ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 9 টা - সেরা দশটি খবর

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news
top news
author img

By

Published : Oct 2, 2020, 9:03 AM IST

1. রাহুল ও প্রিয়াঙ্কার বিরুদ্ধে মামলা দায়ের উত্তরপ্রদেশ পুলিশের

গৌতম বুদ্ধ নগরের ইকোটেক ওয়ান পুলিশ স্টেশনে রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । সেখানে তাঁদের সঙ্গে থাকা 150 জন কংগ্রেস নেতা-কর্মীরও নাম রয়েছে ।

2. ভয় পেয়েই যোগী প্রশাসন আটক করেছে, দাবি রাহুলের

হাথরস ঢোকার আগেই আটকানো হয় । পুলিশের সঙ্গে বচসা বাধে রাহুলের । রাহুল ও প্রিয়াঙ্কাকে আটক করে উত্তরপ্রদেশ পুলিশ । ভয় পেয়েই রাহুলদের আটকিয়েছে উত্তরপ্রদেশ সরকার বলে দাবি করেন রাহুল গান্ধি ।

3. বিক্ষোভের জের, ইন্ডিয়া গেট চত্বরে 144 ধারা জারি

28 তারিখ ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখান পঞ্জাব যুব কংগ্রেসের সদস্যরা । একটি ট্রাক্টরও পুড়িয়ে দেওয়া হয় । ঘটনায় ছ'জনকে গ্রেপ্তার করে পঞ্জাব পুলিশ । এবার ইন্ডিয়া গেট চত্বরে 144 ধারা জারি করা হল ।

4. ব্যর্থ ব্যাটসম্যানরা, মুম্বইয়ের কাছে 48 রানে হার পঞ্জাবের

রাহুলের কিংস ইলেভেন পঞ্জাবকে 48 রানে হারিয়ে একেবারে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ৷ এদিকে ছ'নম্বর স্থানেই থাকতে হল পঞ্জাবকে ৷

5. মিছিলকে চন্ডীগড়ে প্রবেশে বাধা পুলিশের, গ্রেপ্তার হরসিমরত কউর বাদল

হরসিমরত কউর বাদলের নেতৃত্বে মিছিল চন্ডীগড়ে প্রবেশের আগেই তা আটকে দেয় পুলিশ । গ্রেপ্তার করা হয় প্রাক্তন মন্ত্রীকে ।

6. "দেহ জ্বালিয়ে দেবে, এ কোন শাসন ?" হাথরস ইশুতে সরব মমতা

উত্তরপ্রদেশে গণধর্ষণ হল । তারপর মৃতদেহ জ্বালিয়ে দিল ওরা । পুলিশ পদক্ষেপ করুক। দেহ জ্বালিয়ে দেবে, এ কোন শাসন । বিক্ষুব্ধ মমতা ।

7. বাড়ছে যাত্রী, সামাল দিতে 5 অক্টোবর থেকে বাড়বে মেট্রোর সংখ্যা

5 অক্টোবর থেকে বাড়বে কলকাতা মেট্রো রেলের ট্রেনের সংখ্যা । পাশাপাশি রাত 8টার বদলে শেষ ট্রেন মিলবে রাত 9টায় ।

8. IPL 13: BCCI -এর দুর্নীতি দমন শাখার দাবি দুবাইয়ে পা রেখেছে বুকিরা

মিডিয়ার সঙ্গে কথা বলার সময় ACU প্রধান বলেন যে, তাঁরা জানতে পারেন যে বুকিরাও দুবাই এসেছে । তবে তিনি আরও বলেন , এখনও পর্যন্ত তারা টুর্নামেন্টের পবিত্রতা ভঙ্গ করতে কোনও অগ্রগতি করতে পারেনি।

9. "কোন পৃথিবীতে এই দানবরা এক অল্পবয়সির জীবন নষ্ট করার কথা ভাবতে পারে"

হাথরসের পর বলরামপুর । একের পর ধর্ষণের ঘটনা ঘটছে উত্তরপ্রদেশে । বলরামপুরের ঘটনায় সোশাল মিডিয়ায় সরব হলেন অনুষ্কা শর্মা ।

10. কান্দি রাজ কলেজে ভরতির মেধাতালিকায় মহেন্দ্র সিং ধোনি !

