরা কাটিয়ে ওয়াংখেড়েতে ওয়ান ডে বিশ্বকাপ হাতে তোলা ৷ মুম্বইয়ে চাপের মুখে ঠান্ডা মাথায় ধোনি ফাইনাল ম্যাচ জিতিয়ে কোটি কোটি ভারতীয় সমর্থকের স্বপ্নটা পূরণ করতে পেরেছিলেন বলে মত যোগিন্দরের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.