ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা - টপ নিউজ় @ সন্ধে 7 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news @ 7 pm
টপ নিউজ় @ সন্ধে 7 টা
author img

By

Published : Oct 13, 2020, 7:02 PM IST

1. ফিরহাদের নেতৃত্বে টিটাগড়ে শান্তি মিছিল তৃণমূলের

টিটাগড় থানার সামনে থেকে ব্যারাকপুর চিড়িয়ামোড় পর্যন্ত শান্তি মিছিল করে তৃণমূল ৷

2. বেলেঘাটায় বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের দাবি সায়ন্তনের

বেলেঘাটায় বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের দাবি করলেন BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু । বলেন, "যে ক্লাবে তৃণমূলের যোগসূত্র থাকে সেখানে বিস্ফোরণ হবে না তো কী হবে । বেলেঘাটার বিস্ফোরণের সঙ্গে জামাতের যোগ পাওয়া যেতে পারে । NIA তদন্ত হওয়া উচিত । আমরা চিঠি পাঠাব NIA-র কাছে ।"

3. 2019-'20 শিক্ষাবর্ষে ফি-তে 20 শতাংশ ছাড়, বেসরকারি স্কুলগুলিকে নির্দেশ হাইকোর্টের

বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও মৌসুমি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিল আজ ।

4. দিনে দু'টি করে ডবল ডেকার কলকাতায়, সপ্তমী থেকে বুকিং

সপ্তমী থেকে ডবল ডেকার বাসের অনলাইন বুকিং শুরু হবে । এই দোতলা বাসের জন্য বাংলায় আরও কর্মসংস্থান হবে । রোজ দু'টি করে বাস চলবে শহরের রাস্তায় ।

5. হাথরসের গ্রামে CBI, নির্যাতিতার মা-ভাইকে সঙ্গে নিয়ে তদন্ত

তদন্তভার নিয়ে হাথরসের নির্যাতিতার গ্রামে গেলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা । সঙ্গে ছিলেন যুবতির ভাই, একজন ফরেন্সিক বিশেষজ্ঞ ও পুলিশ ।

6. 2021-র শুরুতেই দেশে একাধিক কোরোনার প্রতিষেধক, জানালেন হর্ষ বর্ধন

এই মুহূর্তে দেশে 4 টি কোরোনার প্রতিষেধক প্রি-ক্লিনিকাল ট্রায়ালের অ্যাডভান্স পর্যায়ে রয়েছে ।

7. রাস্তায় শুয়ে বিক্ষোভ কলেজের ক্যাজ়ুয়াল কর্মীদের, অবরোধ কলেজ স্ট্রিটে

আজ সকাল সাড়ে 10টা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেন ক্যাজ়ুয়াল কর্মীরা । তারপর দুপুর আড়াইটে নাগাদ রাস্তায় শুয়ে পড়েন তাঁরা। কলেজ স্ট্রিটে যানচলাচল ব্যাহত হয় ।

8. পুজো কমিটিগুলো নির্দেশিকা মানছে তো ? খতিয়ে দেখতে পথে যুগ্ম কমিশনার

ঘুরে দেখলেন উত্তর থেকে দক্ষিণ কলকাতার কয়েকটি মণ্ডপ । সঙ্গে পুজো কমিটিগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন তিনি।

9. অস্ট্রেলিয়া সফরে অনিশ্চিত ইশান্ত শর্মা

2018-19 সফরে তিনটি টেস্টে 23.82 গড়ে 11টি উইকেট নিয়েছিলেন ইশান্ত ৷ অস্ট্রেলিয়া সফরে তাঁকে পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে ।

10. সংকটে সৌমিত্র চট্টোপাধ্যায়, রাখা হতে পারে ইনভেসিভ ভেন্টিলেটর সাপোর্টে

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও সংকটে । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বাইপ‍্যাপ-এ কাজ না হওয়ার কারণে তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

1. ফিরহাদের নেতৃত্বে টিটাগড়ে শান্তি মিছিল তৃণমূলের

টিটাগড় থানার সামনে থেকে ব্যারাকপুর চিড়িয়ামোড় পর্যন্ত শান্তি মিছিল করে তৃণমূল ৷

2. বেলেঘাটায় বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের দাবি সায়ন্তনের

বেলেঘাটায় বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের দাবি করলেন BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু । বলেন, "যে ক্লাবে তৃণমূলের যোগসূত্র থাকে সেখানে বিস্ফোরণ হবে না তো কী হবে । বেলেঘাটার বিস্ফোরণের সঙ্গে জামাতের যোগ পাওয়া যেতে পারে । NIA তদন্ত হওয়া উচিত । আমরা চিঠি পাঠাব NIA-র কাছে ।"

3. 2019-'20 শিক্ষাবর্ষে ফি-তে 20 শতাংশ ছাড়, বেসরকারি স্কুলগুলিকে নির্দেশ হাইকোর্টের

বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও মৌসুমি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিল আজ ।

4. দিনে দু'টি করে ডবল ডেকার কলকাতায়, সপ্তমী থেকে বুকিং

সপ্তমী থেকে ডবল ডেকার বাসের অনলাইন বুকিং শুরু হবে । এই দোতলা বাসের জন্য বাংলায় আরও কর্মসংস্থান হবে । রোজ দু'টি করে বাস চলবে শহরের রাস্তায় ।

5. হাথরসের গ্রামে CBI, নির্যাতিতার মা-ভাইকে সঙ্গে নিয়ে তদন্ত

তদন্তভার নিয়ে হাথরসের নির্যাতিতার গ্রামে গেলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা । সঙ্গে ছিলেন যুবতির ভাই, একজন ফরেন্সিক বিশেষজ্ঞ ও পুলিশ ।

6. 2021-র শুরুতেই দেশে একাধিক কোরোনার প্রতিষেধক, জানালেন হর্ষ বর্ধন

এই মুহূর্তে দেশে 4 টি কোরোনার প্রতিষেধক প্রি-ক্লিনিকাল ট্রায়ালের অ্যাডভান্স পর্যায়ে রয়েছে ।

7. রাস্তায় শুয়ে বিক্ষোভ কলেজের ক্যাজ়ুয়াল কর্মীদের, অবরোধ কলেজ স্ট্রিটে

আজ সকাল সাড়ে 10টা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেন ক্যাজ়ুয়াল কর্মীরা । তারপর দুপুর আড়াইটে নাগাদ রাস্তায় শুয়ে পড়েন তাঁরা। কলেজ স্ট্রিটে যানচলাচল ব্যাহত হয় ।

8. পুজো কমিটিগুলো নির্দেশিকা মানছে তো ? খতিয়ে দেখতে পথে যুগ্ম কমিশনার

ঘুরে দেখলেন উত্তর থেকে দক্ষিণ কলকাতার কয়েকটি মণ্ডপ । সঙ্গে পুজো কমিটিগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন তিনি।

9. অস্ট্রেলিয়া সফরে অনিশ্চিত ইশান্ত শর্মা

2018-19 সফরে তিনটি টেস্টে 23.82 গড়ে 11টি উইকেট নিয়েছিলেন ইশান্ত ৷ অস্ট্রেলিয়া সফরে তাঁকে পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে ।

10. সংকটে সৌমিত্র চট্টোপাধ্যায়, রাখা হতে পারে ইনভেসিভ ভেন্টিলেটর সাপোর্টে

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও সংকটে । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বাইপ‍্যাপ-এ কাজ না হওয়ার কারণে তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.