একের পর এক কলেজে ভরতির মেধাতালিকায় দেখা গিয়েছিল পর্ন তারকাদের নাম । আবার শিলিগুড়ি কলেজের মেধাতালিকায় জায়গা করে নিয়েছিল ডোরেমন, শিন চ্যানের মতো কার্টুন চরিত্র । এবার মুর্শিদাবাদের কান্দি রাজ কলেজের ভরতির মেধাতালিকায় দেখা গেল মহেন্দ্র সিং ধোনির নাম ।

1. রাহুল ও প্রিয়াঙ্কার বিরুদ্ধে মামলা দায়ের উত্তরপ্রদেশ পুলিশের

গৌতম বুদ্ধ নগরের ইকোটেক ওয়ান পুলিশ স্টেশনে রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । সেখানে তাঁদের সঙ্গে থাকা 150 জন কংগ্রেস নেতা-কর্মীরও নাম রয়েছে ।

2. ভয় পেয়েই যোগী প্রশাসন আটক করেছে, দাবি রাহুলের

হাথরস ঢোকার আগেই আটকানো হয় । পুলিশের সঙ্গে বচসা বাধে রাহুলের । রাহুল ও প্রিয়াঙ্কাকে আটক করে উত্তরপ্রদেশ পুলিশ । ভয় পেয়েই রাহুলদের আটকিয়েছে উত্তরপ্রদেশ সরকার বলে দাবি করেন রাহুল গান্ধি ।

3. বিক্ষোভের জের, ইন্ডিয়া গেট চত্বরে 144 ধারা জারি

28 তারিখ ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখান পঞ্জাব যুব কংগ্রেসের সদস্যরা । একটি ট্রাক্টরও পুড়িয়ে দেওয়া হয় । ঘটনায় ছ'জনকে গ্রেপ্তার করে পঞ্জাব পুলিশ । এবার ইন্ডিয়া গেট চত্বরে 144 ধারা জারি করা হল ।

4. ব্যর্থ ব্যাটসম্যানরা, মুম্বইয়ের কাছে 48 রানে হার পঞ্জাবের

রাহুলের কিংস ইলেভেন পঞ্জাবকে 48 রানে হারিয়ে একেবারে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ৷ এদিকে ছ'নম্বর স্থানেই থাকতে হল পঞ্জাবকে ৷

5. মিছিলকে চন্ডীগড়ে প্রবেশে বাধা পুলিশের, গ্রেপ্তার হরসিমরত কউর বাদল

হরসিমরত কউর বাদলের নেতৃত্বে মিছিল চন্ডীগড়ে প্রবেশের আগেই তা আটকে দেয় পুলিশ । গ্রেপ্তার করা হয় প্রাক্তন মন্ত্রীকে ।

6. "দেহ জ্বালিয়ে দেবে, এ কোন শাসন ?" হাথরস ইশুতে সরব মমতা

উত্তরপ্রদেশে গণধর্ষণ হল । তারপর মৃতদেহ জ্বালিয়ে দিল ওরা । পুলিশ পদক্ষেপ করুক। দেহ জ্বালিয়ে দেবে, এ কোন শাসন । বিক্ষুব্ধ মমতা ।

7. বাড়ছে যাত্রী, সামাল দিতে 5 অক্টোবর থেকে বাড়বে মেট্রোর সংখ্যা

5 অক্টোবর থেকে বাড়বে কলকাতা মেট্রো রেলের ট্রেনের সংখ্যা । পাশাপাশি রাত 8টার বদলে শেষ ট্রেন মিলবে রাত 9টায় ।

8. IPL 13: BCCI -এর দুর্নীতি দমন শাখার দাবি দুবাইয়ে পা রেখেছে বুকিরা

মিডিয়ার সঙ্গে কথা বলার সময় ACU প্রধান বলেন যে, তাঁরা জানতে পারেন যে বুকিরাও দুবাই এসেছে । তবে তিনি আরও বলেন , এখনও পর্যন্ত তারা টুর্নামেন্টের পবিত্রতা ভঙ্গ করতে কোনও অগ্রগতি করতে পারেনি।

9. "কোন পৃথিবীতে এই দানবরা এক অল্পবয়সির জীবন নষ্ট করার কথা ভাবতে পারে"

হাথরসের পর বলরামপুর । একের পর ধর্ষণের ঘটনা ঘটছে উত্তরপ্রদেশে । বলরামপুরের ঘটনায় সোশাল মিডিয়ায় সরব হলেন অনুষ্কা শর্মা ।

10. কান্দি রাজ কলেজে ভরতির মেধাতালিকায় মহেন্দ্র সিং ধোনি !

একের পর এক কলেজে ভরতির মেধাতালিকায় দেখা গিয়েছিল পর্ন তারকাদের নাম । আবার শিলিগুড়ি কলেজের মেধাতালিকায় জায়গা করে নিয়েছিল ডোরেমন, শিন চ্যানের মতো কার্টুন চরিত্র । এবার মুর্শিদাবাদের কান্দি রাজ কলেজের ভরতির মেধাতালিকায় দেখা গেল মহেন্দ্র সিং ধোনির নাম ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.