ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 9 টা - বাছাই করা সেরা দশটি খবর

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS
TOP NEWS
author img

By

Published : Nov 7, 2020, 9:09 AM IST

1. বিহারে চলছে তৃতীয় দফার ভোটগ্রহণ

সকাল 7টা থেকে 33 হাজার 782 ভোটকেন্দ্রে শুরু হয়েছে ভোটগ্রহণ ৷ বসানো হয়েছে EVM মেশিন ও VVPAT ৷ মোতায়েন রয়েছে আধা সামরিক বাহিনী ৷

2. অ্যামেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচন : পেনসিলভেনিয়া, জর্জিয়ায় এগিয়ে বাইডেন

চলছে অ্যামেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ভোট গণনা । ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে গেছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন । হোয়াইট হাউজ় দখলের থেকে আর মাত্র কয়েকটি ইলেক্টোরাল ভোটে পিছিয়ে রয়েছেন তিনি ।

3. ব্যাঙ্গালোরকে 6 উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদ

প্রথমে ব্যাট করে আরও রানের দরকার ছিল বলে ম্যাচের শেষে মন্তব্য করেন ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি ৷ তবে বোলারদের প্রশংসা করলেন ৷ অন্যদিকে, ম্যাচ জিতে জেসন হোল্ডারের প্রশংসা করলেন কেন উইলিয়ামসন ৷

4. বেহালার নার্সিংহোমে চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

অভিযোগ, বেহালার ওই নার্সিংহোম থেকে রোগীকে ডিসচার্জ করতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠে নার্সিংহোম কর্তৃপক্ষ । রোগীর মেয়েকে আটকে রাখা হয় নার্সিংহোমের একটি ঘরে । ওই যুবতির অভিযোগ, বন্ধ ঘরে চিকিৎসক তাঁর শ্লীলতাহানি করেছে ।

5. কোরোনা চিকিৎসায় অতিরিক্ত বিল, 40 হাজার টাকা ফেরতের নির্দেশ

বিলে মাস্ক, শু-কভার, PPE-র জন্য খরচ ধরা হয় 58,201 টাকা । এরপরই হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য কমিশনে অভিযোগ দায়ের করে ওই রোগীর পরিবার ।

6. ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে চাইছেন মমতা, পরিবারতন্ত্রের অভিযোগ তুলে আক্রমণ অমিতের

অমিত শাহের কানে পৌঁছেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে তৃণমূলের অন্দরের রাজনীতির খবর। এক শ্রেণির তৃণমূল নেতা-কর্মী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠিকমতো মেনে নিতে পারছে না বলে জানিয়েছেন এ রাজ্যের কার্যকর্তারা। অমিত শাহ নিজের বক্তব্যের মধ্যে সেই ক্ষোভকে উসকে দেওয়ার চেষ্টা ছিল ষোলআনা।

7. ফের ডায়ালিসিস সৌমিত্র চট্টোপাধ্যায়ের, হবে ট্র্যাকিওস্টমিও

সতর্কতা হিসেবে গতকাল সৌমিত্রবাবুর ডায়ালিসিস করানো হয়েছে । চলতি সপ্তাহে তাঁর ট্র্যাকিওস্টমি করা হবে । তবে আবার তাঁকে প্লাজ়মা থেরাপি দেওয়া হবে কি না সেই বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ।

8. জামালপুরের ঘটনায় মৃতের পরিবারকে সাড়ে ছয় লাখ টাকার চেক

জামালপুরের মুইদিপুর এলাকায় বালির গাড়ি চাপা পড়ার ঘটনায় মৃতের পরিবারের হাতে সাড়ে ছয় লাখ টাকার চেক তুলে দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ । গতকাল পূর্ব বর্ধমান জেলাশাসকের দপ্তরে ওই চেক তুলে দেওয়া হয় ।

9. বাংলার সংস্কৃতি জানেন না বলেই দক্ষিণেশ্বরে রাজনীতির কথা : ফিরহাদ হাকিম

বাংলায় এসে একাধিকবার বিভিন্ন অনুষ্ঠান থেকে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন অমিত শাহ । তাঁর মন্তব্যের কড়া সমালোচনা করলেন তৃণমূলের শীর্ষস্থানীয় নেতা ফিরহাদ হাকিম ৷

10. কোরোনা আবহে ছটপুজোয় ব্যবস্থা থাকবে অতিরিক্ত ঘাটের, বললেন ফিরহাদ

KMDA ও কলকাতা পৌরনিগম ৪৪টি ঘাটে ছট পুজোর ব্যবস্থা করছে। শহরের বিভিন্ন জায়গায় ১৬টি কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে। জানালেন ফিরহাদ হাকিম ।

1. বিহারে চলছে তৃতীয় দফার ভোটগ্রহণ

সকাল 7টা থেকে 33 হাজার 782 ভোটকেন্দ্রে শুরু হয়েছে ভোটগ্রহণ ৷ বসানো হয়েছে EVM মেশিন ও VVPAT ৷ মোতায়েন রয়েছে আধা সামরিক বাহিনী ৷

2. অ্যামেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচন : পেনসিলভেনিয়া, জর্জিয়ায় এগিয়ে বাইডেন

চলছে অ্যামেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ভোট গণনা । ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে গেছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন । হোয়াইট হাউজ় দখলের থেকে আর মাত্র কয়েকটি ইলেক্টোরাল ভোটে পিছিয়ে রয়েছেন তিনি ।

3. ব্যাঙ্গালোরকে 6 উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদ

প্রথমে ব্যাট করে আরও রানের দরকার ছিল বলে ম্যাচের শেষে মন্তব্য করেন ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি ৷ তবে বোলারদের প্রশংসা করলেন ৷ অন্যদিকে, ম্যাচ জিতে জেসন হোল্ডারের প্রশংসা করলেন কেন উইলিয়ামসন ৷

4. বেহালার নার্সিংহোমে চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

অভিযোগ, বেহালার ওই নার্সিংহোম থেকে রোগীকে ডিসচার্জ করতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠে নার্সিংহোম কর্তৃপক্ষ । রোগীর মেয়েকে আটকে রাখা হয় নার্সিংহোমের একটি ঘরে । ওই যুবতির অভিযোগ, বন্ধ ঘরে চিকিৎসক তাঁর শ্লীলতাহানি করেছে ।

5. কোরোনা চিকিৎসায় অতিরিক্ত বিল, 40 হাজার টাকা ফেরতের নির্দেশ

বিলে মাস্ক, শু-কভার, PPE-র জন্য খরচ ধরা হয় 58,201 টাকা । এরপরই হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য কমিশনে অভিযোগ দায়ের করে ওই রোগীর পরিবার ।

6. ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে চাইছেন মমতা, পরিবারতন্ত্রের অভিযোগ তুলে আক্রমণ অমিতের

অমিত শাহের কানে পৌঁছেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে তৃণমূলের অন্দরের রাজনীতির খবর। এক শ্রেণির তৃণমূল নেতা-কর্মী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠিকমতো মেনে নিতে পারছে না বলে জানিয়েছেন এ রাজ্যের কার্যকর্তারা। অমিত শাহ নিজের বক্তব্যের মধ্যে সেই ক্ষোভকে উসকে দেওয়ার চেষ্টা ছিল ষোলআনা।

7. ফের ডায়ালিসিস সৌমিত্র চট্টোপাধ্যায়ের, হবে ট্র্যাকিওস্টমিও

সতর্কতা হিসেবে গতকাল সৌমিত্রবাবুর ডায়ালিসিস করানো হয়েছে । চলতি সপ্তাহে তাঁর ট্র্যাকিওস্টমি করা হবে । তবে আবার তাঁকে প্লাজ়মা থেরাপি দেওয়া হবে কি না সেই বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ।

8. জামালপুরের ঘটনায় মৃতের পরিবারকে সাড়ে ছয় লাখ টাকার চেক

জামালপুরের মুইদিপুর এলাকায় বালির গাড়ি চাপা পড়ার ঘটনায় মৃতের পরিবারের হাতে সাড়ে ছয় লাখ টাকার চেক তুলে দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ । গতকাল পূর্ব বর্ধমান জেলাশাসকের দপ্তরে ওই চেক তুলে দেওয়া হয় ।

9. বাংলার সংস্কৃতি জানেন না বলেই দক্ষিণেশ্বরে রাজনীতির কথা : ফিরহাদ হাকিম

বাংলায় এসে একাধিকবার বিভিন্ন অনুষ্ঠান থেকে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন অমিত শাহ । তাঁর মন্তব্যের কড়া সমালোচনা করলেন তৃণমূলের শীর্ষস্থানীয় নেতা ফিরহাদ হাকিম ৷

10. কোরোনা আবহে ছটপুজোয় ব্যবস্থা থাকবে অতিরিক্ত ঘাটের, বললেন ফিরহাদ

KMDA ও কলকাতা পৌরনিগম ৪৪টি ঘাটে ছট পুজোর ব্যবস্থা করছে। শহরের বিভিন্ন জায়গায় ১৬টি কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে। জানালেন ফিরহাদ হাকিম ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.